ETV Bharat / state

Firhad Hakim slams Opposition: বিরোধীদের আক্রমণ করতে গিয়ে বেফাঁস ফিরহাদ ! - পঞ্চায়েত নির্বাচন

আবার কুকথা ! এবার বাম, বিজেপি, কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে বেফাঁস মন্তব্য ফিরহাদ হাকিমের (Firhad Hakim slams Opposition) ৷ কী বললেন তিনি ?

Firhad Hakim slams Opposition on Left Congress link up with BJP
ফাইল ছবি
author img

By

Published : Feb 12, 2023, 5:55 PM IST

বেফাঁস ফিরহাদ

কলকাতা, 12 ফেব্রুয়ারি: বিরোধীদের একযোগে রাজনৈতিক আক্রমণ করতে গিয়ে শালীনতার মাত্রা ছাড়ালেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim slams Opposition) ৷ বিরোধীদের কটাক্ষ করতে গিয়ে শারীরিক প্রতিবন্ধকতার মতো সংবেদনশীল বিষয়কে উপমা হিসাবে তুলে ধরলেন এই প্রবীণ রাজনীতিক !

ঠিক কী বলেছেন ফিরহাদ ?

রাজনৈতিক মহলের একাংশের দাবি, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে (WB Panchayat Election 2023) রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে হারাতে নাকি অলিখিত জোট গড়ছে বাম, কংগ্রেস ! যা আদতে বিজেপিকেই সাহায্য করবে ! কীভাবে কাজ করবে এই তথাকথিত জোট ? সূত্রের দাবি, বিজেপি যদি কোথাও প্রার্থী না-দিতে পারে, তাহলে সেই আসনে তৃণমূলের বিরুদ্ধে মাঠে নামবেন বামফ্রন্ট অথবা কংগ্রেসের প্রার্থীরা ! রবিবার এ নিয়ে সরাসরি প্রশ্ন করা হয় ফিরহাদ হাকিমকে ৷ জবাবে তিনি বলেন, "এটা তো জানাই ছিল ৷ ধরুন একটা লোকের পা নেই ৷ আর এরও পা নেই ৷ তাই দুই ল্যাংড়া হাত ধরাধরি করে হাঁটার চেষ্টা করছে ৷ কিন্তু, এসব করে কোনও লাভ নেই ৷ আমাদের স্পিডের সঙ্গে পেরে উঠবে না ৷ মানুষ সব বুঝে গিয়েছে ৷ আজ যে বাম, কাল সে-ই রাম ৷ এসব অলিখিত জোট করে ভোট পাওয়া যাবে না ৷"

আরও পড়ুন: ডিএ দাবিতে আমরণ অনশন, আন্দোলনকারীদের বেনজির আক্রমণ ফিরহাদের

প্রসঙ্গত, রাম-বাম জোটের অভিযোগ তৃণমূল কংগ্রেসের তরফে নতুন করা হচ্ছে না ৷ বহুবার তাতে কংগ্রেসকেও জুড়ে দেওয়া হয়েছে ৷ তাছাড়া, শুধুমাত্র অভিযোগ কেন ? পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে প্রকাশ্য়েই ভোটের ময়দানে নেমেছে রাম-বাম জোট ৷ এমনকী, সেই সমবায় নির্বাচনে তৃণমূলকে হারিয়ে জয় ছিনিয়েও নিয়েছে তারা ৷ তারপর বিজেপির রাজ্য নেতাদের গলাতেও 'নন্দকুমার মডেল'-এর কথা শোনা গিয়েছে ! যদিও পরবর্তীতে আর এই মডেল খুব একটা কার্যকর হয়নি ৷

এই প্রেক্ষাপটে তৃণমূল কংগ্রেসের একজন প্রথম সারির নেতা রাম-বাম-কং জোট নিয়ে সমালোচনা বা কটাক্ষ করবেন, সেটাই স্বাভাবিক ৷ কিন্তু সেটা করতে গিয়ে পা না-থাকার মতো শারীরিক প্রতিবন্ধকতাকে নমুনা হিসাবে তুলে ধরা উচিত নয় বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল ৷ যদিও অনেকে আবার বলছেন, ইদানিংকালে রাজনৈতিক আক্রমণের নামে ব্যক্তিগতস্তরে কাদা ছোড়াছুড়ি, শালীনতার তোয়াক্কা না-করা কার্যত রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে ৷ সেখানে ফিরহাদের এদিনের মন্তব্যে খুব একটা অবাক হওয়ার কিছু নেই !

