কলকাতা, 29 এপ্রিল: গঙ্গা নদীর তীরে অবস্থিত রাজ্যের 42টি শহরের সেপটিক ট্যাঙ্কগুলি পরিষ্কার করার লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার। বিশেষ করে যে সমস্ত শহরের নর্দমার নোংলা জল গঙ্গায় মেশে সেই সমস্ত জায়গা পরিষ্কার করার টার্গেট নিয়েছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও পরিবেশ দফতর ৷ চলতি সপ্তাহে এক বৈঠকের পরেই ইটিভি ভারতকে জানিয়েছেন পরিবেশমন্ত্রী মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া।
জানা গিয়েছে, রাজ্যের পরিবেশ দফতর ও রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের যৌথ উদ্যোগে এই পরিকল্পনা নেওয়া হয়েছে ৷ পরিবেশমন্ত্রী মন্ত্রী বলেন, "কলিফর্ম ব্যাকটেরিয়া নিয়ে যে পরীক্ষা আমরা চালাচ্ছিলাম তা ব্যাপকভাবে সফল। গর্ত, পুকুর, নালা এবং নদীতে কলিফর্ম ব্যাকটেরিয়ার শতাংশ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। আমরা এখন গঙ্গায় এই পরীক্ষা চালানোর পরিকল্পনা নিচ্ছি। যাতে গঙ্গার মল-কলিফর্ম হ্রাস করা যায়।" তিনি আরও জানিয়েছেন, পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ-এর আইআইএসইআর-এর তৈরি প্রযুক্তি ব্যবহার করে ট্রায়ালের সময় কলিফর্ম ব্যাকটেরিয়া 90 শতাংশের বেশি কমাতে সক্ষম হয়েছে।
আরও পড়ুন: মঙ্গলাহাটের দিন পরিবর্তনের ভাবনা হাওড়া পৌরনিগমের
ডব্লিউবিপিসিবি চেয়ারম্যান কল্যাণ রুদ্র বলেন, "আমাদের রাজ্যে গঙ্গা নদীর তীরে 42টি শহর রয়েছে। ঐতিহাসিকভাবে, এই শহরের নোংরা জলের খালগুলি গঙ্গার সঙ্গে যুক্ত হয়েছে। ফলে, এই মুহূর্তে গঙ্গা নদীতে কলিফর্ম ব্যাকটেরিয়া কমানোর কাজটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমরা যদি এই সেপ্টিক ট্যাঙ্কগুলিতে কলিফর্ম ব্যাকটেরিয়া কমাতে পারি যা গঙ্গায় ছড়িয়ে পড়ে, তাহলে গঙ্গাতেও কলিফর্ম ব্যাকটেরিয়া কমাতে সক্ষম হতে পারব। আগামিদিনে আরও কয়েকটি পরীক্ষা চালানোর পর সেপটিক ট্যাঙ্কগুলি পরিষ্কার করার টার্গেট করছি।"
তিনি আরও বলেন, "গঙ্গায় দ্রবীভূত অক্সিজেনের স্তর উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। তবে প্রায় চার দশক ধরে কলিফর্ম ব্যাকটেরিয়া সমস্যা মোকাবিলায় সমস্ত প্রচেষ্টা নিষ্ফল হলেও, আমরা আশাবাদী যে, গঙ্গার সঙ্গে সংযুক্ত স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের ইনলেট এবং আউটলেটে এই মাইক্রোবিয়াল কনসোর্টিয়ামের চার্জিং কলিফর্ম ব্যাকটেরিয়াকে অনেকাংশে নির্মূল করবে।