রাজারহাট, 12 নভেম্বর: রাজারহাট বৈদিক ভিলেজে তরুণীকে গণধর্ষণের অভিযোগ (Girl Allegedlly Gang Rape by Four Accuesed) ৷ 4 যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে রাজারহাট থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা ওই তরুণী ৷ তাঁর অভিযোগের ভিত্তিতে 4 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ গত 10 নভেম্বর রাতে তাঁকে পার্টিতে মদ্যপান করিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ (Vedic Village Gang Rape) ৷
পুলিশ সূত্রে খবর, গত 9 নভেম্বর রাজারহাট বৈদিক ভিলেজের একটি অংশ ভাড়া নেওয়া হয় ৷ সেখানে 10 নভেম্বর সন্ধ্যায় পাটির আয়োজন করা হয়েছিল ৷ সেখানে প্রায় 15 জন উপস্থিত ছিলেন ৷ নির্যাতিতা তরুণীও সেই পার্টিতে আসেন ৷ তিনি পুলিশকে অভিযোগে জানিয়েছেন, পার্টি শেষ হয়ে যাওয়ার পর ওই তরুণীকে জোর করে মাদক খাওয়ানো হয় ৷ এর পর 4 যুবক মিলে তাঁকে গণধর্ষণ করেন ৷ পুলিশ তরুণীর মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠিয়েছে ৷ পাশাপাশি অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত 4 যুবককে গ্রেফতারও করেছে ৷ এদিন বারাসত আদালতে তোলা হলে বিচারক এই চার জনের সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন ৷
আরও পড়ুন: রাজস্থানে স্বামীর সামনে প্রৌঢ়াকে 'গণধর্ষণ' চোরেদের !
এই ঘটনায় বিধাননগর কমিশনারেটের আধিকারিকরা উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছেন ৷ অভিযুক্ত 4 যুবককে জেরা করতে রাজারহাট থানায় স্বয়ং কমিশনার গৌরব শর্মা নিজে উপস্থিত হন ৷ সঙ্গে ছিলেন, ডিসি নিউটাউন এবং বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা ৷ জানা গিয়েছে, ধৃতদের মধ্যে 1 জন আইটি সংস্থার কর্মরত এবং বাকি 3 অভিযুক্ত পড়ুয়া ৷ অন্যদিকে, তদন্তে নেমে পুলিশ বৈদিক ভিলেজ কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছিল ৷