বেফাঁস ফিরহাদ

কলকাতা, 12 ফেব্রুয়ারি: বিরোধীদের একযোগে রাজনৈতিক আক্রমণ করতে গিয়ে শালীনতার মাত্রা ছাড়ালেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim slams Opposition) ৷ বিরোধীদের কটাক্ষ করতে গিয়ে শারীরিক প্রতিবন্ধকতার মতো সংবেদনশীল বিষয়কে উপমা হিসাবে তুলে ধরলেন এই প্রবীণ রাজনীতিক !

ঠিক কী বলেছেন ফিরহাদ ?

রাজনৈতিক মহলের একাংশের দাবি, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে (WB Panchayat Election 2023) রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে হারাতে নাকি অলিখিত জোট গড়ছে বাম, কংগ্রেস ! যা আদতে বিজেপিকেই সাহায্য করবে ! কীভাবে কাজ করবে এই তথাকথিত জোট ? সূত্রের দাবি, বিজেপি যদি কোথাও প্রার্থী না-দিতে পারে, তাহলে সেই আসনে তৃণমূলের বিরুদ্ধে মাঠে নামবেন বামফ্রন্ট অথবা কংগ্রেসের প্রার্থীরা ! রবিবার এ নিয়ে সরাসরি প্রশ্ন করা হয় ফিরহাদ হাকিমকে ৷ জবাবে তিনি বলেন, "এটা তো জানাই ছিল ৷ ধরুন একটা লোকের পা নেই ৷ আর এরও পা নেই ৷ তাই দুই ল্যাংড়া হাত ধরাধরি করে হাঁটার চেষ্টা করছে ৷ কিন্তু, এসব করে কোনও লাভ নেই ৷ আমাদের স্পিডের সঙ্গে পেরে উঠবে না ৷ মানুষ সব বুঝে গিয়েছে ৷ আজ যে বাম, কাল সে-ই রাম ৷ এসব অলিখিত জোট করে ভোট পাওয়া যাবে না ৷"

আরও পড়ুন: ডিএ দাবিতে আমরণ অনশন, আন্দোলনকারীদের বেনজির আক্রমণ ফিরহাদের

প্রসঙ্গত, রাম-বাম জোটের অভিযোগ তৃণমূল কংগ্রেসের তরফে নতুন করা হচ্ছে না ৷ বহুবার তাতে কংগ্রেসকেও জুড়ে দেওয়া হয়েছে ৷ তাছাড়া, শুধুমাত্র অভিযোগ কেন ? পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে প্রকাশ্য়েই ভোটের ময়দানে নেমেছে রাম-বাম জোট ৷ এমনকী, সেই সমবায় নির্বাচনে তৃণমূলকে হারিয়ে জয় ছিনিয়েও নিয়েছে তারা ৷ তারপর বিজেপির রাজ্য নেতাদের গলাতেও 'নন্দকুমার মডেল'-এর কথা শোনা গিয়েছে ! যদিও পরবর্তীতে আর এই মডেল খুব একটা কার্যকর হয়নি ৷

এই প্রেক্ষাপটে তৃণমূল কংগ্রেসের একজন প্রথম সারির নেতা রাম-বাম-কং জোট নিয়ে সমালোচনা বা কটাক্ষ করবেন, সেটাই স্বাভাবিক ৷ কিন্তু সেটা করতে গিয়ে পা না-থাকার মতো শারীরিক প্রতিবন্ধকতাকে নমুনা হিসাবে তুলে ধরা উচিত নয় বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল ৷ যদিও অনেকে আবার বলছেন, ইদানিংকালে রাজনৈতিক আক্রমণের নামে ব্যক্তিগতস্তরে কাদা ছোড়াছুড়ি, শালীনতার তোয়াক্কা না-করা কার্যত রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে ৷ সেখানে ফিরহাদের এদিনের মন্তব্যে খুব একটা অবাক হওয়ার কিছু নেই !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.