কলকাতা, 13 ডিসেম্বর : স্বাস্থ্য দপ্তরের আশ্বাস নয় । তবে, তাঁদের দাবি পূরণের বিষয়ে স্বাস্থ্য দপ্তর কী করতে চলেছে, তার উপর ভিত্তি করে মিছিল এবং লাগাতার অবস্থানের কর্মসূচি গতকাল সন্ধ্যার পরে প্রত্যাহার করে নিলেন সরকারি নার্সরা । অবস্থান প্রত্যাহারের আগে পুরানো পে স্কেলের অর্ডারের প্রতিলিপি পুড়িয়ে তাঁরা প্রতিবাদ জানান । একই সঙ্গে তাঁরা জানিয়েছেন, দাবি পূরণের লক্ষ্যে তাঁদের আন্দোলন চলবে ।
সোমবার বেলা 12টা থেকে শুরু হয়েছিল সরকারি নার্সদের এই অবস্থান । SSKM হাসপাতালের স্কুল অফ নার্সিংয়ের সামনে চলছিল লাগাতার এই অবস্থানের কর্মসূচি । বুধবার সন্ধ্যার পরে নার্সদের সংগঠন, নার্সেস ইউনিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ভাস্বতী মুখোপাধ্যায় বলেছিলেন, "রোগী পরিষেবা বজায় রেখে আমরা দায়বদ্ধতার পরিচয় দিচ্ছি । অথচ, আমাদের দাবির বিষয়ে সরকার নীরব রয়েছে । এই বিষয়ে কোনও কথা বলছে না । আমরা মনে করি, তাঁদের কাছে উত্তর নেই বলেই তাঁরা উত্তর দিচ্ছেন না । এর প্রতিবাদে অবস্থানের মঞ্চ থেকে আমাদের মিছিল বের হবে ।" গতকাল দুপুরের এই মিছিলের জন্য প্রস্তুতিও নিয়েছিলেন তাঁরা । অবশেষে, আন্দোলনরত এই নার্সদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের জন্য তাঁদের স্বাস্থ্য ভবনে নিয়ে যাওয়া হয় ।
গতকাল বিকেলে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর উপস্থিতিতে স্বাস্থ্য ভবনে বৈঠকে বসেন নার্সেস ইউনিটির চার প্রতিনিধি । ওই বৈঠকে স্বাস্থ্য দপ্তরের সচিব সহ অন্য আধিকারিকরাও ছিলেন । ভাস্বতী মুখোপাধ্যায় বলেন, "এই বৈঠকে আমাদের কোনও আশ্বাস দেওয়া হয়নি । তবে, আমাদের দাবির বিষয়ে কী করা হচ্ছে, তা দেখতে বলা হয়েছে । এর উপর ভিত্তি করে আমরা মিছিল এবং অবস্থানের কর্মসূচি প্রত্যাহার করে নিলাম । তবে, আমাদের দাবি পূরণের লক্ষ্যে আন্দোলন চলছে, চলবে ।" তাঁদের পে স্কেলের দাবির বিষয়টি নিয়ে স্বাস্থ্য দপ্তর ব্যবস্থা গ্রহণ করছে বলেও জানান তিন ।
স্বাস্থ্য ভবনের ওই বৈঠকের পরে অবস্থানের স্থানে ফিরে এসে একটি প্রতিলিপি পুড়িয়ে তাঁরা প্রতিবাদ জানান ৷ সেপ্টেম্বরেও একই জায়গায় অবস্থান করেছিলেন এই নার্সরা । সেসময় স্বাস্থ্য দপ্তরের প্রতিশ্রুতির উপর ভিত্তি করে এই অবস্থানের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছিলেন তাঁরা ।