কলকাতা, 29 নভেম্বর: নতুন বছরের গোড়ার দিকেই শুরু হচ্ছে 47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা । এই বছর অনেকটাই এগিয়ে এসেছে মেলা ৷ বোর্ডের পরীক্ষার জন্যই এগিয়ে বইমেলা এগিয়ে আনা হয়েছে ৷ আগামী 18 জানুয়ারি থেকে 31 জানুয়ারি অনুষ্ঠিত হবে এবারের বইমেলা । এইবছরের বইমেলার অন্যতম আকর্ষণ হল জার্মানি । প্রায় 12 বছর পর কলকাতা বইমেলায় তারা অংশ নিতে চলেছে তারা । ফলত এবারের বইমেলায় জার্মানির স্টল যে বিরাট হবে, তা বলার অপেক্ষা রাখে না ৷ এমনটাই জানিয়েছে গিল্ড কর্তৃপক্ষ।
মঙ্গলবার এক সাংবাদিক বৈঠক করে বইমেলার আনুষ্ঠানিক সূচনা করে গিল্ড। শেষে এবারের থিম কান্ট্রি হিসেবে বেছে নেওয়া হয়েছে ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য'কে। তবে 12 বছর পর কেন জার্মান বইমেলায় অংশ নিতে চলেছে, সেই বিষয় স্পষ্ট করেনি গিল্ড কর্তৃপক্ষরা । তবে গিল্ডের তরফ থেকে জানানো হয়েছে, ভারত ছাড়া অন্যান্য অংশগ্রহণকারী দেশগুলির বুক স্টলের জন্য যে পরিমাণ জমি দেওয়া হয়েছে, জার্মানি সেই তুলনায় কিছুটা বেশিই জমি নিয়েছে ৷ বইমেলায় অংশগ্রহণের জন্য এ বছর নিজে থেকেই আবেদন জানিয়েছিল জার্মানি । সেই আবেদনেই সম্মতি জানিয়েছে গিল্ড।
প্রসঙ্গত, গতবছর ছিল বইমেলার 46তম বর্ষ ৷ সেখানেই বইপ্রেমীদের ভিড় হয়েছিল 26 লক্ষ। কেনাকাটাও হয়েছিল প্রায় 25 কোটি । জার্মানির পাশাপাশি প্রতিবারের ন্যায় এবারেও বইমেলায় অংশ নিচ্ছে আমেরিকা, ফ্রান্স, ইতালি, স্পেন, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, পেরু, আর্জেন্তিনা, কলম্বিয়া-সহ বহু দেশ। এছাড়া থাকছে ভারতের অন্যান্য রাজ্য, যেমন দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, তামিলনাড়ু, গুজরাত, মহারাষ্ট্র, বিহার, অসম, ঝাড়খন্ড, তেলেঙ্গানা, কেরালা, ওড়িশা । এছাড়াও থাকবে ম্যাগাজিন প্যাভিলিয়ন, চিলড্রেনস প্যাভিলিয়ন ও অন্যান্য আকর্ষণও ।
আরও পড়ুন: