কলকাতা, 23 অক্টোবর : দু'বছর পর ছাত্র সংসদ নির্বাচনের ঘোষণা করেছে যাদবপুর ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় । এই দুই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে প্রথমবার লড়াইয়ে নামছে ABVP । এই নির্বাচনে লড়ার জন্য সব দিক থেকে প্রস্তুত তাঁরা, জানালেন ABVP-র কলকাতা জেলা কমিটির সভাপতি মৃন্ময় দাস ।
মৃন্ময় দাস বলেন, "শুধু যাদবপুর বা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় নয়, রবীন্দ্রভারতী ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে । তৃণমূল ছাত্র পরিষদের চাপে ABVP সদস্যরা এই সমস্ত বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে কার্যকলাপ করতে পারছে না । কিন্তু রাজ্যের সবক'টি বিশ্ববিদ্যালয়ে গোপনে ইউনিট তৈরি করেছে ABVP । যারা প্রার্থী হবেন, তাঁরা তাঁদের তথ্য আমাদের কার্যালয়ে জমা করেছেন । বিশ্ববিদ্যালয়গুলিতে তৃণমূল ছাত্র পরিষদ মুক্ত করতে সাধারণ ছাত্রছাত্রীরা ABVP-র হয়ে লড়াই করতে প্রস্তুত । আমরা ঠিক সময় প্রার্থী তালিকা ঘোষণা করব । আমাদের সংগঠনের হয়ে যারা লড়াই করবেন, তাঁরা নির্দিষ্ট সময়ে মনোনয়ন জমা দেবেন ।"
স্বস্তিকা পত্রিকার সম্পাদক রন্তিদেব সেনগুপ্ত বলেন, "ABVP সবক'টি বিশ্ববিদ্যালয়ে লড়াই করবে সেটা ভালো সিদ্ধান্ত । এটা থেকে বোঝা যায় রাজ্যে ABVP শক্তি বেড়েছে । যাদবপুর, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় অতি বামপন্থী ছাত্রসংগঠনের দখলে আছে । এখানে ABVP লড়াই করছে মানে এই দুই বিশ্ববিদ্যালয়ে তারা সংগঠন শক্তিশালী করেছে । এই দুই বিশ্ববিদ্যালয়ে ABVP লড়াই করছে মানে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে ABVP-র গ্রহণযোগ্যতা বাড়ছে । এটা ভবিষ্যতে আরও বাড়বে । ABVP-কে নির্বাচনগুলিতে গুছিয়ে লড়তে হবে । আমার আশা এই নির্বাচনগুলিতে ABVP ভালো ফল করবে । বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করাটা সত্যি খুব ভালো সিদ্ধান্ত ।"