ETV Bharat / state

Guv on Mystery Letter: মিস্ট্রি নয়, মধ্যরাতের যমজ চিঠি এখন হিস্ট্রি; বলছেন রাজ্যপাল - রাজ্যপাল সিভি আনন্দ বোস

Governor C V Ananda Bose on mystery letter: মধ্যরাতের চিঠি নিয়ে মুখ খুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ তিনি এ দিন বলেন, মিস্ট্রি নয়, সেই চিঠি এখন হিস্ট্রি হয়ে গিয়েছে ৷

Governor C V Ananda Bose
রাজ্যপাল সিভি আনন্দ বোস
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 22, 2023, 7:03 PM IST

কলকাতা, 22 সেপ্টেম্বর: মিস্ট্রি নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠি এখন হিস্ট্রি । মন্তব্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের । শুক্রবার এ ভাবেই তাঁর পাঠানো মধ্যরাতের চিঠি নিয়ে রহস্যের যবনিকা পতনের চেষ্টা করলেও, চিঠি নিয়ে ধোঁয়াশা এখনও কাটল না ৷

উপাচার্য নিয়ে রাজ্য ও রাজ্যপাল সংঘাতের মধ্যে দিনকয়েক আগে মধ্যরাতে জোড়া চিঠি পাঠিয়েছিলেন রাজ্যপাল ৷ একটি চিঠি পাঠিয়েছিলেন দিল্লিকে, এবং অপর চিঠি পাঠান নবান্নকে । এরপর এই নিয়ে কম জলখোলা হয়নি । বিদেশ সফরে যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে গিয়েছিলেন, বিশেষ কিছু নেই সেই চিঠিতে ৷ বিদেশ সফরের জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । এই মুহূর্তে মুখ্যমন্ত্রী বিদেশ সফরেই রয়েছেন । স্পেনের সফর শেষ করে তিনি এখন দুবাইতে । এরই মাঝে যমজ চিঠির বিষয়ে মুখ খুললেন রাজ্যপাল । তবে এ দিনও তাঁর মন্তব্যের মাধ্যমে চিঠি নিয়ে ধোঁয়াশা বজায় রাখলেন রাজ্যপাল ।

এ দিন রাজভবনে দাঁড়িয়ে রাজ্যপাল বলেন, "মিস্ট্রি চিঠি এখন হিস্ট্রি !" পরমুহূর্তেই কিছুটা রাখঢাক করে তাঁর বক্তব্য, "আমার সাংবিধানিক সহকর্মীকে চিঠি দিয়েছিলাম ৷ এটা গোপন থাকাই উচিত । কেউ সঠিক সময়ে মুখ খুলতে চাইলে খুলবেন । মিস্ট্রি চিঠি এখন হিস্ট্রি হয়ে গিয়েছে ।"

প্রসঙ্গত, উপাচার্য নিয়ে সংঘাতের আবহে 9 সেপ্টেম্বর নবান্ন এবং দিল্লিকে মধ্যরাত্রে চিঠি পাঠান রাজ্যপাল সিভি আনন্দ বোস । বিদেশযাত্রার আগে 11 সেপ্টেম্বর এই নিয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ওই চিঠিতে বিশেষ কিছু নেই । চিঠিটা ব্যক্তিগত । এ দিন রাজ্যপালের এই বক্তব্যে নতুন করে আবার তা নিয়ে জল্পনা শুরু হল । কিছুই বলেননি রাজ্যপাল ৷ শুধু চিঠিকে ইতিহাসে পৌঁছে দিয়ে নতুন করে ধোঁয়াশা তৈরি করেছেন তিনি । দিনের শেষে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল ।

আরও পড়ুন: সার্চ কমিটির জন্য তৈরি রাজ্যপালের প্রস্তাবিত সদস্য তালিকা

কলকাতা, 22 সেপ্টেম্বর: মিস্ট্রি নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠি এখন হিস্ট্রি । মন্তব্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের । শুক্রবার এ ভাবেই তাঁর পাঠানো মধ্যরাতের চিঠি নিয়ে রহস্যের যবনিকা পতনের চেষ্টা করলেও, চিঠি নিয়ে ধোঁয়াশা এখনও কাটল না ৷

উপাচার্য নিয়ে রাজ্য ও রাজ্যপাল সংঘাতের মধ্যে দিনকয়েক আগে মধ্যরাতে জোড়া চিঠি পাঠিয়েছিলেন রাজ্যপাল ৷ একটি চিঠি পাঠিয়েছিলেন দিল্লিকে, এবং অপর চিঠি পাঠান নবান্নকে । এরপর এই নিয়ে কম জলখোলা হয়নি । বিদেশ সফরে যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে গিয়েছিলেন, বিশেষ কিছু নেই সেই চিঠিতে ৷ বিদেশ সফরের জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । এই মুহূর্তে মুখ্যমন্ত্রী বিদেশ সফরেই রয়েছেন । স্পেনের সফর শেষ করে তিনি এখন দুবাইতে । এরই মাঝে যমজ চিঠির বিষয়ে মুখ খুললেন রাজ্যপাল । তবে এ দিনও তাঁর মন্তব্যের মাধ্যমে চিঠি নিয়ে ধোঁয়াশা বজায় রাখলেন রাজ্যপাল ।

এ দিন রাজভবনে দাঁড়িয়ে রাজ্যপাল বলেন, "মিস্ট্রি চিঠি এখন হিস্ট্রি !" পরমুহূর্তেই কিছুটা রাখঢাক করে তাঁর বক্তব্য, "আমার সাংবিধানিক সহকর্মীকে চিঠি দিয়েছিলাম ৷ এটা গোপন থাকাই উচিত । কেউ সঠিক সময়ে মুখ খুলতে চাইলে খুলবেন । মিস্ট্রি চিঠি এখন হিস্ট্রি হয়ে গিয়েছে ।"

প্রসঙ্গত, উপাচার্য নিয়ে সংঘাতের আবহে 9 সেপ্টেম্বর নবান্ন এবং দিল্লিকে মধ্যরাত্রে চিঠি পাঠান রাজ্যপাল সিভি আনন্দ বোস । বিদেশযাত্রার আগে 11 সেপ্টেম্বর এই নিয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ওই চিঠিতে বিশেষ কিছু নেই । চিঠিটা ব্যক্তিগত । এ দিন রাজ্যপালের এই বক্তব্যে নতুন করে আবার তা নিয়ে জল্পনা শুরু হল । কিছুই বলেননি রাজ্যপাল ৷ শুধু চিঠিকে ইতিহাসে পৌঁছে দিয়ে নতুন করে ধোঁয়াশা তৈরি করেছেন তিনি । দিনের শেষে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল ।

আরও পড়ুন: সার্চ কমিটির জন্য তৈরি রাজ্যপালের প্রস্তাবিত সদস্য তালিকা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.