কলকাতা, 18 জুন : প্রাক্তন মিস ইউনিভার্স ইন্ডিয়া উষসী সেনগুপ্তকে হেনস্থার অভিযোগ উঠল । গতরাতে কয়েকজন যুবক তাঁকে হেনস্থা করে বলে চারু মার্কেট থানায় তিনি অভিযোগ দায়ের করেছেন । ওই মডেল-অভিনেত্রী সোশাল মিডিয়ায় অভিযোগ তুললেন পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে ।
গতরাতে ঠিক কী ঘটেছিল?
উষসী জানিয়েছেন, গতরাতে কলকাতার বাইপাসের ধারের একটি পাঁচতারা হোটেল থেকে বাড়ি ফিরছিলেন তিনি । সঙ্গে ছিল এক বন্ধু । ময়দান থানা লাগোয়া এক্সাইড মোড়ে বাঁদিকে তাঁদের নিয়ে উবার ঘুরতেই একটি বাইক গাড়িতে ধাক্কা মারে । কিছু বুঝে ওঠার আগে সেখানে আসে আরও 15 জন । তারপর গাড়ির জানালা খুলে ড্রাইভারকে বের করার চেষ্টা করে । সোশাল মিডিয়ায় উষসী লিখেছেন, “ড্রাইভারকে গাড়ি থেকে নামিয়ে শুরু করে মারধর । অসহায় অবস্থায় আমি গাড়ি থেকে নেমে ছবি তুলতে শুরু করে দিই । সঙ্গে শুরু করি চিৎকার । না, কেউ এগিয়ে আসেনি । এরপর আমি দৌড়ে ময়দান থানায় যাই । চাই সাহায্য। ময়দান থানার পুলিশ প্রথমে বলে ওই এলাকা তাদের নয়। ওটি ভবানীপুর থানার অন্তর্গত । পরে আরও চিৎকার-চেঁচামেচি করতে পুলিশ এসে ওই যুবকদের সরিয়ে দেয় ।"
এরপর উষসী বন্ধুকে লেক গার্ডেন্সে নামাতে যান । লেক গার্ডেন্স হাউজ়িংয়ের কাছে হঠাৎই দেখেন তিনটি বাইকে হেলমেটহীন 6 যুবক। অভিযোগ, তারা উবার থামায় । গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ে । অভিনেত্রীকে গাড়ি থেকে বের করে মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করে । বলা হয়, ছবি ডিলিট করতে হবে । তাঁর বন্ধু তখন ভয় পেয়ে গাড়ি থেকে লাফিয়ে নামে । ওই মডেল-অভিনেত্রী তখন সাহায্যের জন্য চিৎকার শুরু করেন । এবার স্থানীয়রা বেরিয়ে আসে । সোশাল মিডিয়ায় উষসী লিখেছেন, “স্থানীয়দের দেখে আমি যেন প্রাণ ফিরে পেলাম । তারপর আমি আমার বাবা এবং বোনকে ডাকি । ঘটনাস্থানের পরের গলিতেই আমার বাড়ি । ইতিমধ্যেই পুলিশ আসে । বলা হয়, চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের করতে । আমি সেখানে যাই । উপস্থিত সাব-ইন্সপেক্টর আমায় বলেন, এই অভিযোগ একমাত্র ভবানীপুর থানাতেই হতে পারে । আমি তখন কী করব কিছু বুঝে উঠতে পারছিলাম না । থানাতেই চিৎকার-চেঁচামেচি শুরু করি । সেখানে কোনও মহিলা পুলিশ ছিল না । চিৎকার চেঁচামেচি করে কাজ হয় । তখন রাত দেড়টা । চারু মার্কেট থানায় আমার অভিযোগ নেওয়া হয় । কিন্তু নেওয়া হয়নি ড্রাইভারের অভিযোগ ।"
অভিনেত্রী বলেন, ওই উবার চালক তারক সম্ভবত ঋণে গাড়ি কিনেছেন । তিনি ওই গাড়ি চালিয়েই সংসার চালান। স্বাভাবিকভাবেই তাঁর গাড়ির ক্ষতি হওয়ায় ইন্সুরেন্সের জন্য থানায় অভিযোগের প্রয়োজন ছিল । তিনি অভিযোগ করতেও চান । অভিযোগ, সাব-ইন্সপেক্টর সেই অভিযোগ নিতে অস্বীকার করেন । উষসী লিখেছেন, “একই কারণে দুটি অভিযোগ নেওয়া আইনবিরুদ্ধ বলে অভিযোগ নেওয়া হয়নি ।" তাঁর প্রশ্ন, যখন কাউকে ঘিরে ধরে শ্লীলতাহানির চেষ্টা করা হয়, মারধর করা হয়, এমন কী মেরে ফেলার চেষ্টা করা হয়, কী করে তখন 100 মিটার দূরে থাকা থানা অন্য থানায় যাওয়ার কথা বলবে ? তাঁর দ্বিতীয় প্রশ্ন, "15 জন ছেলে হেলমেট ছাড়া বাইক চালিয়ে দক্ষিণ কলকাতায় ঘুরে বেড়াচ্ছে, কী করছিল ট্র্যাফিক পুলিশ?"
বিষয়টি নিয়ে DC সাউথ মিরাজ় খালিদ জানিয়েছেন, এই ধরনের একটি অভিযোগ এসেছে । গ্রেপ্তার করা হয়েছে সাতজনকে। ধৃতদের নাম শেখ রোহিত, ফারদিন খান, শেখ সাবির আলি, শেখ গণি, শেখ ইমরান আলি, শেখ ওয়াসিম, আতিফ খান মহম্মদ সমসাদ । তাদের সকলের বাড়ি প্রিন্স আনোয়ার শাহ রোড এলাকায় বলে জানা গেছে ।