ETV Bharat / state

যাদবপুর, প্রেসিডেন্সিতে এই প্রথম প্রতিদ্বন্দ্বিতায় ABVP

স্বস্তিকা পত্রিকার সম্পাদক রন্তিদেব সেনগুপ্ত বলেন, "ABVP সবক'টি বিশ্ববিদ্যালয়ে লড়াই করবে সেটা ভালো সিদ্ধান্ত । এটা থেকে বোঝা যায় রাজ্যে ABVP শক্তি বেড়েছে । যাদবপুর, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় অতি বামপন্থী ছাত্রসংগঠনের দখলে আছে । এখানে ABVP লড়াই করছে মানে এই দুই বিশ্ববিদ্যালয়ে তারা সংগঠন শক্তিশালী করেছে । "

এবিভিপি
author img

By

Published : Oct 23, 2019, 10:01 AM IST

Updated : Oct 23, 2019, 11:41 AM IST

কলকাতা, 23 অক্টোবর : দু'বছর পর ছাত্র সংসদ নির্বাচনের ঘোষণা করেছে যাদবপুর ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় । এই দুই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে প্রথমবার লড়াইয়ে নামছে ABVP । এই নির্বাচনে লড়ার জন্য সব দিক থেকে প্রস্তুত তাঁরা, জানালেন ABVP-র কলকাতা জেলা কমিটির সভাপতি মৃন্ময় দাস ।

মৃন্ময় দাস বলেন, "শুধু যাদবপুর বা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় নয়, রবীন্দ্রভারতী ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে । তৃণমূল ছাত্র পরিষদের চাপে ABVP সদস্যরা এই সমস্ত বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে কার্যকলাপ করতে পারছে না । কিন্তু রাজ্যের সবক'টি বিশ্ববিদ্যালয়ে গোপনে ইউনিট তৈরি করেছে ABVP । যারা প্রার্থী হবেন, তাঁরা তাঁদের তথ্য আমাদের কার্যালয়ে জমা করেছেন । বিশ্ববিদ্যালয়গুলিতে তৃণমূল ছাত্র পরিষদ মুক্ত করতে সাধারণ ছাত্রছাত্রীরা ABVP-র হয়ে লড়াই করতে প্রস্তুত । আমরা ঠিক সময় প্রার্থী তালিকা ঘোষণা করব । আমাদের সংগঠনের হয়ে যারা লড়াই করবেন, তাঁরা নির্দিষ্ট সময়ে মনোনয়ন জমা দেবেন ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

স্বস্তিকা পত্রিকার সম্পাদক রন্তিদেব সেনগুপ্ত বলেন, "ABVP সবক'টি বিশ্ববিদ্যালয়ে লড়াই করবে সেটা ভালো সিদ্ধান্ত । এটা থেকে বোঝা যায় রাজ্যে ABVP শক্তি বেড়েছে । যাদবপুর, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় অতি বামপন্থী ছাত্রসংগঠনের দখলে আছে । এখানে ABVP লড়াই করছে মানে এই দুই বিশ্ববিদ্যালয়ে তারা সংগঠন শক্তিশালী করেছে । এই দুই বিশ্ববিদ্যালয়ে ABVP লড়াই করছে মানে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে ABVP-র গ্রহণযোগ্যতা বাড়ছে । এটা ভবিষ্যতে আরও বাড়বে । ABVP-কে নির্বাচনগুলিতে গুছিয়ে লড়তে হবে । আমার আশা এই নির্বাচনগুলিতে ABVP ভালো ফল করবে । বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করাটা সত্যি খুব ভালো সিদ্ধান্ত ।"

কলকাতা, 23 অক্টোবর : দু'বছর পর ছাত্র সংসদ নির্বাচনের ঘোষণা করেছে যাদবপুর ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় । এই দুই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে প্রথমবার লড়াইয়ে নামছে ABVP । এই নির্বাচনে লড়ার জন্য সব দিক থেকে প্রস্তুত তাঁরা, জানালেন ABVP-র কলকাতা জেলা কমিটির সভাপতি মৃন্ময় দাস ।

