কলকাতা, 2 জুলাই: 25তম জন্মদিনে নয়া ভাবনা নিল সায়েন্স সিটি । এবার সেখানে বসল সানডায়াল (Kolkata's First Sundial)। পার্কে বসল 50 ফুট ব্যাসের এক সূর্যঘড়ি । দিল্লির পর রাজ্যে এই প্রথম বসল এই অভিনব ঘড়ি ।
বহুদিন ধরেই আমোদ-প্রমোদে সাধারণ মানুষের মন জয় করেছে সায়েন্স সিটি । এবার তার বয়স হল 25 । সেই জন্মদিনে একাধিক নয়া উদ্যোগ নিয়ে আসল তারা । তারই মধ্যে এক ও অন্যান্য হল সানডায়াল । সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত নিখুঁত সময় দেবে এই ঘড়ি । সূর্যের দিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে নির্দিষ্ট দিক ও মাপ বুঝে বদলাবে এই ঘড়ির ছায়াপথ । পয়লা জুলাই সায়েন্স পার্কে এনসিএসএমের প্রাক্তন ডিজি শ্রী আইকে মুখোপাধ্যায় এই ঘড়ির উদ্বোধন করেন । সময় ছাড়াও এই ঘড়ির মাধ্যমে জানা যাবে পৃথিবী ও সূর্যের সঙ্গে সময়ের সংযোগ স্থাপন । ভারতের স্বাধীনতার 75 বছর উদযাপন অনুষ্ঠান, 'আজাদি কা অমৃত মহোৎসব'-এর লোগো দেখা যাবে এই সানডায়ালে ।
আরও পড়ুন : 5 হাজারের বেশি দর্শক পেল সায়েন্স সিটি আয়োজিত অনলাইন গণিত ক্লাস
এছাড়াও এইদিনের অনুষ্ঠানে একাধিক নতুন ভাবনা তারা প্রকাশ্যে এনেছে । ন্যাশনাল কাউন্সিল অফ সাইন্স মিউজিয়ামের ডিরেক্টর অরিজিৎ দত্ত চৌধুরী জানিয়েছেন, এটি অত্যন্ত গর্বের বিষয় যে ভারতে প্রথম সমাজের সেবায় সফলভাবে 25 বছর পূর্ণ করল কলকাতার সায়েন্স সিটি । তিনি বলেন, "25 বছর ধরে, সায়েন্স সিটি শুধুমাত্র শিক্ষা প্রদানের মাধ্যম হিসাবেই নয় বরং এটি যাদুঘর এবং বিজ্ঞান কেন্দ্রগুলির স্ব-নির্ভরতার জন্য একটি মডেলও তুলে ধরেছে । আমি খুশি যে এই ধরনের একটি বিজ্ঞান কেন্দ্র এনসিএসএম দ্বারা পরিচালিত হয় ।"