ETV Bharat / state

DA Protest: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অনশনকারী সরকারি কর্মচারী - এসএসকেএম হাসপাতাল

ধরনা মঞ্চে অসুস্থ হয়ে পড়েন তিনজন অনশনকারী সরকারি কর্মচারী ৷ তাঁদের নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) ৷

DA Protest
সরকারি কর্মচারী
author img

By

Published : Feb 14, 2023, 7:58 PM IST

কলকাতা, 14 ফেব্রুয়ারি: অসুস্থ হয়ে পড়লেন অনশনকারীদের মধ্যে তিনজন সরকারি কর্মচারী ৷ হাসপাতালে ভর্তি করা হয় তাঁদের ৷ মহার্ঘ্যভাতার দাবিতে শহিদ মিনার চত্বরে ধরনা করছেন রাজ্যের বিভিন্ন বিভাগের সরকারি কর্মচারীরা । সংগ্রামী যৌথ মঞ্চের দাবি, অবিলম্বে তাঁদের সমস্ত বকেয়া ডিএ দিতে হবে । সেই নিয়ে পাঁচজন অনশনও করছেন । তবে পাঁচজন অনশনকারীদের মধ্যে অসুস্থ হয়ে পড়েন তিনজন । সোমবার কর্মবিরতির কর্মসূচি চলাকালীন অসুস্থ হয়ে পড়েছিলেন এক মহিলা । গতকাল রাতেই অসুস্থ হয়ে পড়েন আরও দু'জন ।

সঞ্জিত চক্রবর্তী নামে এক অনশনকারীর শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়ে । তখন তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে । তবে সেখানে তাঁর অবস্থার আরও অবনতি ঘটে এবং আইসিইউ না-পাওয়ায় তাঁকে নিয়ে যাওয়া হয় মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালে । এরপর আবার ওই মঞ্চেরই আরও একজন অনশনকারী অনিরুদ্ধ ভট্টাচার্যও অসুস্থ হয়ে পড়েন । তাঁকেও নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে । আন্দোলনরত সরকারি কর্মচারীরা জানান, তাঁদের দাবি মানা না-হলে এই পঞ্চায়েত নির্বাচনেও কোনওভাবে তাঁরা অংশ নেবেন না । এই নিয়ে চিঠিও দিচ্ছেন তারা নির্বাচন কমিশনকে । পাশাপাশি এ দিন সরকারি কর্মচারীদের ধরনামঞ্চে উপস্থিত হন বিশেষভাবে সক্ষম শিক্ষক সংগঠনের সদস্যরা । তাঁরাও এই আন্দোলনের পাশে রয়েছেন বলে জানান ।

প্রসঙ্গত, 27 জানুয়ারি থেকে ধর্মতলার শহিদ মিনারে আন্দোলনে বসেছেন সরকারি কর্মচারীরা । ফেব্রুয়ারি মাসের 1 তারিখ তাঁরা 2 ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছিলেন । পরবর্তীকালে 4 থেকে 5 ফেব্রুয়ারি 24 ঘণ্টার জন্য প্রতীকী অনশন করে প্রতিবাদে সামিল হন সরকারি কর্মচারীরা । 8 থেকে 10 রিলে অনশন করেন তারা । 10 তারিখ থেকে লাগাতার আমরণ অনশনে রয়েছেন 5 জন সরকারি কর্মচারী । তাদের মধ্যে তিনজন অসুস্থ হয়ে পড়েন । সোমবার সারা দিন কর্মবিরতি হওয়ার পাশাপাশি সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয় । যদি না সরকার তাঁদের দাবি মেনে নেয় তাহলে এই কর্মবিরতি মাঝে মধ্যেই করবেন তাঁরা ।

আরও পড়ুন: তীব্র হচ্ছে ডিএ'র দাবি, রাজ্যজুড়ে কর্মবিরতি পালন সরকারি কর্মীদের

কলকাতা, 14 ফেব্রুয়ারি: অসুস্থ হয়ে পড়লেন অনশনকারীদের মধ্যে তিনজন সরকারি কর্মচারী ৷ হাসপাতালে ভর্তি করা হয় তাঁদের ৷ মহার্ঘ্যভাতার দাবিতে শহিদ মিনার চত্বরে ধরনা করছেন রাজ্যের বিভিন্ন বিভাগের সরকারি কর্মচারীরা । সংগ্রামী যৌথ মঞ্চের দাবি, অবিলম্বে তাঁদের সমস্ত বকেয়া ডিএ দিতে হবে । সেই নিয়ে পাঁচজন অনশনও করছেন । তবে পাঁচজন অনশনকারীদের মধ্যে অসুস্থ হয়ে পড়েন তিনজন । সোমবার কর্মবিরতির কর্মসূচি চলাকালীন অসুস্থ হয়ে পড়েছিলেন এক মহিলা । গতকাল রাতেই অসুস্থ হয়ে পড়েন আরও দু'জন ।

সঞ্জিত চক্রবর্তী নামে এক অনশনকারীর শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়ে । তখন তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে । তবে সেখানে তাঁর অবস্থার আরও অবনতি ঘটে এবং আইসিইউ না-পাওয়ায় তাঁকে নিয়ে যাওয়া হয় মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালে । এরপর আবার ওই মঞ্চেরই আরও একজন অনশনকারী অনিরুদ্ধ ভট্টাচার্যও অসুস্থ হয়ে পড়েন । তাঁকেও নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে । আন্দোলনরত সরকারি কর্মচারীরা জানান, তাঁদের দাবি মানা না-হলে এই পঞ্চায়েত নির্বাচনেও কোনওভাবে তাঁরা অংশ নেবেন না । এই নিয়ে চিঠিও দিচ্ছেন তারা নির্বাচন কমিশনকে । পাশাপাশি এ দিন সরকারি কর্মচারীদের ধরনামঞ্চে উপস্থিত হন বিশেষভাবে সক্ষম শিক্ষক সংগঠনের সদস্যরা । তাঁরাও এই আন্দোলনের পাশে রয়েছেন বলে জানান ।

প্রসঙ্গত, 27 জানুয়ারি থেকে ধর্মতলার শহিদ মিনারে আন্দোলনে বসেছেন সরকারি কর্মচারীরা । ফেব্রুয়ারি মাসের 1 তারিখ তাঁরা 2 ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছিলেন । পরবর্তীকালে 4 থেকে 5 ফেব্রুয়ারি 24 ঘণ্টার জন্য প্রতীকী অনশন করে প্রতিবাদে সামিল হন সরকারি কর্মচারীরা । 8 থেকে 10 রিলে অনশন করেন তারা । 10 তারিখ থেকে লাগাতার আমরণ অনশনে রয়েছেন 5 জন সরকারি কর্মচারী । তাদের মধ্যে তিনজন অসুস্থ হয়ে পড়েন । সোমবার সারা দিন কর্মবিরতি হওয়ার পাশাপাশি সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয় । যদি না সরকার তাঁদের দাবি মেনে নেয় তাহলে এই কর্মবিরতি মাঝে মধ্যেই করবেন তাঁরা ।

আরও পড়ুন: তীব্র হচ্ছে ডিএ'র দাবি, রাজ্যজুড়ে কর্মবিরতি পালন সরকারি কর্মীদের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.