মৃন্ময় দাস বলেন, "শুধু যাদবপুর বা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় নয়, রবীন্দ্রভারতী ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে । তৃণমূল ছাত্র পরিষদের চাপে ABVP সদস্যরা এই সমস্ত বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে কার্যকলাপ করতে পারছে না । কিন্তু রাজ্যের সবক'টি বিশ্ববিদ্যালয়ে গোপনে ইউনিট তৈরি করেছে ABVP । যারা প্রার্থী হবেন, তাঁরা তাঁদের তথ্য আমাদের কার্যালয়ে জমা করেছেন । বিশ্ববিদ্যালয়গুলিতে তৃণমূল ছাত্র পরিষদ মুক্ত করতে সাধারণ ছাত্রছাত্রীরা ABVP-র হয়ে লড়াই করতে প্রস্তুত । আমরা ঠিক সময় প্রার্থী তালিকা ঘোষণা করব । আমাদের সংগঠনের হয়ে যারা লড়াই করবেন, তাঁরা নির্দিষ্ট সময়ে মনোনয়ন জমা দেবেন ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

স্বস্তিকা পত্রিকার সম্পাদক রন্তিদেব সেনগুপ্ত বলেন, "ABVP সবক'টি বিশ্ববিদ্যালয়ে লড়াই করবে সেটা ভালো সিদ্ধান্ত । এটা থেকে বোঝা যায় রাজ্যে ABVP শক্তি বেড়েছে । যাদবপুর, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় অতি বামপন্থী ছাত্রসংগঠনের দখলে আছে । এখানে ABVP লড়াই করছে মানে এই দুই বিশ্ববিদ্যালয়ে তারা সংগঠন শক্তিশালী করেছে । এই দুই বিশ্ববিদ্যালয়ে ABVP লড়াই করছে মানে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে ABVP-র গ্রহণযোগ্যতা বাড়ছে । এটা ভবিষ্যতে আরও বাড়বে । ABVP-কে নির্বাচনগুলিতে গুছিয়ে লড়তে হবে । আমার আশা এই নির্বাচনগুলিতে ABVP ভালো ফল করবে । বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করাটা সত্যি খুব ভালো সিদ্ধান্ত ।"

Intro:কলকাতা: দু'বছর পর ছাত্র সংসদ নির্বাচন এর ঘোষণা করেছে যাদবপুর ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। এবার এই দুই বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে লড়াই করবে এবিভিপি। ছাত্র সংসদ নির্বাচনে লড়ার জন্য সব রকম প্রস্তুতি এবিভিপি। এবিভিপি কলকাতার জেলা কমিটির সভাপতি মৃন্ময় দাস এই কথা জানিয়েছেন।


মৃন্ময় দাস বলেন, শুধু যাদবপুর বা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় নয়, রবীন্দ্রভারতী ও কলকাতা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে প্রস্তুতি শুরু হয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের চাপে এবিভিপি সদস্যরা এই সমস্ত বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে কার্যকলাপ করতে পারছে না। কিন্তু রাজ্যের সব কটি বিশ্ববিদ্যালয় গোপনে ইউনিট তৈরি করেছে এবিভিপি। যারা প্রার্থী হবেন তাদের ডকুমেন্ট আমাদের কার্যালয়ে জমা করেছে। বিশ্ববিদ্যালয়গুলিতে তৃণমূল ছাত্র পরিষদ মুক্ত করতে সাধারণ ছাত্র ছাত্রীরা এবিভিপি হয়ে লড়াই করতে প্রস্তুত আছে। আমরা ঠিক সময়ে প্রার্থী তালিকা ঘোষণা করব। আমাদের সংগঠনের যারা লড়াই করবে তারা নির্দিষ্ট সময়ে মনোনয়ন জমা দেবে বলেও তিনি জানিয়েছেন।

স্বস্তিকা পত্রিকার সম্পাদক রন্তিদেব সেনগুপ্ত বলেন," এবিভিপি সবকটি বিশ্ববিদ্যালয় লড়াই করবে সেটা ভালো সিদ্ধান্ত। এটা থেকে বোঝা যায় রাজ্যে এবিভিপি শক্তি বেড়েছে। যাদবপুর, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় অতি বামপন্থী ছাত্রসংগঠনের দখলে আছে । এখানে এবিপি লড়াই করছে মানে এই দুই বিশ্ববিদ্যালয় তারা সংগঠন শক্তিশালী করেছে। এই দুই বিশ্ববিদ্যালয় এবিভিপি লড়াই করছে মানে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে এবিভিপি গ্রহণযোগ্যতা বাড়ছে। এটা ভবিষ্যতে আরো বাড়বে। এবিভিপি কে নির্বাচনগুলিতে গুছিয়ে লড়তে হবে। আমার আশা এই নির্বাচনগুলিতে এবিভিপি ভালো ফল করবে। বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করাটা সত্যি খুব ভালো সিদ্ধান্ত।


Body:কপি


Conclusion:
Last Updated : Oct 23, 2019, 11:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.