ETV Bharat / state

কোভ্যাকসিনের দ্বিতীয় ডোজ় নিলেন ফিরহাদ

ভারত বায়োটেকের তৈরি ভ্যাকসিন নতুন স্ট্রেন প্রতিরোধ করতে সক্ষম হবে, দ্বিতীয় দিনে কোরোনার পরীক্ষামূলক টিকা নেওয়ার পর জানিয়েছে ফিরহাদ হাকিম।

ফিরহাদ
ফিরহাদ
author img

By

Published : Dec 30, 2020, 6:40 PM IST

কলকাতা, 30 ডিসেম্বর : কোরোনা ভ্যাকসিনের দ্বিতীয় দফার পরীক্ষামূলক টিকা নিলেন পৌরমন্ত্রী তথা কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। এর আগে দুই ডিসেম্বর ভারতীয় বিজ্ঞানীদের তৈরি নাইসেডের কোরোনা ভ্যাকসিনের পরীক্ষামূলক টিকা নিয়েছিলেন তিনি। আজ 28 দিন পর দ্বিতীয় টিকা নিলেন পৌরমন্ত্রী। দেশীয় পদ্ধতিতে তৈরি ভারত বায়োটেকের এই ভ্যাকসিনের সাফল্য কামনা করে আজ ফিরহাদ হাকিম বলেন, "এই ভ্যাকসিন কার্যকরী হলে অনেক মানুষের জীবন বেঁচে যাবে। এমনি এই ভ্যাকসিন কোরোনার নতুন স্ট্রেনকেও প্রতিরোধ করতে সক্ষম।"

আজ দুপুর একটা নাগাদ বেলেঘাটায় নাইসেডের অফিসে আসেন ফিরহাদ হাকিম। প্রথম পরীক্ষামূলক টিকার 28 দিন পর আজ দ্বিতীয় দফার টিকা নেন। টিকা নেওয়ার পর তিনি জানান, "এখনও পর্যন্ত তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। কোনও উপসর্গ বা শারীরিক সমস্যা হয়নি। প্রথমবার টিকা নেওয়ার পর নাইসেড কর্তৃপক্ষ প্রতিদিন খবর নিয়েছে।" দ্বিতীয় দফার টিকা নেওয়ার পর পৌরমন্ত্রীকে নাইসডের পক্ষ থেকে আগামী কয়েকদিন সতর্ক থাকতে বলা হয়েছে। শারীরিক কোনও উপসর্গ বা পরিবর্তন হলে হাসপাতালে ভর্তির জন্য পৌরমন্ত্রী ফিরহাদ হাকিমকে পরামর্শ দিয়েছেন নাইসডের বিজ্ঞানীরা ।

ফিরহাদ হাকিম আজ বলেন, "দেশীয় ভ্যাকসিনের গুরুত্ব সবথেকে বেশি। একজন ভারতীয় হয়ে ভারতীয় ভ্যাকসিন নিতে পেরে আমি গর্বিত।" তিনি ফের একবার মন করিয়ে দিয়ে বলেন, কোরোনার সঙ্গে যাঁরা প্রতিনিয়ত যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তাঁদের সবাইকে আগে ভ্যাকসিন দেওয়া হবে। সেই তালিকায় রয়েছেন, স্বাস্থ্যকর্মী, ডাক্তার, নার্স, পুলিশকর্মী, জঞ্জাল সাফাই বিভাগের কর্মীরা ।

আরও পড়ুন : গণ টিকা করণের জন্য প্রস্তুত কলকাতা পৌরনিগম, জানালেন ফিরহাদ

প্রসঙ্গত, আজ সকালে কলকাতায় প্রথম কোরোনার নতুন স্ট্রেন ধরা পড়েছে । লন্ডন ফেরত এক যুবকের দেহে মিলেছে কোরোনা ভাইরাসের এই নতুন স্ট্রেন। এই পরিস্থিতিতে নাইসেডের নতুন এই ভ্যাকসিন যদি পরীক্ষামূলকভাবে সফল হয় তাহলে কোরোনা ভাইরাসের নতুন স্ট্রেনকে রুখতে সক্ষম হবে বলে দাবি করেছেন ফিরহাদ ৷ তিনি বলেন, "বায়োটেকের তৈরি এই ভ্যাকসিন সফল হলে কোরোনার নতুন স্ট্রেন প্রতিরোধ করতে পারবে ৷"

