কলকাতা, 3 এপ্রিল : লকডাউনের প্রথম 10 দিনে কলকাতায় গ্রেপ্তারের সংখ্যা প্রায় চার হাজার । পুলিশের এই সক্রিয়তার পরেও শিক্ষা হয়নি জনতার । এরপরেও অপ্রয়োজনে রাস্তায় বেরিয়েছে মানুষ । আর তাতে বাড়ছে কোরোনা সংক্রমণের আশঙ্কা । কলকাতা পুলিশ জানিয়ে দিয়েছে, আগামী দিনেও চেকিং জারি থাকবে । অপ্রয়োজনে রাস্তায় বেরোলে গ্রেপ্তার করা হবে ।
গ্রাফটা পড়তে শুরু করেছিল । 31 শে মার্চ কলকাতা শহরে গ্রেপ্তার হয় মাত্র 35 জন । ভাবা হয়েছিল, শৃঙ্খলা বাড়ছে জনতার । কিন্তু সেই ভাবনা ভুল ছিল । লকডাউনের দশম দিনে গ্রেপ্তারের সংখ্যা 980 । গত 10 দিনে কলকাতায় গ্রেপ্তার করা হয়েছে 3936 জনকে । এই সংখ্যাটা বিকেল পাঁচটা পর্যন্ত । রাতে সংখ্যাটা 4 হাজার ছাড়িয়েছে বলে পুলিশ সূত্রে খবর । লকডাউন ঘোষণার পর কলকাতায় সবথেকে বেশি গ্রেপ্তার করা হয়েছিল 24 মার্চ থেকে 25 মার্চ বিকেল পাঁচটা পর্যন্ত । ওই দিন গ্রেপ্তার করা হয় 1003 জনকে । তারপরেই সবচেয়ে বেশি গ্রেপ্তারের গতকাল হয়েছে ।
নভেল কোরোনা মোকাবিলায় আইসোলেশন অন্যতম পথ । সংক্রমণ ঠেকাতে জনবিচ্ছিন্ন করতে হবে নিজেকে । ভারতে সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই এমন সচেতনতামূলক প্রচার চালাচ্ছে রাজ্য সরকার । বলা হচ্ছে, যতটা সম্ভব ভিড় এড়িয়ে যেতে । পৃথিবীর অন্যান্য দেশের অভিজ্ঞতা বলছে, এভাবেই ছড়িয়েছে সংক্রমণ । আর তাই আগেভাগেই ব্যবস্থা নিয়েছিল রাজ্য সরকার । কিন্তু দেশবাসীর হুঁশ ফেরেনি । অন্তত মানুষের প্রয়োজনে-অপ্রয়োজনে রাস্তায় বের হওয়ার প্রবণতা তেমনটাই বলছে ।
সরকারি নির্দেশিকায় কাজ না হওয়ার পর নেওয়া হয়েছে কড়া ব্যবস্থা । কলকাতা সহ পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে অপ্রয়োজনে রাস্তায় বেরিয়ে ভিড় করছেন তারা । সেই সূত্রে তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 188 নম্বর ধারায় মামলা দায়ের করা হচ্ছে ।