ETV Bharat / state

রাজ্যের নয়া অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত, নবান্নের সিদ্ধান্তেই সিলমোহর রাজ্যপালের - নতুন অ্যাডভোকেট জেনারেল

Governor C V Ananda Bose on New Advocate General: নতুন অ্যাডভোকেট জেনারেল বা এজি-র ফাইল সই করে পাঠিয়ে দেওয়ার কথা সাংবাদিকদের জানালেন রাজ্যপাল ৷ তবে কে নতুন এজি, এই প্রশ্নের উত্তরে তিনি নাম মনে নেই বললেন ৷ শেষ পর্যন্ত জানা গেল রাজ্যের নয়া অ্যাডভোকেট জেনারেল হলেন কিশোর দত্ত ।

ETV Bharat
রাজ্যপাল সিভি আনন্দ বোস
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 16, 2023, 4:44 PM IST

Updated : Dec 16, 2023, 10:23 PM IST

কলকাতা, 16 ডিসেম্বর: নতুন অ্যাডভোকেট জেনারেল হলেন কিশোর দত্ত । প্রায় দেড় মাস পেরিয়ে গেলেও এখনও রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল বা এজি-র নাম জানা যায়নি ৷ শনিবার এ বিষয়ে আরও জল্পনা বাড়িয়েছিলেন খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ এদিন রাজভবনে সাংবাদিকদের তিনি জানান, নতুন অ্যাডভোকেট জেনারেল বা এজি-র নিয়োগ সংক্রান্ত নবান্নের ফাইল তিনি সই করে পাঠিয়ে দিয়েছেন ৷ কিন্তু, এজির নাম মনে করতে পারছেন না ৷

যদিও রাজভবন ও নবান্ন সূত্রের দাবি, রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল বা এজি হচ্ছেন আইনজীবী কিশোর দত্ত ৷ কিশোর দত্তর নামেই নবান্ন থেকে রাজভবনে ফাইল পাঠানো হয়েছিল ৷ ফাইল হাতে পাওয়ার পরেই কিশোর দত্তের বিষয়ে বিস্তারিত জানতে চেয়ে নবান্নের কাছে ফাইল পাঠানো হয় ৷ জানতে চাওয়া বিস্তারিত তথ্য-সহ সেই ফাইল পুনরায় রাজভবনে পৌঁছয় ৷ তারপর প্রায় তিন সপ্তাহ কেটে যাওয়ার পর রাজ্যপাল সিভি আনন্দ বোস এদিন বলেন, "আমি ফাইল সই করে পাঠিয়ে দিয়েছি ৷ নাম মনে করতে পারছি না ৷ একজনের নাম ছিল জানি ৷"

প্রবীণ আইনজীবী সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় প্রায় দেড় মাস আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে এজি পদ থেকে ইস্তফা দেন ৷ তিনি ই-মেল করে রাজ্যপালের কাছে পদত্যাগপত্র পাঠান ৷ তারপরই আইনজীবী কিশোর দত্তের নাম শোনা যায় ৷ তিনি রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল ছিলেন ৷ 2021 সালে ব্যক্তিগত কারণে ওই পদে ইস্তফা দেন কিশোর দত্ত ৷

তবে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশের মতে, ব্যক্তিগত কারণ দেখালেও 2021 সালের ভোট-পরবর্তী মামলায় রাজ্যের হয়ে খুব বেশি শক্তপোক্ত সওয়াল জবাব করতে পারেননি কিশোর দত্ত ৷ সেকারণেই তাঁকে সরে যাওয়ার কথা বলা হয় ৷ এই নিয়ে আইনজীবী মহলে নানা গুঞ্জন আজও রয়েছে । এদিকে, নতুন এজি না থাকাকে দুর্ভাগ্যজনক বলে মনে করছে অনেকেই ৷ কারণ, বাইরের আইনজীবী দিয়ে একের পর এক গুরুত্বপূর্ণ মামলার শুনানি চলছে কলকাতা হাইকোর্টে, যা কাম্য নয় ৷ অন্যদিকে, আড়াই বছর আগে পদ থেকে ইস্তফা দেওয়া কিশোর দত্তকে এজি পদে ফেরানো নিয়ে শাসক দলই বিব্রত বলে মনে করছে অভিজ্ঞমহল ৷

আরও পড়ুন:

  1. লোকসাংস্কৃতিক মহোৎসবের উদ্বোধনে আসছেন শান্তিনিকেতনে রাজ্যপাল
  2. কল্যাণীতে রাজ্যপালকে কালো কাপড় দেখিয়ে গো ব্যাক স্লোগান তৃণমূলের
  3. শিক্ষাক্ষেত্রে কোনও দ্বন্দ্ব কাম্য নয়, বার্তা রাজ্যপালের

কলকাতা, 16 ডিসেম্বর: নতুন অ্যাডভোকেট জেনারেল হলেন কিশোর দত্ত । প্রায় দেড় মাস পেরিয়ে গেলেও এখনও রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল বা এজি-র নাম জানা যায়নি ৷ শনিবার এ বিষয়ে আরও জল্পনা বাড়িয়েছিলেন খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ এদিন রাজভবনে সাংবাদিকদের তিনি জানান, নতুন অ্যাডভোকেট জেনারেল বা এজি-র নিয়োগ সংক্রান্ত নবান্নের ফাইল তিনি সই করে পাঠিয়ে দিয়েছেন ৷ কিন্তু, এজির নাম মনে করতে পারছেন না ৷

যদিও রাজভবন ও নবান্ন সূত্রের দাবি, রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল বা এজি হচ্ছেন আইনজীবী কিশোর দত্ত ৷ কিশোর দত্তর নামেই নবান্ন থেকে রাজভবনে ফাইল পাঠানো হয়েছিল ৷ ফাইল হাতে পাওয়ার পরেই কিশোর দত্তের বিষয়ে বিস্তারিত জানতে চেয়ে নবান্নের কাছে ফাইল পাঠানো হয় ৷ জানতে চাওয়া বিস্তারিত তথ্য-সহ সেই ফাইল পুনরায় রাজভবনে পৌঁছয় ৷ তারপর প্রায় তিন সপ্তাহ কেটে যাওয়ার পর রাজ্যপাল সিভি আনন্দ বোস এদিন বলেন, "আমি ফাইল সই করে পাঠিয়ে দিয়েছি ৷ নাম মনে করতে পারছি না ৷ একজনের নাম ছিল জানি ৷"

প্রবীণ আইনজীবী সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় প্রায় দেড় মাস আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে এজি পদ থেকে ইস্তফা দেন ৷ তিনি ই-মেল করে রাজ্যপালের কাছে পদত্যাগপত্র পাঠান ৷ তারপরই আইনজীবী কিশোর দত্তের নাম শোনা যায় ৷ তিনি রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল ছিলেন ৷ 2021 সালে ব্যক্তিগত কারণে ওই পদে ইস্তফা দেন কিশোর দত্ত ৷

তবে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশের মতে, ব্যক্তিগত কারণ দেখালেও 2021 সালের ভোট-পরবর্তী মামলায় রাজ্যের হয়ে খুব বেশি শক্তপোক্ত সওয়াল জবাব করতে পারেননি কিশোর দত্ত ৷ সেকারণেই তাঁকে সরে যাওয়ার কথা বলা হয় ৷ এই নিয়ে আইনজীবী মহলে নানা গুঞ্জন আজও রয়েছে । এদিকে, নতুন এজি না থাকাকে দুর্ভাগ্যজনক বলে মনে করছে অনেকেই ৷ কারণ, বাইরের আইনজীবী দিয়ে একের পর এক গুরুত্বপূর্ণ মামলার শুনানি চলছে কলকাতা হাইকোর্টে, যা কাম্য নয় ৷ অন্যদিকে, আড়াই বছর আগে পদ থেকে ইস্তফা দেওয়া কিশোর দত্তকে এজি পদে ফেরানো নিয়ে শাসক দলই বিব্রত বলে মনে করছে অভিজ্ঞমহল ৷

আরও পড়ুন:

  1. লোকসাংস্কৃতিক মহোৎসবের উদ্বোধনে আসছেন শান্তিনিকেতনে রাজ্যপাল
  2. কল্যাণীতে রাজ্যপালকে কালো কাপড় দেখিয়ে গো ব্যাক স্লোগান তৃণমূলের
  3. শিক্ষাক্ষেত্রে কোনও দ্বন্দ্ব কাম্য নয়, বার্তা রাজ্যপালের
Last Updated : Dec 16, 2023, 10:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.