কলকাতা, 07 জানুয়ারি: তৃণমূল নেতা শাহজাহান শেখকে নিয়ে পুলিশ প্রশাসনকে কড়া বার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ শনিবার রাতে রাজ্যপাল জানিয়েছেন, রাজভবনের শান্তিকক্ষে একটি অভিযোগে জানানো হয়েছে, শাহজাহানের উপর কিছু রাজনৈতিক নেতার হাত রয়েছে ৷ আর এই ঘটনায় পুলিশেরও যোগসাজশ আছে ৷ তাই সেই 'অপরাধী'-কে দ্রুত গ্রেফতার করে রিপোর্ট দিতে হবে ৷ করতে হবে কড়া পদক্ষেপ ৷
এদিকে শুক্রবারের পর থেকে এখনও পর্যন্ত শেখ শাহজাহান বেপাত্তা ৷ তিনি সাধারণ মানুষ, দলের কর্মীদের উদ্দেশ্যে অডিয়ো বার্তায় জানিয়েছেন, সিবিআই এবং ইডি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই ৷ এদিকে রাজভবনে আসা অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত তৃণমূল নেতা সীমান্ত পেরিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ তাই তিনি দেশ ছেড়ে চলে গিয়েছেন কি না, একদিকে তা খতিয়ে দেখতে হবে ৷ তেমনই তাঁর সঙ্গে সন্ত্রাসবাদীদের যোগ রয়েছে কি না, তাও তদন্ত করতে হবে জানিয়েছেন রাজ্যপাল ৷
সন্দেশখালিতে ইডি-র আধিকারিকদের উপর হামলা চালানোর ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি ৷ গতকালই রাজ্য প্রশাসনের তিন শীর্ষ আমলাকে ডেকে পাঠান রাজ্যপাল ৷ তিনি আরও জানিয়েছেন, এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তাঁর কথা হয়েছে । শনিবার তিনি বলেন, "এই ঘটনা নিয়ে আমার এবং মুখ্যমন্ত্রীর মধ্যে কী কথা হয়েছে, তা যথাসময়ে আমি প্রকাশ্যে আনব ৷ আমরা নিজেদের মধ্যে যোগাযোগ রেখেছি ৷"
গতকাল এই ঘটনায় রাজ্যের তিন শীর্ষ আমলাকে রাজভবনে তলব করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ তবে সূত্রের খবর, এদিন রাত পর্যন্ত স্বরাষ্ট্রসচিব, মুখ্যসচিব এবং ডিজিপি- কেউ রাজভবনে আসেননি ৷ আমলাদের তলব প্রসঙ্গে রাজ্যপাল বলেন, "তাঁরা আমার কাছ থেকে সময় চেয়েছেন ৷ আমি তাঁদের সময় দেব ৷ আমি বলেছি, বিস্তারিত রিপোর্ট নিয়ে আমার সঙ্গে দেখা করতে ৷ আমি সমস্ত ঘটনার উপর নজর রাখছি এবং নিজে বিশ্লেষণ করছি ৷ যথাসময়ে আপনাদের জানাব ৷"
রেশন দুর্নীতি মামলায় বিপুল টাকা নয়ছয় হয়েছে ৷ এই অভিযোগ নিয়ে রাজ্যপাল বলেন, "আদালত যা বলেছে, তা যথাযথ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে ৷ সময়ে সংবিধানের নিয়ম মেনে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে ।" অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বুদ্ধদেব সাউ উপাচার্য হিসেবে কাজ চালিয়ে যাবেন ৷ রাজ্য সরকারের এই নির্দেশিকার পরিপ্রেক্ষিতে রাজ্যপাল বলেন "আমি আমার জুনিয়র অ্যাপয়েন্টির কাজ সম্পর্কে কিছু বলতে চাই না ৷"
আরও পড়ুন: