ETV Bharat / state

ফ্রি ওয়াইফাই-এর নতুন ঠিকানা কলকাতার মেট্রো

ইতিমধ্যে কবি সুভাষ, কবি নজরুল, নেতাজি ভবন, গীতাঞ্জলি, শহিদ ক্ষুদিরাম, মাস্টারদা সূর্য সেন, মহানায়ক উত্তম কুমার, কবি নজরুল মেট্রো স্টেশনে এই ওয়াইফাই পরিষেবা চালু হয়ে গেছে ৷ পুজোর মধ্যে কলকাতা মেট্রোর 24 স্টেশনেই এই পরিষেবা চালু হয়ে যাবে বলে সূত্রের খবর ৷

কলকাতার মেট্রো
author img

By

Published : Aug 31, 2019, 5:44 PM IST

কলকাতা, 31 অগাস্ট : কলকাতার মেট্রো স্টেশনগুলিতে চালু হল ফ্রি ওয়াইফাই পরিষেবা ৷ ইতিমধ্যে কবি সুভাষ, কবি নজরুল, নেতাজি ভবন, গীতাঞ্জলি, শহিদ ক্ষুদিরাম, মাস্টারদা সূর্য সেন, মহানায়ক উত্তম কুমার, কবি নজরুল মেট্রো স্টেশনে এই পরিষেবা চালু হয়ে গেছে ৷ পুজোর মধ্যে কলকাতা মেট্রোর বাকি স্টেশনগুলিতেও এই পরিষেবা চালু হবে বলে সূত্রের খবর ৷

কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় বলেন,"সেপ্টেম্বরের শেষে সবকটি স্টেশনে চালু হয়ে যাবে এই পরিষেবা । ইন্টারনেট এখন মানুষের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ । আমার আশা যাত্রীদের সুবিধা হবে এতে । মেট্রো স্টেশনে ওয়াইফাই পরিষেবা ব্যবহার করার জন্য যাত্রী নিজের মোবাইল নম্বর ইনপুট করলে সেই নম্বরে একটি OTP আসবে । সেই OTP ব্যবহার করেই বিনা খরচে ব্যবহার করা যাবে ইন্টারনেট ।"

এখন হাওড়া, শিয়ালদহ, সহ কয়েকটি স্টেশনে ফ্রি ওয়াইফাই চালু হয়েছে । মেট্রো স্টেশনগুলিতেও এবার এই পরিষেবা চালু হওয়ায় সুবিধা হবে যাত্রীদের ।

কলকাতা, 31 অগাস্ট : কলকাতার মেট্রো স্টেশনগুলিতে চালু হল ফ্রি ওয়াইফাই পরিষেবা ৷ ইতিমধ্যে কবি সুভাষ, কবি নজরুল, নেতাজি ভবন, গীতাঞ্জলি, শহিদ ক্ষুদিরাম, মাস্টারদা সূর্য সেন, মহানায়ক উত্তম কুমার, কবি নজরুল মেট্রো স্টেশনে এই পরিষেবা চালু হয়ে গেছে ৷ পুজোর মধ্যে কলকাতা মেট্রোর বাকি স্টেশনগুলিতেও এই পরিষেবা চালু হবে বলে সূত্রের খবর ৷

কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় বলেন,"সেপ্টেম্বরের শেষে সবকটি স্টেশনে চালু হয়ে যাবে এই পরিষেবা । ইন্টারনেট এখন মানুষের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ । আমার আশা যাত্রীদের সুবিধা হবে এতে । মেট্রো স্টেশনে ওয়াইফাই পরিষেবা ব্যবহার করার জন্য যাত্রী নিজের মোবাইল নম্বর ইনপুট করলে সেই নম্বরে একটি OTP আসবে । সেই OTP ব্যবহার করেই বিনা খরচে ব্যবহার করা যাবে ইন্টারনেট ।"

এখন হাওড়া, শিয়ালদহ, সহ কয়েকটি স্টেশনে ফ্রি ওয়াইফাই চালু হয়েছে । মেট্রো স্টেশনগুলিতেও এবার এই পরিষেবা চালু হওয়ায় সুবিধা হবে যাত্রীদের ।

Intro:এবার মেট্রো স্টেশনে বসেই সেরে ফেলতে পারবেন অফিসের কাজ। কলকাতা মেট্রো ষ্টেশনগুলিতে চালু হল ওয়াইফাই পরিষেবা।
Body:একেবারে বিনা খরচে যাত্রীরা এখন নিজেদের কাজ সেরে নিতে পারবেন মেট্রো স্টেশনে বসে। ইতিমধ্যেই কয়েকটি স্টেশনে ওয়াইফাই পরিষেবা চালু।

বেশ কিছুদিন হল রেল স্টেশনগুলি যেমন হাওড়া, শিয়ালদহ, কলকাতা স্টেশন সহ অন্যান্য আরও বেশ কয়েকটি স্টেশনে ইতিমধ্যেই চালু হয়েছে বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা।

মেট্রোরেল সূত্রে খবর পুজোর আগেই কলকাতা মেট্রোর 24 স্টেশনেই এই পরিষেবা চালু হয়ে যাবে।
কবি সুভাষ, কবি নজরুল, নেতাজি ভবন, গীতাঞ্জলি, শহিদ ক্ষুদিরাম, মাস্টারদা সূর্য সেন, মহানায়ক উত্তম কুমার, কবি নজরুলে ওয়াইফাই পরিষেবা চালু হয়ে গিয়েছে।

কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রানী বন্দ্যোপাধ্যায় বলেন,
"সেপ্টেম্বর মাসের শেষে সবকটি স্টেশনে চালু হয়ে যাবে এই পরিষেবাটি। মানুষ এখন প্রায় বেশিরভাগই মোবাইল ফোনের মাধ্যমেই করে থাকেন। ইন্টারনেট এখন মানুষের জীবনের একটা অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। আমার আশা যাত্রীদের অনেকটাই সুবিধা হবে এতে।"Conclusion:মেট্রোস্টেশনে ওয়াইফাই পরিষেবা ব্যবহার করার জন্য কোনও পাসওয়ার্ডের প্রয়োজন পড়বে না। যাত্রী নিজের মোবাইল নম্বর দিলেও সেই নম্বরে একটি ওটিপি চলে আসবে। সেই ওটিপি ব্যবহার করেই বিনা খরচে ব্যবহার করা যাবে ইন্টারনেট।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.