ETV Bharat / state

বেহালায় পুকুর ভরাটের অভিযোগ পেয়ে পরিদর্শনে যাবেন ফিরহাদ

দক্ষিণ কলকাতার বেহালায় আবর্জনা ফেলে পুকুর ভরাটের চেষ্টা চলছে ৷ পুকুরগুলো বন্ধ করে দিয়ে অবৈধ নির্মাণ তৈরি করার অভিযোগ করেছে স্থানীয় বাসিন্দারা ৷ এই অভিযোগ পাওয়ার পরই কলকাতা পৌরনিগমের প্রশাসক ফিরহাদ হাকিম সিদ্ধান্ত নেন আগামীকাল দুপুরে তিনি আধিকারিকদের নিয়ে পুকুর পরিদর্শনে যাবেন ।

author img

By

Published : Jun 28, 2020, 4:39 AM IST

Firhad Hakim will visit Behala
বেহালায় পুকুর পরিদর্শনে যাবেন ফিরহাদ হাকিম

কলকাতা, 28 জুন : কলকাতার পুকুরের অবস্থা শোচনীয়। অবৈধ নির্মাণের লক্ষ্যে পুকুরগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা চলছে । তাই পুকুরগুলোসংরক্ষণেরও দাবি নিয়ে একাধিক ফোন আসে কলকাতা পৌরনিগমের প্রশাসন ফিরহাদ হাকিমেরকাছে । কলকাতা পৌরনিগমের টক টু অ্যাডমিনিস্ট্রেটরে ফোনে পুকুরের বেহাল অবস্থানিয়ে অভিযোগ জানিয়েছেন শহরের বাসিন্দারা । ফোনের অভিযোগ পাওয়ার পরই এইপুকুরগুলো পরিদর্শনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা পৌরনিগমের প্রশাসক ফিরহাদহাকিম ।

দক্ষিণকলকাতার বেহালায় দুটি পুকুর বেহাল অবস্থায় পড়ে রয়েছে । এবং পুকুরগুলো বন্ধ করেদিয়ে অবৈধ নির্মাণ তৈরি করার অভিযোগ জানিয়েছেন এলাকার মানুষ । 126 নম্বর ওয়ার্ডের সরশুনা মহামায়া মাঠএলাকায় এক নাগরিক ফোন করে অভিযোগ করেন বাড়ির পাশে একটি পুকুর রয়েছে যা ক্রমশভরাট করা হচ্ছে । এই পুকুরটি এলাকার একমাত্র জলাশয় । এবং এই পুকুরটিতে ভরাট করেঅবৈধ নির্মাণ করার চেষ্টা চলছে এমনই অভিযোগ জানিয়েছেন ওই ব্যক্তি । এই অভিযোগপাওয়ার পরই ফিরহাদ হাকিম দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন । এবং পুকুরটি সম্পর্কেখোঁজ নিতে নির্দেশ দেন আধিকারিকদের ।

এরপরে121 নম্বরওয়ার্ড থেকে বেহালার পশুপতি ভট্টাচার্য্য রোডের এক বাসিন্দা ফোন করে অভিযোগ করেনতাদের এলাকায় একটি বড় পুকুর রয়েছে । সেই পুকুরটিতে আবর্জনা ফেলে বন্ধ করেদেওয়ার চেষ্টা চলছে । এলাকার কিছু অসাধু মানুষ চক্রান্ত করে এই পুকুর থেকে বন্ধকরে দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি । এই অভিযোগ পাওয়ার পরই ফিরহাদহাকিম সিদ্ধান্ত নেন আগামীকাল দুপুরে তিনি আধিকারিকদের নিয়ে এই দুটো পুকুরপরিদর্শনে যাবেন ।

এরপাশাপাশি এদিন কসবার 67 নম্বরথেকে এক ব্যক্তি ফোন করে অভিযোগ করেন তারা যেই আবাসন-কমপ্লেক্সে বসবাস করেন তাতেমোট 60 টিফ্ল্যাট রয়েছে । ওই ব্যক্তির অভিযোগে জানিয়েছেন অনেকবারই মিউটেশন করতে গেছেনকিন্তু কলকাতা পৌরনিগমের তরফ থেকে বলা হয়েছে ওই জমিটি খাটাল হিসেবে নথিভুক্তরয়েছে কলকাতা পৌরনিগমে । তাই ওই জমি আবাসনের জন্য মিউটেশন করা যাবে না । এর ফলেআবাসনের বাসিন্দারা সমস্যায় পড়েছেন । জমির মিউটেশন না হওয়ার ফলে কলকাতা পৌরসম্পত্তি কর জমা দিতে পারছেন না বাসিন্দারা । ফোনে এই অভিযোগ আসার পরেই ফিরহাদহাকিম পৌর আধিকারিকদের জিজ্ঞাসা করেন যদি খাটাল হিসেবেই দেখানো হয় তাহলে সেইজমিতে কিভাবে আবাসন তৈরি করা হল ।

