কলকাতা,7 অগস্ট: আকাশ মেঘলা থাকলেও রবিবার সেভাবে বৃষ্টি হয়নি। কয়েক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে অবশ্য ৷ চলতি সপ্তাহেও তা অব্যাহত থাকবে ৷ সোমবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। সোমবার ও মঙ্গলবার অতিভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। হাওয়া অফিস সূত্রে খবর, আপাতত কোনও ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ নেই। মৌসুমী অক্ষরেখা ধীরে ধীরে উত্তর দিকে সরে গিয়েছে। ইতিমধ্যেই আরও কিছুটা উত্তর দিকে সরে বহরমপুরের উপর দিয়ে বাংলাদেশ হয়ে মিজোরাম পর্যন্ত গিয়েছে। তার প্রভাবেই বৃষ্টি হচ্ছে।
উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদহ এবং দুই দিনাজপুরে। 9 আগস্ট শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। আজ,সোমবার 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার এবং কোচবিহারে। এছাড়া ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও উত্তর দিনাজপুরে। মঙ্গলবারও অতিভারী বৃষ্টির সম্ভাবনা বিভিন্ন জেলায়। আগামী শনিবার থেকে বৃষ্টি পরিমাণ কমবে উত্তরবঙ্গে। তার আগে সারা সপ্তাহজুড়েই বৃষ্টি হবে।
দক্ষিণবঙ্গে আগামী দু’দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা ৷ মৌসুমী অক্ষরেখার প্রভাবে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। বৃষ্টির সম্ভাবনা বেশি দুই মেদিনীপুর, দুই 24 পরগনা, হাওড়া, কলকাতা, মুর্শিদাবাদ, নদীয়া, বীরভূম এবং বর্ধমানের দুই জেলায় । সোমবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে ৷ মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ 24 পরগনা ছাড়াও নদীয়া মুর্শিদাবাদ ও বীরভূমে ৷ বুধবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে।
আরও পডু়ন: ভাগ্য সহায় কোন রাশির জানুন রাশিফলে
রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.9 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.7 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে 3.3 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 94 শতাংশ । আজ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে ৷