ETV Bharat / state

CV Ananda Bose Over Violence: 'অপরাধীরা রেহাই পাবে না', সন্ত্রাস মোকাবিলায় নিরন্তর লড়াইয়ের ডাক রাজ্যপালের

বিভিন্ন জায়গায় যারা অপরাধ মূলক কাজের সঙ্গে জড়িয়ে পড়েছে তারা রেহাই পাবে না ৷ অপরাধ সংগঠিত করতে যারা সাহায্য করছে তাদেরও ছাড়া হবে না ৷ এমনই মন্তব্য করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷

ETV Bharat
রাজ্যপাল সিভি আনন্দ বোস
author img

By

Published : Jul 11, 2023, 8:50 AM IST

Updated : Jul 11, 2023, 9:27 AM IST

কলকাতা, 11 জুলাই: বাংলায় ঘটে চলা সন্ত্রাসের বিরুদ্ধে লাগাতার লড়াই চলবে ৷ মঙ্গলবার সকালে এমনই মন্তব্য করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ সাংবাদিকদের তিনি জানান, বিভিন্ন জায়গায় যারা অপরাধ মূলক কাজের সঙ্গে জড়িয়ে পড়েছে তারা রেহাই পাবে না ৷ অপরাধ সংগঠিত করতে যারা সাহায্য করছে তাদেরও ছাড়া হবে না ৷ সকলে মিলে একসঙ্গে সন্ত্রাসের মোকাবিলা করা হবে।

পুরনো ইংরেজি প্রবাদ 'সব সাধুর একটি অতীত ছিল এবং সমস্ত অপরাধীর একটি ভবিষ্যৎ আছে' তুলে ধরে রাজ্যপাল আরও জানান, যারা অপরাধের রাস্তায় চলে গিয়েছে তাদের সংশোধন করতে হবে ৷ প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করেন রাজ্যপাল ৷ বৈঠক শেষে ইঙ্গতিবহ মন্তব্য করেন বাংলার সাংবিধানিক প্রধান ৷ তখনও প্রবাদের সাহায্য নিয়ে সাংবাদিকদের তিনি বলেন, "শীত এলে বসন্ত কি দূরে থাকতে পারে ৷ সূর্যোদয়ের আগেই সব থেকে বেশি আঁধার থাকে ৷ সুড়ঙ্গের শেষেই আলো থাকে ৷"

অন্যদিকে, সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, গণনার দিন দক্ষিণ 24 পরগনার ক্যানিং থেকে শুরু করে ভাঙড়ে যাবেন রাজ্যপাল। নির্বাচন ঘোষণার পর থেকেই এই সমস্ত জায়গায় সন্ত্রাসের খবর মিলেছে । এর আগেও সেখানে গিয়েছেন রাজ্যপাল । গণনার সময়ও সেখানে যেতে পারেন বলে জানা গিয়েছে। সাংবিধানিক প্রধানের এই 'অতি সক্রিয়তা' অবশ্য ভালোভাবে নিচ্ছে না শাসক শিবির। ভোট পর্বের প্রথম থেকেই একাধিক প্রসঙ্গ তুলে ধরে তাঁকে আক্রমণ করছে তৃণমূল।

পঞ্চায়েত নির্বাচন চলাকালীন রাজ্যাপালের দিল্লি সফর নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে । শাসক দলের অভিযোগ, রাজ্যপাল বিজেপির কথায় চলছেন। আবার পালটা বিজেপির দাবি, রাজ্যপালের উচিত রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করা। এমনই উত্তেজক পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা হয় রাজ্যপালের । তারপর থেকে একাধিকবার ইঙ্গিতবহ মন্তব্য করতে শোনা গেল পশ্চিমবঙ্গের সাংবিধানিক প্রধানকে।

আরও পড়ুন: 'সূর্যোদয়ের আগেই থাকে সবচেয়ে বেশি আঁধার', শাহী-সাক্ষাতের পর মন্তব্য বোসের

কলকাতা, 11 জুলাই: বাংলায় ঘটে চলা সন্ত্রাসের বিরুদ্ধে লাগাতার লড়াই চলবে ৷ মঙ্গলবার সকালে এমনই মন্তব্য করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ সাংবাদিকদের তিনি জানান, বিভিন্ন জায়গায় যারা অপরাধ মূলক কাজের সঙ্গে জড়িয়ে পড়েছে তারা রেহাই পাবে না ৷ অপরাধ সংগঠিত করতে যারা সাহায্য করছে তাদেরও ছাড়া হবে না ৷ সকলে মিলে একসঙ্গে সন্ত্রাসের মোকাবিলা করা হবে।

পুরনো ইংরেজি প্রবাদ 'সব সাধুর একটি অতীত ছিল এবং সমস্ত অপরাধীর একটি ভবিষ্যৎ আছে' তুলে ধরে রাজ্যপাল আরও জানান, যারা অপরাধের রাস্তায় চলে গিয়েছে তাদের সংশোধন করতে হবে ৷ প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করেন রাজ্যপাল ৷ বৈঠক শেষে ইঙ্গতিবহ মন্তব্য করেন বাংলার সাংবিধানিক প্রধান ৷ তখনও প্রবাদের সাহায্য নিয়ে সাংবাদিকদের তিনি বলেন, "শীত এলে বসন্ত কি দূরে থাকতে পারে ৷ সূর্যোদয়ের আগেই সব থেকে বেশি আঁধার থাকে ৷ সুড়ঙ্গের শেষেই আলো থাকে ৷"

অন্যদিকে, সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, গণনার দিন দক্ষিণ 24 পরগনার ক্যানিং থেকে শুরু করে ভাঙড়ে যাবেন রাজ্যপাল। নির্বাচন ঘোষণার পর থেকেই এই সমস্ত জায়গায় সন্ত্রাসের খবর মিলেছে । এর আগেও সেখানে গিয়েছেন রাজ্যপাল । গণনার সময়ও সেখানে যেতে পারেন বলে জানা গিয়েছে। সাংবিধানিক প্রধানের এই 'অতি সক্রিয়তা' অবশ্য ভালোভাবে নিচ্ছে না শাসক শিবির। ভোট পর্বের প্রথম থেকেই একাধিক প্রসঙ্গ তুলে ধরে তাঁকে আক্রমণ করছে তৃণমূল।

পঞ্চায়েত নির্বাচন চলাকালীন রাজ্যাপালের দিল্লি সফর নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে । শাসক দলের অভিযোগ, রাজ্যপাল বিজেপির কথায় চলছেন। আবার পালটা বিজেপির দাবি, রাজ্যপালের উচিত রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করা। এমনই উত্তেজক পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা হয় রাজ্যপালের । তারপর থেকে একাধিকবার ইঙ্গিতবহ মন্তব্য করতে শোনা গেল পশ্চিমবঙ্গের সাংবিধানিক প্রধানকে।

আরও পড়ুন: 'সূর্যোদয়ের আগেই থাকে সবচেয়ে বেশি আঁধার', শাহী-সাক্ষাতের পর মন্তব্য বোসের

Last Updated : Jul 11, 2023, 9:27 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.