ETV Bharat / state

পে স্কেল অর্ডারের প্রতিলিপি পুড়িয়ে অবস্থান প্রত্যাহার সরকারি নার্সদের - প্রতিলিপি

তাঁদের দাবি পূরণের বিষয়ে স্বাস্থ্য দপ্তর কী করতে চলেছে, তার উপর ভিত্তি করে মিছিল এবং লাগাতার অবস্থানের কর্মসূচি গতকাল সন্ধ্যার পরে প্রত্যাহার করে নিলেন সরকারি নার্সরা । অবস্থান প্রত্যাহারের আগে পুরানো পে স্কেলের অর্ডারের প্রতিলিপি পুড়িয়ে তাঁরা প্রতিবাদ জানান ।

অবস্থান প্রত্যাহার সরকারি নার্সদের
অবস্থান প্রত্যাহার সরকারি নার্সদের
author img

By

Published : Dec 13, 2019, 10:08 AM IST

কলকাতা, 13 ডিসেম্বর : স্বাস্থ্য দপ্তরের আশ্বাস নয় । তবে, তাঁদের দাবি পূরণের বিষয়ে স্বাস্থ্য দপ্তর কী করতে চলেছে, তার উপর ভিত্তি করে মিছিল এবং লাগাতার অবস্থানের কর্মসূচি গতকাল সন্ধ্যার পরে প্রত্যাহার করে নিলেন সরকারি নার্সরা । অবস্থান প্রত্যাহারের আগে পুরানো পে স্কেলের অর্ডারের প্রতিলিপি পুড়িয়ে তাঁরা প্রতিবাদ জানান । একই সঙ্গে তাঁরা জানিয়েছেন, দাবি পূরণের লক্ষ্যে তাঁদের আন্দোলন চলবে ।

সোমবার বেলা 12টা থেকে শুরু হয়েছিল সরকারি নার্সদের এই অবস্থান । SSKM হাসপাতালের স্কুল অফ নার্সিংয়ের সামনে চলছিল লাগাতার এই অবস্থানের কর্মসূচি । বুধবার সন্ধ্যার পরে নার্সদের সংগঠন, নার্সেস ইউনিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ভাস্বতী মুখোপাধ্যায় বলেছিলেন, "রোগী পরিষেবা বজায় রেখে আমরা দায়বদ্ধতার পরিচয় দিচ্ছি । অথচ, আমাদের দাবির বিষয়ে সরকার নীরব রয়েছে । এই বিষয়ে কোনও কথা বলছে না । আমরা মনে করি, তাঁদের কাছে উত্তর নেই বলেই তাঁরা উত্তর দিচ্ছেন না । এর প্রতিবাদে অবস্থানের মঞ্চ থেকে আমাদের মিছিল বের হবে ।" গতকাল দুপুরের এই মিছিলের জন্য প্রস্তুতিও নিয়েছিলেন তাঁরা । অবশেষে, আন্দোলনরত এই নার্সদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের জন্য তাঁদের স্বাস্থ্য ভবনে নিয়ে যাওয়া হয় ।

গতকাল বিকেলে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর উপস্থিতিতে স্বাস্থ্য ভবনে বৈঠকে বসেন নার্সেস ইউনিটির চার প্রতিনিধি । ওই বৈঠকে স্বাস্থ্য দপ্তরের সচিব সহ অন্য আধিকারিকরাও ছিলেন । ভাস্বতী মুখোপাধ্যায় বলেন, "এই বৈঠকে আমাদের কোনও আশ্বাস দেওয়া হয়নি । তবে, আমাদের দাবির বিষয়ে কী করা হচ্ছে, তা দেখতে বলা হয়েছে । এর উপর ভিত্তি করে আমরা মিছিল এবং অবস্থানের কর্মসূচি প্রত্যাহার করে নিলাম । তবে, আমাদের দাবি পূরণের লক্ষ্যে আন্দোলন চলছে, চলবে ।" তাঁদের পে স্কেলের দাবির বিষয়টি নিয়ে স্বাস্থ্য দপ্তর ব্যবস্থা গ্রহণ করছে বলেও জানান তিন ।

