ETV Bharat / state

শ্রমিকদের জন্য সুস্পষ্ট নীতি নির্ধারণ প্রয়োজন কেন্দ্রের: সীতারাম ইয়েচুরি - latest news of kolkata

দেশের কোরোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করলেন CPI(M)-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি । এছাড়াও এই পরিস্থিতিতে ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিকদের জন্য কী কী করণীয় সে সম্বন্ধে ব্যাখ্যা দেন তিনি ।

aa
সীতারাম ইয়েচুরি
author img

By

Published : May 20, 2020, 1:49 PM IST

কলকাতা, 20 মে: ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিকদের ভবিষ্যৎ কী হবে, কর্মচ্যুত হলে তাঁদের কর্মসংস্থানের বিষয়ে সরকারের কী করণীয় তা নিয়ে লোকসভায় স্পষ্ট নীতি নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করলেন CPI(M)-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি । প্রয়োজনে ভিনরাজ্যে আটকে থাকা শ্রমিকদের জন্য কেন্দ্রীয় সরকারের বিল আনা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি ।

প্রায় 17 কোটি শ্রমিক দেশের বিভিন্ন প্রান্তে আটকে রয়েছেন লকডাউনের কারণে । এই শ্রমিকদের জন্য কেন্দ্রীয় সরকারের সুস্পষ্ট নীতি নির্ধারণ করা উচিত বলে মনে করছেন সীতারাম ইয়েচুরি । তাঁর মতে, সংসদে বিল এনে শ্রমিকদের ভবিষ্যৎ সুরক্ষিত করা উচিত দেশের সরকারের । তিনি বলেন, "শ্রমিকরা ঘরে ফিরতে না পারলেও, বিভিন্ন রাজ্যে তাঁরা আটকে রয়েছেন । সংশ্লিষ্ট রাজ্যগুলির সরকারকে উদ্যোগ নিতে হবে আটকে পড়া শ্রমিকদের খাবার এবং বাসস্থানের জন্য । এটা কেবল মৌখিকভাবে হলেই হবে না । সংসদে বিল পাস করে শ্রমিকদের ভবিষ্যৎ রীতিমতো আইনে পরিণত করতে হবে । প্রাকৃতিক দুর্যোগে সরকারি সাহায্যের অন্তর্ভুক্ত করতে হবে ভিনরাজ্যে আটকে থাকা শ্রমিকদের । "

দেশের কোরোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারের দিকে অভিযোগের আঙুল তুলেছেন সীতারাম ইয়েচুরি । তিনি বলেন, "কোরোনা ভাইরাস মোকাবিলায় দেশের সরকার একের পর এক ঘোষণা করে চলেছে । গত 54 দিন ধরে কিছুই করেনি মোদি সরকার । তথ্যের জাগলারি করে মানুষকে বিভ্রান্ত করেছে । ঘরে ফেরার টানে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বহু শ্রমিকের ।"

কলকাতা, 20 মে: ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিকদের ভবিষ্যৎ কী হবে, কর্মচ্যুত হলে তাঁদের কর্মসংস্থানের বিষয়ে সরকারের কী করণীয় তা নিয়ে লোকসভায় স্পষ্ট নীতি নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করলেন CPI(M)-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি । প্রয়োজনে ভিনরাজ্যে আটকে থাকা শ্রমিকদের জন্য কেন্দ্রীয় সরকারের বিল আনা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি ।

প্রায় 17 কোটি শ্রমিক দেশের বিভিন্ন প্রান্তে আটকে রয়েছেন লকডাউনের কারণে । এই শ্রমিকদের জন্য কেন্দ্রীয় সরকারের সুস্পষ্ট নীতি নির্ধারণ করা উচিত বলে মনে করছেন সীতারাম ইয়েচুরি । তাঁর মতে, সংসদে বিল এনে শ্রমিকদের ভবিষ্যৎ সুরক্ষিত করা উচিত দেশের সরকারের । তিনি বলেন, "শ্রমিকরা ঘরে ফিরতে না পারলেও, বিভিন্ন রাজ্যে তাঁরা আটকে রয়েছেন । সংশ্লিষ্ট রাজ্যগুলির সরকারকে উদ্যোগ নিতে হবে আটকে পড়া শ্রমিকদের খাবার এবং বাসস্থানের জন্য । এটা কেবল মৌখিকভাবে হলেই হবে না । সংসদে বিল পাস করে শ্রমিকদের ভবিষ্যৎ রীতিমতো আইনে পরিণত করতে হবে । প্রাকৃতিক দুর্যোগে সরকারি সাহায্যের অন্তর্ভুক্ত করতে হবে ভিনরাজ্যে আটকে থাকা শ্রমিকদের । "

দেশের কোরোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারের দিকে অভিযোগের আঙুল তুলেছেন সীতারাম ইয়েচুরি । তিনি বলেন, "কোরোনা ভাইরাস মোকাবিলায় দেশের সরকার একের পর এক ঘোষণা করে চলেছে । গত 54 দিন ধরে কিছুই করেনি মোদি সরকার । তথ্যের জাগলারি করে মানুষকে বিভ্রান্ত করেছে । ঘরে ফেরার টানে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বহু শ্রমিকের ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.