কলকাতা, 9 জানুয়ারি: সপরিবারে গঙ্গাসাগর মেলায় যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । আগামিকাল সকাল 9টা নাগাদ হাওড়ার ডুমুরজলা থেকে হেলিকপ্টারে চেপে রওনা দেবেন তাঁরা । তার আগে আজ বিকেলে রাজ্যপালের নিরাপত্তারক্ষীরা রওনা দেবেন । রাতের মধ্যে তাঁরা সাগর মেলায় গিয়ে পৌঁছবেন ।
মঙ্গলবার রাজভবন সূত্রের দাবি, গতকালই দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনকে রাজ্যপালের গঙ্গাসাগর ভ্রমণের বিস্তারিত তথ্য ও নিরাপত্তা সুনিশ্চিতকরণের বিষয়ে জানানো হয়েছে । এ দিকে, গঙ্গাসাগরে যাওয়ার জন্য রাজভবন থেকে নবান্নের কাছে হেলিকপ্টার না চাওয়া হলেও ইচ্ছাপ্রকাশ করা হয়েছিল । রাজ্যপালের সেই ইচ্ছাকে সম্মান জানিয়েছে নবান্ন । যদিও এর আগে বহুবার হেলিকপ্টার চেয়ে পায়নি রাজভবন । তবে সন্দেশখালি কাণ্ডে কড়া মনোভাব ও ভিসি নিয়োগে দ্বন্দ্বের মধ্যেও রাজ্যপালকে হেলিকপ্টার প্রদানে রাজভবন ও নবান্নের মধ্যে সম্পর্ক কিছুটা মসৃণ হয়েছে বলে মনে করছে অভিজ্ঞমহল ।
রাজ্যপাল বুধবার পৌঁছে সে দিনই রাতে কলকাতায় ফিরে আসবেন বলে সূত্রের মারফৎ জানা গিয়েছে ৷ গঙ্গাসাগরে পরিস্থিতি বুঝে পুণ্যস্নানও সারতে পারেন রাজ্যপাল । একইভাবে কপিলমুনির আশ্রম ঘুরে দেখতে পারেন তিনি ।
আইএএস অফিসার হিসেবে রাজ্যে বেশ কয়েক বছর কাজ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । একাধিক জেলা বা তীর্থস্থান ভ্রমণ বা পুজো দেওয়ার অভিজ্ঞতা থাকলেও এই প্ৰথম তিনি গঙ্গাসাগর মেলায় যাচ্ছেন । তাও আবার সপরিবারে । রাজ্যপালের স্ত্রী ও ছেলে তাঁর সঙ্গে থাকবেন ।
এর আগে প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়, কেশরীনাথ ত্রিপাঠীরা গঙ্গাসাগর মেলায় গিয়েছেন । সে সব সময়ের মতো এ বারেও রাজ্যপালের কড়া নিরাপত্তা সুনিশ্চিত করচে বলা হয়েছে । কারণ, গঙ্গাসাগরে পুণ্যস্নানে লাখ লাখ পুণ্যার্থী এই সময়ে ভিড় করেন । এ রাজ্য তো বটেই, ভিন রাজ্য থেকেও লাখ লাখ মানুষ এই সময়ে গঙ্গাসাগরে যান ।
আরও পড়ুন: