কলকাতা, 19 সেপ্টেম্বর: অবশেষে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসি ক্যামেরা লাগানোর কাজ শুরু হল । মঙ্গলবার সরকারি দফতর ওয়েবেলের কর্মীরা এসে পর্যবেক্ষণ করে গেলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা । প্রথমে ক্যাম্পাস ও হস্টেলের গেটগুলিতে ক্যামেরা বসানো হবে । তারপর ক্যাম্পাসের ভিতরে বেশ কয়েকটি জায়গায় ক্যামেরা বসানো হবে ।
কিছুদিন আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইসরোর প্রতিনিধিরা পরিদর্শন করে যান । তার আগে থেকেই ক্যামেরা বসানোর বেশ কিছু পরিকল্পনা নিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । সেইমতো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বুদ্ধদেব সাউ এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপকদের সঙ্গে একটি বৈঠক হয়েছে ওয়েবলের কর্মীদের । সেই সমস্ত আলোচনার পর মঙ্গলবার বিশ্ববিদ্যালয় চত্বর পরিদর্শনে আসেন ওয়েবেলের চারজন আধিকারিক ৷ তাঁরা ক্যাম্পাস পরিদর্শন করেন। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি গেট পরিদর্শন করে তাঁরা মেন হস্টেলে যান। তাঁদের সঙ্গে ছিলেন উপাচার্য এবং সহ-উপাচার্য । বলা যায় এক প্রকার হাতে-কলমে এদিন থেকেই শুরু হয়ে গেল কাজ ।
এদিন ক্যাম্পাসে এসে ইঞ্জিনিয়ারিং বিভাগের কাছে একটি চূড়ান্ত রিপোর্ট জমা দেন ওয়েবেলের আধিকারিকরা । যে যে জায়গায় ক্যামেরা বসবে ঘুরে দেখেন সেই জায়গাগুলিও । বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বুদ্ধদেব সাউ বলেন, "পুরো বিষয়টা ইঞ্জিনিয়ারিং বিভাগের অফিসাররা দেখছেন । তবে ওয়েবেল কাজ শুরু করলেও বিষয়টা সময়সাপেক্ষ । কারণ, জায়গা বেছে নেওয়া থেকে শুরু হবে কাজ । তারপর কারেন্টের লাইন করা হবে, দরকার পড়লে নতুন করে পোস্ট বসানো এবং শেষে একটা কন্ট্রোল রুম চালু করা হবে । আমি চার বা পাঁচ নম্বর গেটের কাছে কন্ট্রোল রুম বসানোর কথা বলেছি । বাকি আধিকারিকরা ঠিক করবেন ।"
আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গঠিত নতুন অ্যান্টি র্যাগিং কমিটি
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মোট 26টি সিসিটিভি ক্যামেরা বসানো হবে । তার মধ্যে বুলেট ক্যামেরা 21টি ও পাঁচটি এএনপিআর ক্যামেরা বসানো হবে । মোট বাজেট 37 লক্ষ 400 টাকা । এই প্রতিটি ক্যামেরা এআই প্রযুক্তির দ্বারা নিয়ন্ত্রিত করা হবে । এএনপিআর ক্যামেরা মূলত গেটগুলির মুখে বসানো হবে ৷ কোন গাড়ি, বাইক কী ঢুকছে সেগুলি নম্বর স্টোর করতে পারবে এই ক্যামেরা গুলি । হিউম্যান সার্ভেলেন্সের জন্য 10টি স্ট্র্যাটেজি পয়েন্টে প্রাক্তন সেনা অফিসার নিয়োগেরও ভাবনা রয়েছে ।