ETV Bharat / state

Govardhan Puja: কুমোরটুলির মদনমোহন ও নব নাট মন্দিরের গোবর্ধন পুজো

author img

By

Published : Oct 26, 2022, 11:00 PM IST

Updated : Oct 27, 2022, 10:35 AM IST

অন্নের চূড়ায় দাঁড়িয়ে গিরি গোবর্ধন ৷ 300 থেকে 350 রকম পদ দিয়ে গিরি গোবর্ধনকে অন্নকূট দেওয়া হয় নব বৃন্দাবনে ৷ দু'দিন ধরে এই রান্না হয়। পুজো শেষে কৃষ্ণের পায়ের সামনে থাকা সাদা ভাত-সহ আনুষাঙ্গিক ভোগ হিসেবে বিতরণ করা হয় (Govardhan Puja 2022 Celebration)। গোবর্ধন পুজোয় (Govardhan Puja 2022) কুমোরটুলির মদনমোহন মন্দিরে দেখা মিলেছে ভক্তদের ভিড়।

Govardhan Puja
কুমোরটুলির মদনমোহন ও নব নাট মন্দিরে পালন হল গোবর্ধন পুজো

কলকাতা, 26 অক্টোবর: দু'বছর করোনা (Corona) বিধিনিষেধের জেরে পুজো দেখায় ছেদ পড়েছিল। তবে এবার ফের মন্দির প্রাঙ্গণে ঢোকার অনুমতি মিলতেই ভক্তদের ভিড় উপচে পড়েছে। রাধা-কৃষ্ণের মূর্তি প্রতিবার নাট মন্দিরে থাকে। পরে তা বের করে উলটো দিকে রাখা হয়। সেখানেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এসে ঠাকুর দর্শন করেন ও পুজো দেন।

অন্যদিকে, বাড়িতে বহু বছর গিরি গোবর্ধনের পুজো করার পরবর্তী সময় বাড়ির সামনেই স্থাপন করা হয় নব বৃন্দাবন মন্দির। নন্দ লাল কুড়ুরি। মন্দির স্থাপনের পর থেকে 82 বছর ধরে চলছে অন্নকূট। গিরিরাজ গোবর্ধনকে 300 থেকে 350 ধরনের পদ দেওয়া হয় অন্নকূটে (Govardhan Puja 2022)। পুজোর উপকরণ হিসেবে দিচ্ছেন চাল, ডাল, নানা ধরনের মিষ্টি ও ফুল, মালা। ভোগে থাকে সাদা ভাত, ঘি, মিষ্টি ভাত, নোনতা ফল, সবজি, তরকারি, পায়েস, ড্রাই ফ্রুটস।

300 থেকে 350 রকম পদ দিয়ে গিরি গোবর্ধনকে অন্যকূট দেওয়া হয় নব বৃন্দাবনে

পুরোহিতরা সেই চাল, ডাল ভগবান কৃষ্ণের পায়ে ঠেকিয়ে ভক্তদের উদ্দেশ্য বাইরে ছুঁড়ে দিচ্ছেন। আর তা কুড়িয়ে নিচ্ছেন তাঁরা। দুপুরে নাট মন্দিরে নিয়ে গিয়ে ভোগ ও আরতি করে উপর থেকে মন্দিরের জানালা দিয়ে সেই অন্নভোগ ভক্তদের উদ্দেশ্যে ছুঁড়ে দেওয়া হয় (Govardhan Puja 2022 Celebration in Madanamohan Temple) । নানা ধরনের তরি-তরকারি, সবজি ভাজা, মিষ্টি, ঝোল, চাটনি-সহ বিভিন্ন পদ রাঁধা হয়। ছড়িয়ে দেওয়া অন্নের দানা তুলে নিয়ে গিয়ে ভক্তরা শুকিয়ে মহাপ্রসাদ হিসেবে রাখেন। যে কোনও শুভ কাজে তা ব্যবহার করা হয়।

আরও পড়ুন: ছয় কুইন্টালের অন্নকূটে গোবর্ধন পুজো শিলিগুড়ি ইসকন মন্দিরে

কলকাতা, 26 অক্টোবর: দু'বছর করোনা (Corona) বিধিনিষেধের জেরে পুজো দেখায় ছেদ পড়েছিল। তবে এবার ফের মন্দির প্রাঙ্গণে ঢোকার অনুমতি মিলতেই ভক্তদের ভিড় উপচে পড়েছে। রাধা-কৃষ্ণের মূর্তি প্রতিবার নাট মন্দিরে থাকে। পরে তা বের করে উলটো দিকে রাখা হয়। সেখানেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এসে ঠাকুর দর্শন করেন ও পুজো দেন।

অন্যদিকে, বাড়িতে বহু বছর গিরি গোবর্ধনের পুজো করার পরবর্তী সময় বাড়ির সামনেই স্থাপন করা হয় নব বৃন্দাবন মন্দির। নন্দ লাল কুড়ুরি। মন্দির স্থাপনের পর থেকে 82 বছর ধরে চলছে অন্নকূট। গিরিরাজ গোবর্ধনকে 300 থেকে 350 ধরনের পদ দেওয়া হয় অন্নকূটে (Govardhan Puja 2022)। পুজোর উপকরণ হিসেবে দিচ্ছেন চাল, ডাল, নানা ধরনের মিষ্টি ও ফুল, মালা। ভোগে থাকে সাদা ভাত, ঘি, মিষ্টি ভাত, নোনতা ফল, সবজি, তরকারি, পায়েস, ড্রাই ফ্রুটস।

300 থেকে 350 রকম পদ দিয়ে গিরি গোবর্ধনকে অন্যকূট দেওয়া হয় নব বৃন্দাবনে

পুরোহিতরা সেই চাল, ডাল ভগবান কৃষ্ণের পায়ে ঠেকিয়ে ভক্তদের উদ্দেশ্য বাইরে ছুঁড়ে দিচ্ছেন। আর তা কুড়িয়ে নিচ্ছেন তাঁরা। দুপুরে নাট মন্দিরে নিয়ে গিয়ে ভোগ ও আরতি করে উপর থেকে মন্দিরের জানালা দিয়ে সেই অন্নভোগ ভক্তদের উদ্দেশ্যে ছুঁড়ে দেওয়া হয় (Govardhan Puja 2022 Celebration in Madanamohan Temple) । নানা ধরনের তরি-তরকারি, সবজি ভাজা, মিষ্টি, ঝোল, চাটনি-সহ বিভিন্ন পদ রাঁধা হয়। ছড়িয়ে দেওয়া অন্নের দানা তুলে নিয়ে গিয়ে ভক্তরা শুকিয়ে মহাপ্রসাদ হিসেবে রাখেন। যে কোনও শুভ কাজে তা ব্যবহার করা হয়।

আরও পড়ুন: ছয় কুইন্টালের অন্নকূটে গোবর্ধন পুজো শিলিগুড়ি ইসকন মন্দিরে

Last Updated : Oct 27, 2022, 10:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.