ETV Bharat / state

Governor on WB Universities: বিশ্ববিদ্যালয়ের কাজে গতি আনতে 'স্পিড প্রোগ্রাম' চালু রাজ্যপালের - স্থায়ী উপাচার্য নিয়োগ

বিশ্ববিদ্যালগুলির কাজ পরিচালনার জন্য স্পিড প্রোগ্রাম চালু করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ এর আগে মঙ্গলবার অন্য একটি প্রশ্নে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন করে আদালত ৷ তারপরই এই পদক্ষেপ রাজ্যপালের ৷

ETV Bharat
রাজ্যপাল সিভি আনন্দ বোস
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 13, 2023, 8:25 AM IST

কলকাতা, 13 সেপ্টেম্বর: উপাচার্য নিয়োগ বিলে সই করেননি রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ রাজ্যপালের এই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ ৷ এই ঘটনায় মঙ্গলবার রাজভবনের হলফনামাও তলব করেছে আদালত ৷ কয়েক ঘণ্টার মধ্যেই নতুন কর্মসূচি চালু করলেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস ৷ রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির পরিচালন পদ্ধতির জন্য নেওয়া এই কর্মসূচির লক্ষ্য কাজে গতি আনা ৷ আনুষ্ঠানিকভাবে নাম 'স্পিড প্রোগ্রাম' ৷ বিশ্ববিদ্যালয়গুলির পরিচালন প্রক্রিয়াকে সরল ও গতিশীল করতে আচার্য হিসেবে রাজ্যপাল সিভি আনন্দ বোস এই উদ্যোগ নিয়েছেন বলে রাজভবন সূত্রে জানা গিয়েছে ৷

মঙ্গলবার রাতে রাজভবনের তরফে জানানো হয়েছে, আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস 25টি শিক্ষক নির্বাচন কমিটি গঠনের নির্দেশ জারি করেছেন ৷ বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যাকলগ শনাক্ত করতে এবং বিশ্ববিদ্যালয় ব্যবস্থাকে পুনর্গঠন ও পুনরায় চালু করার উপায়, পরামর্শ দেওয়ার জন্য একটি উপাচার্য কমিটিও গঠন করা হয়েছে ৷ একযোগে মূল্যায়নের জন্য কলকাতার রাজভবনে একটি রিয়েলটাইম মনিটরিং সেলও স্থাপন করা হয়েছে ৷ উপাচার্যরা যে কোনও সময় আচার্যের মনিটরিং সেলের সঙ্গে 24x7 টেলিফোন নম্বর 03322001642-এ যোগাযোগ করতে পারেন ৷ পাশাপাশি, ইমেল করেও অভিযোগ জানাতে পারেন ৷

এদিকে, রাজ্যের অধিকাংশ বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নেই ৷ কবে স্থায়ী উপাচার্য নিয়োগ হবে ? এর উত্তরে সোমবার রাজ্যপাল সাংবাদিকদের জানান, স্থায়ী উপাচার্য নিয়োগ একটি দীর্ঘ প্রক্রিয়া ৷ সুপ্রিম কোর্টের নির্দেশ এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নিয়ম অনুযায়ী সিলেকশন কমিটি তৈরি হবে ৷ তারপর স্থায়ী আচার্য নিয়োগ সম্ভব ৷

আরও পড়ুন: হুমকির জেরেই পদত্যাগ? তথ্য জানতে 5 পদত্যাগী উপাচার্যকে ফের চিঠি রাজ্যের

অধ্যাপক মহলের একটা বড় অংশ মনে করছে, ততদিন পর্যন্ত অস্থায়ী উপাচার্যরাই বিশ্ববিদ্যালয় পরিচালনা করবেন ৷ অন্তর্বর্তী উপাচার্যদের জন্য আলাদা করে কোনও নির্দেশিকা বলা নেই ৷ এই ধরনের নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার কোনও নির্দিষ্ট মানও বলে দেওয়া নেই ৷ যে কোনও যোগ্য ব্যক্তিকেই অন্তর্বর্তী উপাচার্য হিসেবে নিয়োগ করা যায়। এখন সেটাই চলছে।

কলকাতা, 13 সেপ্টেম্বর: উপাচার্য নিয়োগ বিলে সই করেননি রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ রাজ্যপালের এই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ ৷ এই ঘটনায় মঙ্গলবার রাজভবনের হলফনামাও তলব করেছে আদালত ৷ কয়েক ঘণ্টার মধ্যেই নতুন কর্মসূচি চালু করলেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস ৷ রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির পরিচালন পদ্ধতির জন্য নেওয়া এই কর্মসূচির লক্ষ্য কাজে গতি আনা ৷ আনুষ্ঠানিকভাবে নাম 'স্পিড প্রোগ্রাম' ৷ বিশ্ববিদ্যালয়গুলির পরিচালন প্রক্রিয়াকে সরল ও গতিশীল করতে আচার্য হিসেবে রাজ্যপাল সিভি আনন্দ বোস এই উদ্যোগ নিয়েছেন বলে রাজভবন সূত্রে জানা গিয়েছে ৷

মঙ্গলবার রাতে রাজভবনের তরফে জানানো হয়েছে, আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস 25টি শিক্ষক নির্বাচন কমিটি গঠনের নির্দেশ জারি করেছেন ৷ বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যাকলগ শনাক্ত করতে এবং বিশ্ববিদ্যালয় ব্যবস্থাকে পুনর্গঠন ও পুনরায় চালু করার উপায়, পরামর্শ দেওয়ার জন্য একটি উপাচার্য কমিটিও গঠন করা হয়েছে ৷ একযোগে মূল্যায়নের জন্য কলকাতার রাজভবনে একটি রিয়েলটাইম মনিটরিং সেলও স্থাপন করা হয়েছে ৷ উপাচার্যরা যে কোনও সময় আচার্যের মনিটরিং সেলের সঙ্গে 24x7 টেলিফোন নম্বর 03322001642-এ যোগাযোগ করতে পারেন ৷ পাশাপাশি, ইমেল করেও অভিযোগ জানাতে পারেন ৷

এদিকে, রাজ্যের অধিকাংশ বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নেই ৷ কবে স্থায়ী উপাচার্য নিয়োগ হবে ? এর উত্তরে সোমবার রাজ্যপাল সাংবাদিকদের জানান, স্থায়ী উপাচার্য নিয়োগ একটি দীর্ঘ প্রক্রিয়া ৷ সুপ্রিম কোর্টের নির্দেশ এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নিয়ম অনুযায়ী সিলেকশন কমিটি তৈরি হবে ৷ তারপর স্থায়ী আচার্য নিয়োগ সম্ভব ৷

আরও পড়ুন: হুমকির জেরেই পদত্যাগ? তথ্য জানতে 5 পদত্যাগী উপাচার্যকে ফের চিঠি রাজ্যের

অধ্যাপক মহলের একটা বড় অংশ মনে করছে, ততদিন পর্যন্ত অস্থায়ী উপাচার্যরাই বিশ্ববিদ্যালয় পরিচালনা করবেন ৷ অন্তর্বর্তী উপাচার্যদের জন্য আলাদা করে কোনও নির্দেশিকা বলা নেই ৷ এই ধরনের নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার কোনও নির্দিষ্ট মানও বলে দেওয়া নেই ৷ যে কোনও যোগ্য ব্যক্তিকেই অন্তর্বর্তী উপাচার্য হিসেবে নিয়োগ করা যায়। এখন সেটাই চলছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.