ETV Bharat / state

Governor's Clarification: আইন মেনেই অস্থায়ী ভিসি নিয়োগ, দাবি রাজ্যপালের; দিলেন ফাইল 'আটকে রাখার' ব্যাখ্যা - স্থায়ী উপাচার্য

Governor C V Ananda Bose Clarification: রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে আইন মেনেই অস্থায়ী ভিসি নিয়োগ করেছেন বলে দাবি করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ সেই সঙ্গে রাজভবনে ফাইল আটকে রাখার যে অভিযোগ উঠেছে, তারও ব্যাখ্যা দিয়েছেন তিনি ৷

Governor
রাজ্যপাল সিভি আনন্দ বোস
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 11, 2023, 2:47 PM IST

কলকাতা, 11 সেপ্টেম্বর: রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগ হবে কবে ? সেই প্রশ্নের উত্তর দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । একইসঙ্গে তিনি জানিয়ে দিলেন যে, আইন মেনেই তিনি অস্থায়ী উপাচার্য নিয়োগ করছেন ৷ পাশাপাশি রাজভবনে ফাইল আটকে থাকার অভিযোগেরও জবাব দিয়েছেন রাজ্যপাল ৷

সোমবার রাজভবনে এক অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়গুলির স্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে প্রশ্নে রাজ্যপাল বলেন, "স্থায়ী উপাচার্য নিয়োগ একটি দীর্ঘ প্রক্রিয়া । সুপ্রিম কোর্টের নির্দেশ এবং ইউজিসি-র নিয়ম অনুযায়ী সিলেকশন কমিটি তৈরি হবে । তার পরেই স্থায়ী ভিসি নিয়োগ হবে । ততদিন পর্যন্ত অস্থায়ী ভিসি থাকবে ।"

রাজ্যপাল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে অস্থায়ী উপাচার্যদের নিয়োগ করছেন, তাঁদের ওই পদে নিযুক্ত হওয়ার যোগ্যতা নেই বলে বারবার তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ তবে রাজ্যপালের দাবি, "অন্তর্বতী ভিসি করার জন্য কোনও ক্রাইটেরিয়া আলাদা করে বলা নেই । অন্তর্বর্তী ভিসি-দের জন্য কোনও নির্দিষ্ট অধ্যাপনার যোগ্যতামানও বলে দেওয়া নেই । যে কোনও যোগ্য ব্যক্তিকেই অন্তর্বর্তী ভিসি নিয়োগ করা যায়, সেটাই নিয়ম এবং সেটাই মানা হচ্ছে ।"

আরও পড়ুন: জারি রাজ্যপালের মাঝরাতের পত্র বোমার রহস্য, বাড়ছে রাজনৈতিক তরজা

তবে রাজ্যপালের একতরফা ভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকারের সঙ্গে যে সংঘাত তৈরি হয়েছে, মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী এই নিয়ে অসন্তোষ প্রকাশ করে যে মন্তব্যগুলি করেছেন, এ দিন তারও প্রতিক্রিয়া দেন রাজ্যপাল । অস্থায়ী উপাচার্য নিয়োগের ক্ষেত্রে তিনি যথাযথ আইন মেনে কাজ করছেন বলে জানিয়ে দেন সিভি আনন্দ বোস । রাজ্য এবং রাজভবনের মধ্যে টানাপোড়েনের প্রসঙ্গে
তিনি কোনও বিবাদকে মান্যতা দিচ্ছেন না বলে জানিয়ে দিয়েছেন । তাঁর মতে, যদি কোনও কথা বলার প্রয়োজন হয় বা কোনও কিছু জানানোর প্রয়োজন হয়, তবে তা করবেন সাংবিধানিক সহকর্মী মুখ্যমন্ত্রীর সঙ্গে ৷ কোনও জুনিয়র কারও সঙ্গে এ বিষয়ে তিনি আলোচনা করবেন না বলে জানিয়েছেন রাজ্যপাল ৷

রাজভবনে ফাইল পড়ে থাকার অভিযোগেরও ব্যাখ্যা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । তিনি বলেন,

"আটটা ফাইল এসেছে । তার মধ্যে 7টা ফাইল নিয়ে আমি প্রশ্ন পাঠিয়েছি রাজ্য সরকারের কাছে । 7টি ফাইলের ব্যাখ্যা চেয়েছি সংশ্লিষ্ট সরকারি দফতরগুলির কাছে । 7টি ফাইল সরকারের দফতরেই আটকে রয়েছে, রাজভবনে আটকে নেই । আর একটা ফাইল বিচারাধীন ৷"

