ETV Bharat / state

Governor Calls JU Authority: যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জরুরি তলব রাজভবনে - Jadavpur University Review Meeting

Jadavpur University Review Meeting: ফের রাজভবনে ডেকে পাঠানো হল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ৷ সূত্রের খবর, তাদের সঙ্গে আরও একবার বৈঠকে বসছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ আগের বৈঠকের নির্দেশ মতো কতটা কাজ হল, তার খোঁজ নেবেন তিনি ৷

Governor CV Ananda Bose
রাজ্যপাল সিভি আনন্দ বোস
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 24, 2023, 11:48 AM IST

কলকাতা, 24 অগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে ফের বৈঠকে বসছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । জরুরি ভিত্তিতে বৃহস্পতিবার সকাল 10টা 40 নাগাদ যাদবপুর কর্তৃপক্ষকে ডেকে পাঠিয়েছেন তিনি । সকাল 11টা নাগাদ রাজভবনে বৈঠক শুরু হওয়ার কথা । মূলত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ-সহ কোট কাউন্সিলের সদস্যদের ডেকে পাঠানো হয়েছে বলেই রাজভবন সূত্রে খবর ।

জানা গিয়েছে, এটি মূলত রিভিউ বৈঠক ৷ এর আগে 16 অগস্ট বৈঠক হয়েছিল ৷ সেই বৈঠকে রাজভবন থেকে একাধিক নির্দেশ দেওয়া হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ৷ সেই নির্দেশ কতটা কার্যকরী হয়েছে, তা খতিয়ে দেখা হবে এই বৈঠকে বলে সূত্রের খবর । একই সঙ্গে অন্তর্বর্তীকালীন ভিসি নিয়োগ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মধ্যে কোনওরকম অসন্তোষ দেখা গিয়েছে কি না, সে বিষয়েও খোঁজখবর নেবেন রাজ্যপাল ।

বুদ্ধদেব সাউ নিয়োগ হওয়ার পর সায়েন্স বিভাগের ডিন পদত্যাগ করেছেন ৷ বিশ্ববিদ্যালয়ের দাবি, কেন আচমকা তিনি পদত্যাগ করলেন, এই বিষয়টা আজকের বৈঠকে উঠে আসতে পারে । এছাড়াও যাদবপুরের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যু পরবর্তীতে তদন্ত কতটা এগিয়েছে ৷ ব়্যাগিং রুখতে বিশ্ববিদ্যালয় কোন কোন পদক্ষেপ গ্রহণ করল ৷ এরকমই একাধিক বিষয়ে নিয়ে এদিন আলোচনা হবে বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন: বৈঠকে একাধিক অভিযোগ যাদবপুরের বিভাগীয় প্রধানদের, সমাধানের আশ্বাস রাজ্যপালের

এর আগের বৈঠকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোর্ট কাউন্সিলের সদস্যদের নানা অভিযোগ শুনেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ। দ্রুত স্থায়ী উপাচার্য নিয়োগ-সহ একাধিক বিভাগের পদস্থ কর্তা নিয়োগের আশ্বাসও দিয়েছিলেন তিনি। তারই দিনদু'য়েকের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টির গণিত বিভাগের অধ্যাপক বুদ্ধদেব সাউকে অন্তর্বর্তীকালীন উপাচার্য হিস করেন রাজ্যপাল ।

যা নিয়ে রাজনৈতিক জলঘোলা কম হয়নি। কারণ বুদ্ধদেব সাউ উপাচার্য হওয়ার পর বিজেপির এক অধ্যাপক সংগঠনের সঙ্গে যুক্ত থাকার বিষয়টি প্রকাশ্যে আসে। রাজ্যের যুব ও ক্রীড়া উন্নয়ন মন্ত্রী অরূপ বিশ্বাস তাঁর নিয়োগ নিয়ে রাজ্যপাল বোসকে তীব্র কটাক্ষ করেন। সিপিএমের পলিটব্যুরোর সদস্য সুজন চক্রবর্তীও বুদ্ধদেব সাউয়ের উপাচার্য হওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন ।

কলকাতা, 24 অগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে ফের বৈঠকে বসছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । জরুরি ভিত্তিতে বৃহস্পতিবার সকাল 10টা 40 নাগাদ যাদবপুর কর্তৃপক্ষকে ডেকে পাঠিয়েছেন তিনি । সকাল 11টা নাগাদ রাজভবনে বৈঠক শুরু হওয়ার কথা । মূলত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ-সহ কোট কাউন্সিলের সদস্যদের ডেকে পাঠানো হয়েছে বলেই রাজভবন সূত্রে খবর ।

জানা গিয়েছে, এটি মূলত রিভিউ বৈঠক ৷ এর আগে 16 অগস্ট বৈঠক হয়েছিল ৷ সেই বৈঠকে রাজভবন থেকে একাধিক নির্দেশ দেওয়া হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ৷ সেই নির্দেশ কতটা কার্যকরী হয়েছে, তা খতিয়ে দেখা হবে এই বৈঠকে বলে সূত্রের খবর । একই সঙ্গে অন্তর্বর্তীকালীন ভিসি নিয়োগ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মধ্যে কোনওরকম অসন্তোষ দেখা গিয়েছে কি না, সে বিষয়েও খোঁজখবর নেবেন রাজ্যপাল ।

বুদ্ধদেব সাউ নিয়োগ হওয়ার পর সায়েন্স বিভাগের ডিন পদত্যাগ করেছেন ৷ বিশ্ববিদ্যালয়ের দাবি, কেন আচমকা তিনি পদত্যাগ করলেন, এই বিষয়টা আজকের বৈঠকে উঠে আসতে পারে । এছাড়াও যাদবপুরের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যু পরবর্তীতে তদন্ত কতটা এগিয়েছে ৷ ব়্যাগিং রুখতে বিশ্ববিদ্যালয় কোন কোন পদক্ষেপ গ্রহণ করল ৷ এরকমই একাধিক বিষয়ে নিয়ে এদিন আলোচনা হবে বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন: বৈঠকে একাধিক অভিযোগ যাদবপুরের বিভাগীয় প্রধানদের, সমাধানের আশ্বাস রাজ্যপালের

এর আগের বৈঠকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোর্ট কাউন্সিলের সদস্যদের নানা অভিযোগ শুনেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ। দ্রুত স্থায়ী উপাচার্য নিয়োগ-সহ একাধিক বিভাগের পদস্থ কর্তা নিয়োগের আশ্বাসও দিয়েছিলেন তিনি। তারই দিনদু'য়েকের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টির গণিত বিভাগের অধ্যাপক বুদ্ধদেব সাউকে অন্তর্বর্তীকালীন উপাচার্য হিস করেন রাজ্যপাল ।

যা নিয়ে রাজনৈতিক জলঘোলা কম হয়নি। কারণ বুদ্ধদেব সাউ উপাচার্য হওয়ার পর বিজেপির এক অধ্যাপক সংগঠনের সঙ্গে যুক্ত থাকার বিষয়টি প্রকাশ্যে আসে। রাজ্যের যুব ও ক্রীড়া উন্নয়ন মন্ত্রী অরূপ বিশ্বাস তাঁর নিয়োগ নিয়ে রাজ্যপাল বোসকে তীব্র কটাক্ষ করেন। সিপিএমের পলিটব্যুরোর সদস্য সুজন চক্রবর্তীও বুদ্ধদেব সাউয়ের উপাচার্য হওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.