ETV Bharat / state

পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পাশ-ফেল চালু নিয়ে জারি গেজেট নোটিফিকেশন - gazette notification

মাসের শুরুর দিকেই পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পাশ-ফেল প্রথা চালু নিয়ে জারি হল গেজেট বিজ্ঞপ্তি ।

ছবি
author img

By

Published : Nov 13, 2019, 4:44 AM IST

কলকাতা, 13 নভেম্বর : আগামী শিক্ষাবর্ষ থেকেই রাজ্যে পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পাশ-ফেল প্রথা চালু করায় অনুমোদন দিয়েছে নবান্ন । খুব শীঘ্রই সেই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করার কথা ছিল । এই মাসের শুরুর দিকেই পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পাশ-ফেল প্রথা চালু নিয়ে জারি হয়েছে গেজেট বিজ্ঞপ্তি ।

গেজেট নোটিফিকেশন অনুযায়ী, ওয়েস্ট বেঙ্গল রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন রুলস, 2012-র সংশোধন করা হয়েছে । সংশোধিত নিয়মে বলা হয়েছে, প্রতি বছর পঞ্চম ও অষ্টম শ্রেণিতে তিনটি সামেটিভ ইভ্যালুয়েশনের পাওয়া মোট নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হবে । যদি কোনও ছাত্র-ছাত্রী এই মূল্যায়নে সফল না হয় তাহলে স্কুল কর্তৃপক্ষ তাকে কাম্য স্তরে নিয়ে আসার জন্য 'বিশেষ শিক্ষা'র মাধ্যমে উপযুক্ত সহায়তা করবে এবং স্কুল কর্তৃপক্ষ যদি মনে করে অতিরিক্ত সহায়তা করবে ।

image
গেজেট নোটিফিকেশন

প্রথম পরীক্ষার ফলাফল প্রকাশের দুই মাসের মধ্যে অকৃতকার্য পড়ুয়াকে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিতে হবে । যে পড়ুয়ারা আবার পরীক্ষা দেওয়ার পরও অকৃতকার্য হবে তাদের একটি শিক্ষাবর্ষের জন্য ওই শ্রেণিতেই রেখে দেওয়া হবে । এলিমেন্টারি এডুকেশন সম্পূর্ণ হওয়ার আগে কোনও পড়ুয়াকে স্কুল থেকে বহিষ্কার করা যাবে না । 2020 সালের 1 জানুয়ারি থেকে এই সংশোধিত নিয়ম লাগু হবে বলে জানানো হয়েছে গেজেট নোটিফিকেশনে ।

কলকাতা, 13 নভেম্বর : আগামী শিক্ষাবর্ষ থেকেই রাজ্যে পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পাশ-ফেল প্রথা চালু করায় অনুমোদন দিয়েছে নবান্ন । খুব শীঘ্রই সেই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করার কথা ছিল । এই মাসের শুরুর দিকেই পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পাশ-ফেল প্রথা চালু নিয়ে জারি হয়েছে গেজেট বিজ্ঞপ্তি ।

গেজেট নোটিফিকেশন অনুযায়ী, ওয়েস্ট বেঙ্গল রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন রুলস, 2012-র সংশোধন করা হয়েছে । সংশোধিত নিয়মে বলা হয়েছে, প্রতি বছর পঞ্চম ও অষ্টম শ্রেণিতে তিনটি সামেটিভ ইভ্যালুয়েশনের পাওয়া মোট নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হবে । যদি কোনও ছাত্র-ছাত্রী এই মূল্যায়নে সফল না হয় তাহলে স্কুল কর্তৃপক্ষ তাকে কাম্য স্তরে নিয়ে আসার জন্য 'বিশেষ শিক্ষা'র মাধ্যমে উপযুক্ত সহায়তা করবে এবং স্কুল কর্তৃপক্ষ যদি মনে করে অতিরিক্ত সহায়তা করবে ।

image
গেজেট নোটিফিকেশন

প্রথম পরীক্ষার ফলাফল প্রকাশের দুই মাসের মধ্যে অকৃতকার্য পড়ুয়াকে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিতে হবে । যে পড়ুয়ারা আবার পরীক্ষা দেওয়ার পরও অকৃতকার্য হবে তাদের একটি শিক্ষাবর্ষের জন্য ওই শ্রেণিতেই রেখে দেওয়া হবে । এলিমেন্টারি এডুকেশন সম্পূর্ণ হওয়ার আগে কোনও পড়ুয়াকে স্কুল থেকে বহিষ্কার করা যাবে না । 2020 সালের 1 জানুয়ারি থেকে এই সংশোধিত নিয়ম লাগু হবে বলে জানানো হয়েছে গেজেট নোটিফিকেশনে ।

Intro:কলকাতা, ১২ নভেম্বর: গত মাসের শেষেই জানা গেছিল, আগামী শিক্ষাবর্ষ থেকেই রাজ্যে পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পাশ-ফেল প্রথা চালু করায় অনুমোদন দিয়ে দিয়েছে নবান্ন। খুব শীঘ্রই সেই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করার কথা ছিল। সম্প্রতি এই মাসের শুরুর দিকেই পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পাশ-ফেল প্রথা চালু নিয়ে জারি হয়ে গেছে গেজেট বিজ্ঞপ্তি।

Body:গেজেট নোটিফিকেশন অনুযায়ী, ওয়েস্ট বেঙ্গল রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন রুলস, ২০১২-র সংশোধন করা হয়েছে। সংশোধিত নিয়মে বলা হয়েছে, প্রতি বছর পঞ্চম ও অষ্টম শ্রেণিতে তিনটি সামেটিভ ইভ্যালুয়েশনের পাওয়া মোট নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। যদি কোনও বাচ্চা এই মূল্যায়নে সফল না হয় তাহলে স্কুল কর্তৃপক্ষ তাকে কাম্য স্তরে নিয়ে আসার জন্য 'বিশেষ শিক্ষা'র মাধ্যমে উপযুক্ত সহায়তা করবে এবং স্কুল কর্তৃপক্ষ যদি মনে করে অতিরিক্ত সহায়তা করবে।

প্রথম পরীক্ষার ফলাফল প্রকাশের দুই মাসের মধ্যে অকৃতকার্য পড়ুয়াকে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিতে হবে। যে পড়ুয়ারা আবার পরীক্ষা দেওয়ার পরও অকৃতকার্য হবে তাদের একটি শিক্ষাবর্ষের জন্য ওই শ্রেণিতেই রেখে দেওয়া হবে। এলিমেন্টারি এডুকেশন সম্পূর্ণ হওয়ার আগে কোনও পড়ুয়াকে স্কুল থেকে বহিষ্কার করা যাবে না। ২০২০ সালের ১ জানুয়ারি থেকে এই সংশোধিত নিয়ম লাগু হবে বলে জানানো হয়েছে গেজেট নোটিফিকেশনে।
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.