কলকাতা , 12 সেপ্টেম্বর : নাইন-টেনের সহকারী শিক্ষক নিয়োগের চতুর্থ দফার কাউন্সেলিং চালু করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন (SSC) । আগামী 20 সেপ্টেম্বর থেকে শুরু হবে চতুর্থ দফার কাউন্সেলিং প্রক্রিয়া । চলবে 25 সেপ্টেম্বর পর্যন্ত । বিজ্ঞপ্তি জারি করে এমনই জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন (SSC) । এর আগে ইলেভেন ও টুয়েলভের শিক্ষক নিয়োগের জন্য চতুর্থ দফার কাউন্সেলিং শেষ হয়েছে ৷
SSC-র বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত, স্পনসর্ড সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলগুলিতে ক্লাস নাইন-টেনের সহকারি শিক্ষক নিয়োগের জন্য ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের চতুর্থ দফার কাউন্সেলিং হবে। ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্টের (1st SLST) ভিত্তিতে হবে কাউন্সেলিং। এই কাউন্সেলিং প্রক্রিয়া আগামী ২০ সেপ্টেম্বর থেকে শুরু হবে। ২০, ২৩, ২৪ ও ২৫ সেপ্টেম্বর এই চারদিন ধরে হবে কাউন্সেলিং।
১৩ সেপ্টেম্বর স্কুল সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে বাকি থাকা শূন্যপদের সম্পর্কে বিস্তারিত ও কাউন্সেলিংয়ের শিডিউল জানিয়ে দেওয়া হবে। কত শূন্যপদ এখনও পূরণ হওয়া বাকি রয়েছে বা কত শূন্যপদে নিয়োগ হতে চলেছে এই চতুর্থ দফার কাউন্সেলিং? জানতে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। যদিও স্কুল সার্ভিস কমিশনে এক আধিকারিক জানাচ্ছেন, প্রায় ১৪০০ শূন্যপদে হতে চলেছে সহকারী শিক্ষক নিয়োগেরে কাউন্সেলিং।