এরইপাশাপাশি তিনি জানিয়েছেন আগামী শনিবার ওই আবাসনে পৌর আধিকারিকরা গিয়ে মিউটেশনক্যাম্প করবে । এবং ওই আবাসনের প্রত্যেক বাসিন্দা CC নথিপত্র নিয়ে আসবেন । এবং সে দিনইজমির মিউটেশন করে দেওয়া হবে ।

বেহালায় পুকুর ভরাটের অভিযোগ পেয়ে পরিদর্শনেযাবেন ফিরহাদ

কলকাতা, 28 জুন : কলকাতার পুকুরের অবস্থা শোচনীয়। অবৈধ নির্মাণের লক্ষ্যে পুকুরগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা চলছে । তাই পুকুরগুলোসংরক্ষণেরও দাবি নিয়ে একাধিক ফোন আসে কলকাতা পৌরনিগমের প্রশাসন ফিরহাদ হাকিমেরকাছে । কলকাতা পৌরনিগমের টক টু অ্যাডমিনিস্ট্রেটরে ফোনে পুকুরের বেহাল অবস্থানিয়ে অভিযোগ জানিয়েছেন শহরের বাসিন্দারা । ফোনের অভিযোগ পাওয়ার পরই এইপুকুরগুলো পরিদর্শনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা পৌরনিগমের প্রশাসক ফিরহাদহাকিম ।

দক্ষিণকলকাতার বেহালায় দুটি পুকুর বেহাল অবস্থায় পড়ে রয়েছে । এবং পুকুরগুলো বন্ধ করেদিয়ে অবৈধ নির্মাণ তৈরি করার অভিযোগ জানিয়েছেন এলাকার মানুষ । 126 নম্বর ওয়ার্ডের সরশুনা মহামায়া মাঠএলাকায় এক নাগরিক ফোন করে অভিযোগ করেন বাড়ির পাশে একটি পুকুর রয়েছে যা ক্রমশভরাট করা হচ্ছে । এই পুকুরটি এলাকার একমাত্র জলাশয় । এবং এই পুকুরটিতে ভরাট করেঅবৈধ নির্মাণ করার চেষ্টা চলছে এমনই অভিযোগ জানিয়েছেন ওই ব্যক্তি । এই অভিযোগপাওয়ার পরই ফিরহাদ হাকিম দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন । এবং পুকুরটি সম্পর্কেখোঁজ নিতে নির্দেশ দেন আধিকারিকদের ।

এরপরে121 নম্বরওয়ার্ড থেকে বেহালার পশুপতি ভট্টাচার্য্য রোডের এক বাসিন্দা ফোন করে অভিযোগ করেনতাদের এলাকায় একটি বড় পুকুর রয়েছে । সেই পুকুরটিতে আবর্জনা ফেলে বন্ধ করেদেওয়ার চেষ্টা চলছে । এলাকার কিছু অসাধু মানুষ চক্রান্ত করে এই পুকুর থেকে বন্ধকরে দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি । এই অভিযোগ পাওয়ার পরই ফিরহাদহাকিম সিদ্ধান্ত নেন আগামীকাল দুপুরে তিনি আধিকারিকদের নিয়ে এই দুটো পুকুরপরিদর্শনে যাবেন ।

এরপাশাপাশি এদিন কসবার 67 নম্বরথেকে এক ব্যক্তি ফোন করে অভিযোগ করেন তারা যেই আবাসন-কমপ্লেক্সে বসবাস করেন তাতেমোট 60 টিফ্ল্যাট রয়েছে । ওই ব্যক্তির অভিযোগে জানিয়েছেন অনেকবারই মিউটেশন করতে গেছেনকিন্তু কলকাতা পৌরনিগমের তরফ থেকে বলা হয়েছে ওই জমিটি খাটাল হিসেবে নথিভুক্তরয়েছে কলকাতা পৌরনিগমে । তাই ওই জমি আবাসনের জন্য মিউটেশন করা যাবে না । এর ফলেআবাসনের বাসিন্দারা সমস্যায় পড়েছেন । জমির মিউটেশন না হওয়ার ফলে কলকাতা পৌরসম্পত্তি কর জমা দিতে পারছেন না বাসিন্দারা । ফোনে এই অভিযোগ আসার পরেই ফিরহাদহাকিম পৌর আধিকারিকদের জিজ্ঞাসা করেন যদি খাটাল হিসেবেই দেখানো হয় তাহলে সেইজমিতে কিভাবে আবাসন তৈরি করা হল ।

এরইপাশাপাশি তিনি জানিয়েছেন আগামী শনিবার ওই আবাসনে পৌর আধিকারিকরা গিয়ে মিউটেশনক্যাম্প করবে । এবং ওই আবাসনের প্রত্যেক বাসিন্দা CC নথিপত্র নিয়ে আসবেন । এবং সে দিনইজমির মিউটেশন করে দেওয়া হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.