ETV Bharat / state

Governor CV Ananda Bose: গাছ কাটার অভিযোগ পেয়ে বালিগঞ্জে রাজ্যপাল! প্রতিশ্রুতি 100 গাছ লাগানোর - CV Ananda Bose

Governor CV Ananda Bose Promises to Plant 100 Trees: একটা গাছ কাটার বদলে একশোটা গাছ লাগানোর প্রতিশ্রুতি রাজ্যপাল সিভি আনন্দ বোসের ৷ বালিগঞ্জে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ পেয়ে সেখানে পৌঁছে যান তিনি ৷ বাসিন্দাদের কাছে একশো গাছ লাগানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ৷

Governor CV Ananda Bose ETV BHARAT
Governor CV Ananda Bose
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 12, 2023, 7:09 PM IST

স্বাধীনতা সংগ্রামীদের নামে 100 গাছ লাগানোর প্রতিশ্রুতি রাজ্যপালের

কলকাতা, 12 সেপ্টেম্বর: এবার গাছ কাটার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ বালিগঞ্জ এলাকায় কলকাতা পৌরনিগমের 69 নম্বর ওয়ার্ডের গুরুসদয় রোডের একটি অবসানের সামনে গাছ কাটা হচ্ছে বলে অভিযোগ পান রাজ্যপাল ৷ সেই অভিযোগ সরেজমিনে খতিয়ে দেখতে আজ সাতসকালে সেখানে পৌঁছে যান তিনি ৷ কথা বলেন ওই আবাসন এবং আশেপাশের বাসিন্দাদের সঙ্গে ৷ সঙ্গে তাঁর প্রতিশ্রুতি, ‘‘একটা গাছ কাটলে, সেখানে 100টি গাছ লাগিয়ে দেব ৷’’ আর এই গাছগুলি লাগানো হবে বাংলার স্বাধীনতা সংগ্রামীদের নামে ৷ ঘোষণা করলেন রাজ্যপাল ৷

রাজ্যপাল জানিয়েছেন, কিছু অসাধু ব্যক্তি গাছ কেটেছে বলে তিনি খবর পেয়েছেন ৷ তবে, একটা গাছ কাটলেও সেখানে 100টি গাছ তিনি লাগাবেন ৷ পাশাপাশি কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম এই বিষয়ে তদন্ত করার আশ্বাস দিয়েছেন তাঁকে ৷ তবে, এ দিন রাজ্যপালের সুর ছিল একটু নরম ৷ রাজ্য সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করার কথা বলতে শোনা গেল তাঁকে ৷ তিনি বলেন, ‘‘সাফল্য আসবে যখন আমরা একসঙ্গে কাজ করব ৷ আমরা একসঙ্গে কাজ করলে উন্নতি হবে ৷ সাধারণ মানুষের ইচ্ছা অনুযায়ী কাজ করলে সাফল্য অর্জন করা যায় ৷’’

বালিগঞ্জের ওই আবাসনের বাসিন্দাদের অভিযোগ, গাছ কাটার কথা তাঁরা কলকাতা পৌরনিগমের উদ্যান বিভাগের ডিজি-কে জানিয়ে ছিলেন ৷ কিন্তু, তিনি কোনও পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ ৷ পরে বন দফতরের কর্মীরা এসে গাছ কাটা বন্ধ করে দিয়েছিলেন বলে জানান একজন বাসিন্দা ৷ এ দিন রাজ্যপাল সেখানকার বাসিন্দাদের আশ্বাস দেন আরও গাছ লাগানো হবে ৷ পাশাপশি, বাসিন্দাদের আরও নানান সমস্যার কথা শোনেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷

আরও পড়ুন: বিদেশযাত্রার আগে মুখ্যমন্ত্রীকে টেনশন দিতে চাই না, নবান্নে পাঠানো চিঠি প্রসঙ্গে মন্তব্য রাজ্যপালের