স্বাস্থ্য ভবনের ওই বৈঠকের পরে অবস্থানের স্থানে ফিরে এসে একটি প্রতিলিপি পুড়িয়ে তাঁরা প্রতিবাদ জানান ৷ সেপ্টেম্বরেও একই জায়গায় অবস্থান করেছিলেন এই নার্সরা । সেসময় স্বাস্থ্য দপ্তরের প্রতিশ্রুতির উপর ভিত্তি করে এই অবস্থানের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছিলেন তাঁরা ।

কলকাতা, 13 ডিসেম্বর : স্বাস্থ্য দপ্তরের আশ্বাস নয় । তবে, তাঁদের দাবি পূরণের বিষয়ে স্বাস্থ্য দপ্তর কী করতে চলেছে, তার উপর ভিত্তি করে মিছিল এবং লাগাতার অবস্থানের কর্মসূচি গতকাল সন্ধ্যার পরে প্রত্যাহার করে নিলেন সরকারি নার্সরা । অবস্থান প্রত্যাহারের আগে পুরানো পে স্কেলের অর্ডারের প্রতিলিপি পুড়িয়ে তাঁরা প্রতিবাদ জানান । একই সঙ্গে তাঁরা জানিয়েছেন, দাবি পূরণের লক্ষ্যে তাঁদের আন্দোলন চলবে ।

সোমবার বেলা 12টা থেকে শুরু হয়েছিল সরকারি নার্সদের এই অবস্থান । SSKM হাসপাতালের স্কুল অফ নার্সিংয়ের সামনে চলছিল লাগাতার এই অবস্থানের কর্মসূচি । বুধবার সন্ধ্যার পরে নার্সদের সংগঠন, নার্সেস ইউনিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ভাস্বতী মুখোপাধ্যায় বলেছিলেন, "রোগী পরিষেবা বজায় রেখে আমরা দায়বদ্ধতার পরিচয় দিচ্ছি । অথচ, আমাদের দাবির বিষয়ে সরকার নীরব রয়েছে । এই বিষয়ে কোনও কথা বলছে না । আমরা মনে করি, তাঁদের কাছে উত্তর নেই বলেই তাঁরা উত্তর দিচ্ছেন না । এর প্রতিবাদে অবস্থানের মঞ্চ থেকে আমাদের মিছিল বের হবে ।" গতকাল দুপুরের এই মিছিলের জন্য প্রস্তুতিও নিয়েছিলেন তাঁরা । অবশেষে, আন্দোলনরত এই নার্সদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের জন্য তাঁদের স্বাস্থ্য ভবনে নিয়ে যাওয়া হয় ।

গতকাল বিকেলে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর উপস্থিতিতে স্বাস্থ্য ভবনে বৈঠকে বসেন নার্সেস ইউনিটির চার প্রতিনিধি । ওই বৈঠকে স্বাস্থ্য দপ্তরের সচিব সহ অন্য আধিকারিকরাও ছিলেন । ভাস্বতী মুখোপাধ্যায় বলেন, "এই বৈঠকে আমাদের কোনও আশ্বাস দেওয়া হয়নি । তবে, আমাদের দাবির বিষয়ে কী করা হচ্ছে, তা দেখতে বলা হয়েছে । এর উপর ভিত্তি করে আমরা মিছিল এবং অবস্থানের কর্মসূচি প্রত্যাহার করে নিলাম । তবে, আমাদের দাবি পূরণের লক্ষ্যে আন্দোলন চলছে, চলবে ।" তাঁদের পে স্কেলের দাবির বিষয়টি নিয়ে স্বাস্থ্য দপ্তর ব্যবস্থা গ্রহণ করছে বলেও জানান তিন ।

স্বাস্থ্য ভবনের ওই বৈঠকের পরে অবস্থানের স্থানে ফিরে এসে একটি প্রতিলিপি পুড়িয়ে তাঁরা প্রতিবাদ জানান ৷ সেপ্টেম্বরেও একই জায়গায় অবস্থান করেছিলেন এই নার্সরা । সেসময় স্বাস্থ্য দপ্তরের প্রতিশ্রুতির উপর ভিত্তি করে এই অবস্থানের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছিলেন তাঁরা ।