কলকাতা, 30 ডিসেম্বর : কোরোনা ভ্যাকসিনের দ্বিতীয় দফার পরীক্ষামূলক টিকা নিলেন পৌরমন্ত্রী তথা কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। এর আগে দুই ডিসেম্বর ভারতীয় বিজ্ঞানীদের তৈরি নাইসেডের কোরোনা ভ্যাকসিনের পরীক্ষামূলক টিকা নিয়েছিলেন তিনি। আজ 28 দিন পর দ্বিতীয় টিকা নিলেন পৌরমন্ত্রী। দেশীয় পদ্ধতিতে তৈরি ভারত বায়োটেকের এই ভ্যাকসিনের সাফল্য কামনা করে আজ ফিরহাদ হাকিম বলেন, "এই ভ্যাকসিন কার্যকরী হলে অনেক মানুষের জীবন বেঁচে যাবে। এমনি এই ভ্যাকসিন কোরোনার নতুন স্ট্রেনকেও প্রতিরোধ করতে সক্ষম।"

আজ দুপুর একটা নাগাদ বেলেঘাটায় নাইসেডের অফিসে আসেন ফিরহাদ হাকিম। প্রথম পরীক্ষামূলক টিকার 28 দিন পর আজ দ্বিতীয় দফার টিকা নেন। টিকা নেওয়ার পর তিনি জানান, "এখনও পর্যন্ত তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। কোনও উপসর্গ বা শারীরিক সমস্যা হয়নি। প্রথমবার টিকা নেওয়ার পর নাইসেড কর্তৃপক্ষ প্রতিদিন খবর নিয়েছে।" দ্বিতীয় দফার টিকা নেওয়ার পর পৌরমন্ত্রীকে নাইসডের পক্ষ থেকে আগামী কয়েকদিন সতর্ক থাকতে বলা হয়েছে। শারীরিক কোনও উপসর্গ বা পরিবর্তন হলে হাসপাতালে ভর্তির জন্য পৌরমন্ত্রী ফিরহাদ হাকিমকে পরামর্শ দিয়েছেন নাইসডের বিজ্ঞানীরা ।

ফিরহাদ হাকিম আজ বলেন, "দেশীয় ভ্যাকসিনের গুরুত্ব সবথেকে বেশি। একজন ভারতীয় হয়ে ভারতীয় ভ্যাকসিন নিতে পেরে আমি গর্বিত।" তিনি ফের একবার মন করিয়ে দিয়ে বলেন, কোরোনার সঙ্গে যাঁরা প্রতিনিয়ত যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তাঁদের সবাইকে আগে ভ্যাকসিন দেওয়া হবে। সেই তালিকায় রয়েছেন, স্বাস্থ্যকর্মী, ডাক্তার, নার্স, পুলিশকর্মী, জঞ্জাল সাফাই বিভাগের কর্মীরা ।

আরও পড়ুন : গণ টিকা করণের জন্য প্রস্তুত কলকাতা পৌরনিগম, জানালেন ফিরহাদ

প্রসঙ্গত, আজ সকালে কলকাতায় প্রথম কোরোনার নতুন স্ট্রেন ধরা পড়েছে । লন্ডন ফেরত এক যুবকের দেহে মিলেছে কোরোনা ভাইরাসের এই নতুন স্ট্রেন। এই পরিস্থিতিতে নাইসেডের নতুন এই ভ্যাকসিন যদি পরীক্ষামূলকভাবে সফল হয় তাহলে কোরোনা ভাইরাসের নতুন স্ট্রেনকে রুখতে সক্ষম হবে বলে দাবি করেছেন ফিরহাদ ৷ তিনি বলেন, "বায়োটেকের তৈরি এই ভ্যাকসিন সফল হলে কোরোনার নতুন স্ট্রেন প্রতিরোধ করতে পারবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.