শুধু গাছ কাটার অভিযোগ নয় ৷ রাজভবনে যে সেল খুলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, সেখানে এমন নানান অভিযোগ রোজ জমা পড়ছে ৷ 2023 পঞ্চায়েত নির্বাচনে অশান্তি ও প্রাণহানির অভিযোগ ওঠার পরেই এই সেল চালু করেছিলেন রাজ্যপাল ৷ যা এখনও কাজ করছে ৷ সেই সময় হিংসা, খুনোখুনি ও হুমকির অভিযোগের পাহাড় জমেছিল ৷ এবার সেখানে কলকাতা তথা রাজ্যের মানুষের অন্যান্য আরও অনেক সমস্যার কথা জানিয়ে ফোন আসছে ৷

স্বাধীনতা সংগ্রামীদের নামে 100 গাছ লাগানোর প্রতিশ্রুতি রাজ্যপালের

কলকাতা, 12 সেপ্টেম্বর: এবার গাছ কাটার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ বালিগঞ্জ এলাকায় কলকাতা পৌরনিগমের 69 নম্বর ওয়ার্ডের গুরুসদয় রোডের একটি অবসানের সামনে গাছ কাটা হচ্ছে বলে অভিযোগ পান রাজ্যপাল ৷ সেই অভিযোগ সরেজমিনে খতিয়ে দেখতে আজ সাতসকালে সেখানে পৌঁছে যান তিনি ৷ কথা বলেন ওই আবাসন এবং আশেপাশের বাসিন্দাদের সঙ্গে ৷ সঙ্গে তাঁর প্রতিশ্রুতি, ‘‘একটা গাছ কাটলে, সেখানে 100টি গাছ লাগিয়ে দেব ৷’’ আর এই গাছগুলি লাগানো হবে বাংলার স্বাধীনতা সংগ্রামীদের নামে ৷ ঘোষণা করলেন রাজ্যপাল ৷

রাজ্যপাল জানিয়েছেন, কিছু অসাধু ব্যক্তি গাছ কেটেছে বলে তিনি খবর পেয়েছেন ৷ তবে, একটা গাছ কাটলেও সেখানে 100টি গাছ তিনি লাগাবেন ৷ পাশাপাশি কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম এই বিষয়ে তদন্ত করার আশ্বাস দিয়েছেন তাঁকে ৷ তবে, এ দিন রাজ্যপালের সুর ছিল একটু নরম ৷ রাজ্য সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করার কথা বলতে শোনা গেল তাঁকে ৷ তিনি বলেন, ‘‘সাফল্য আসবে যখন আমরা একসঙ্গে কাজ করব ৷ আমরা একসঙ্গে কাজ করলে উন্নতি হবে ৷ সাধারণ মানুষের ইচ্ছা অনুযায়ী কাজ করলে সাফল্য অর্জন করা যায় ৷’’

বালিগঞ্জের ওই আবাসনের বাসিন্দাদের অভিযোগ, গাছ কাটার কথা তাঁরা কলকাতা পৌরনিগমের উদ্যান বিভাগের ডিজি-কে জানিয়ে ছিলেন ৷ কিন্তু, তিনি কোনও পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ ৷ পরে বন দফতরের কর্মীরা এসে গাছ কাটা বন্ধ করে দিয়েছিলেন বলে জানান একজন বাসিন্দা ৷ এ দিন রাজ্যপাল সেখানকার বাসিন্দাদের আশ্বাস দেন আরও গাছ লাগানো হবে ৷ পাশাপশি, বাসিন্দাদের আরও নানান সমস্যার কথা শোনেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷

আরও পড়ুন: বিদেশযাত্রার আগে মুখ্যমন্ত্রীকে টেনশন দিতে চাই না, নবান্নে পাঠানো চিঠি প্রসঙ্গে মন্তব্য রাজ্যপালের

শুধু গাছ কাটার অভিযোগ নয় ৷ রাজভবনে যে সেল খুলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, সেখানে এমন নানান অভিযোগ রোজ জমা পড়ছে ৷ 2023 পঞ্চায়েত নির্বাচনে অশান্তি ও প্রাণহানির অভিযোগ ওঠার পরেই এই সেল চালু করেছিলেন রাজ্যপাল ৷ যা এখনও কাজ করছে ৷ সেই সময় হিংসা, খুনোখুনি ও হুমকির অভিযোগের পাহাড় জমেছিল ৷ এবার সেখানে কলকাতা তথা রাজ্যের মানুষের অন্যান্য আরও অনেক সমস্যার কথা জানিয়ে ফোন আসছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.