Intro:কলকাতা, ১২ ডিসেম্বর: স্বাস্থ্য দপ্তরের আশ্বাস নয়। তবে, তাঁদের দাবি পূরণের বিষয়ে স্বাস্থ্য দপ্তর কী করতে চলেছে, তার উপর ভিত্তি করে মিছিল এবং, লাগাতার অবস্থান বিক্ষোভের কর্মসূচি বৃহস্পতিবার সন্ধ্যার পরে প্রত্যাহার করে নিলেন সরকারি নার্সরা। অবস্থান-বিক্ষোভ প্রত্যাহারের আগে পুরানো পে স্কেল-এর অর্ডারের প্রতিলিপি পুড়িয়ে তাঁরা প্রতিবাদ জানান। একই সঙ্গে সরকারি এই নার্সরা জানিয়েছেন, দাবি পূরণের লক্ষ্যে তাঁদের আন্দোলন চলবে।


Body:গত সোমবার বেলা প্রায় ১২টা থেকে শুরু হয়েছিল সরকারি নার্সদের এই অবস্থান-বিক্ষোভ। SSKM হাসপাতালের স্কুল অফ নার্সিংয়ের সামনে চলছিল লাগাতার এই অবস্থান-বিক্ষোভের কর্মসূচি। গতকাল, বুধবার সন্ধ্যার পরে এই নার্সদের সংগঠন, নার্সেস ইউনিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ভাস্বতী মুখোপাধ্যায় বলেছিলেন, "রোগী পরিষেবা বজায় রেখে আমরা দায়বদ্ধতার পরিচয় দিচ্ছি। অথচ, আমাদের দাবির বিষয়ে সরকার নীরব রয়েছে। এই বিষয়ে কোনও কথা বলছে না। আমরা মনে করি, তাঁদের কাছে উত্তর নেই বলেই তাঁরা উত্তর দিচ্ছেন না। এর প্রতিবাদে বৃহস্পতিবার অবস্থান-বিক্ষোভের মঞ্চ থেকে আমাদের মিছিল বের হবে।" বৃহস্পতিবার দুপুরের এই মিছিলের জন্য প্রস্তুতি নিয়েছিলেন সরকারি এই নার্সরা। অবশেষে, আন্দোলনরত এই নার্সদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের জন্য তাঁদেরকে স্বাস্থ্য ভবনে নিয়ে যাওয়া হয়।

বৃহস্পতিবার বিকালে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর উপস্থিতিতে স্বাস্থ্য ভবনে বৈঠকে বসেন নার্সেস ইউনিটির চার প্রতিনিধি। ওই বৈঠকে স্বাস্থ্য দফতরের সচিব সহ অন্য আধিকারিকরাও ছিলেন। নার্সেস ইউনিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বলেন, "এই বৈঠকে আমাদের কোনও আশ্বাস দেওয়া হয়নি। তবে, আমাদের দাবির বিষয়ে কী করা হচ্ছে, তা দেখতে বলা হয়েছে। এর উপর ভিত্তি করে আমরা মিছিল এবং অবস্থান বিক্ষোভের কর্মসূচি প্রত্যাহার করে নিলাম। তবে, আমাদের দাবি পূরণের লক্ষ্যে আন্দোলন চলছে, চলবে।" তিনি জানিয়েছেন, তাঁদের পে স্কেলের দাবির বিষয়টি নিয়ে স্বাস্থ্য দপ্তর ব্যবস্থা গ্রহণ করছে বলে জানানো হয়েছে।


Conclusion:স্বাস্থ্য ভবনের ওই বৈঠকের পরে অবস্থান-বিক্ষোভের স্থানে ফিরে আসেন নার্সেস ইউনিটির ওই চার প্রতিনিধি। এতদিন ধরে যে পে স্কেল অর্ডারের উপর ভিত্তি করে সরকারি নার্সরা বেতন পাচ্ছেন, অবস্থান-বিক্ষোভের স্থানে তার একটি প্রতিলিপি পুড়িয়ে প্রতিবাদ জানান আন্দোলনরত সরকারি নার্সরা। গত সেপ্টেম্বর মাসেও এই স্হানে অবস্থান-বিক্ষোভে সামিল হয়েছিলেন এই নার্সরা। শেষ পর্যন্ত, প্রায় দেড় দিন পরে স্বাস্থ্য-প্রশাসনের "প্রতিশ্রুতি"র উপর ভিত্তি করে গত সেপ্টেম্বর মাসের লাগাতার ওই অবস্থান-বিক্ষোভের কর্মসূচি প্রত‍্যাহার করে নিয়েছিলেন তাঁরা।

_______
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.