মঙ্গলবার স্পেন উড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর এই বিদেশযাত্রার আগে আর তাঁর টেনশন বাড়াতে চান না বলে জানালেন রাজ্যপাল ৷ তাঁর লেখা মধ্যরাতের গোপন চিঠির বিষয়বস্তু কী এ বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে রাজ্যপাল বলেন, "আমি তো প্রেরক ৷ এ ব্যাপারে গ্রাহকও বলতে পারেন ৷ আর মুখ্যমন্ত্রী বিদেশে যাচ্ছেন, তাঁর ব্যাগের বোঝা বাড়াতে চাই না । টেনশন দিতে চাই না । এলে কথা হবে ।"

কলকাতা, 11 সেপ্টেম্বর: রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগ হবে কবে ? সেই প্রশ্নের উত্তর দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । একইসঙ্গে তিনি জানিয়ে দিলেন যে, আইন মেনেই তিনি অস্থায়ী উপাচার্য নিয়োগ করছেন ৷ পাশাপাশি রাজভবনে ফাইল আটকে থাকার অভিযোগেরও জবাব দিয়েছেন রাজ্যপাল ৷

সোমবার রাজভবনে এক অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়গুলির স্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে প্রশ্নে রাজ্যপাল বলেন, "স্থায়ী উপাচার্য নিয়োগ একটি দীর্ঘ প্রক্রিয়া । সুপ্রিম কোর্টের নির্দেশ এবং ইউজিসি-র নিয়ম অনুযায়ী সিলেকশন কমিটি তৈরি হবে । তার পরেই স্থায়ী ভিসি নিয়োগ হবে । ততদিন পর্যন্ত অস্থায়ী ভিসি থাকবে ।"

রাজ্যপাল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে অস্থায়ী উপাচার্যদের নিয়োগ করছেন, তাঁদের ওই পদে নিযুক্ত হওয়ার যোগ্যতা নেই বলে বারবার তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ তবে রাজ্যপালের দাবি, "অন্তর্বতী ভিসি করার জন্য কোনও ক্রাইটেরিয়া আলাদা করে বলা নেই । অন্তর্বর্তী ভিসি-দের জন্য কোনও নির্দিষ্ট অধ্যাপনার যোগ্যতামানও বলে দেওয়া নেই । যে কোনও যোগ্য ব্যক্তিকেই অন্তর্বর্তী ভিসি নিয়োগ করা যায়, সেটাই নিয়ম এবং সেটাই মানা হচ্ছে ।"

আরও পড়ুন: জারি রাজ্যপালের মাঝরাতের পত্র বোমার রহস্য, বাড়ছে রাজনৈতিক তরজা

তবে রাজ্যপালের একতরফা ভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকারের সঙ্গে যে সংঘাত তৈরি হয়েছে, মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী এই নিয়ে অসন্তোষ প্রকাশ করে যে মন্তব্যগুলি করেছেন, এ দিন তারও প্রতিক্রিয়া দেন রাজ্যপাল । অস্থায়ী উপাচার্য নিয়োগের ক্ষেত্রে তিনি যথাযথ আইন মেনে কাজ করছেন বলে জানিয়ে দেন সিভি আনন্দ বোস । রাজ্য এবং রাজভবনের মধ্যে টানাপোড়েনের প্রসঙ্গে
তিনি কোনও বিবাদকে মান্যতা দিচ্ছেন না বলে জানিয়ে দিয়েছেন । তাঁর মতে, যদি কোনও কথা বলার প্রয়োজন হয় বা কোনও কিছু জানানোর প্রয়োজন হয়, তবে তা করবেন সাংবিধানিক সহকর্মী মুখ্যমন্ত্রীর সঙ্গে ৷ কোনও জুনিয়র কারও সঙ্গে এ বিষয়ে তিনি আলোচনা করবেন না বলে জানিয়েছেন রাজ্যপাল ৷

রাজভবনে ফাইল পড়ে থাকার অভিযোগেরও ব্যাখ্যা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । তিনি বলেন,

"আটটা ফাইল এসেছে । তার মধ্যে 7টা ফাইল নিয়ে আমি প্রশ্ন পাঠিয়েছি রাজ্য সরকারের কাছে । 7টি ফাইলের ব্যাখ্যা চেয়েছি সংশ্লিষ্ট সরকারি দফতরগুলির কাছে । 7টি ফাইল সরকারের দফতরেই আটকে রয়েছে, রাজভবনে আটকে নেই । আর একটা ফাইল বিচারাধীন ৷"

মঙ্গলবার স্পেন উড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর এই বিদেশযাত্রার আগে আর তাঁর টেনশন বাড়াতে চান না বলে জানালেন রাজ্যপাল ৷ তাঁর লেখা মধ্যরাতের গোপন চিঠির বিষয়বস্তু কী এ বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে রাজ্যপাল বলেন, "আমি তো প্রেরক ৷ এ ব্যাপারে গ্রাহকও বলতে পারেন ৷ আর মুখ্যমন্ত্রী বিদেশে যাচ্ছেন, তাঁর ব্যাগের বোঝা বাড়াতে চাই না । টেনশন দিতে চাই না । এলে কথা হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.