ETV Bharat / state

Firhad Hakim Slams CBI: রবীন্দ্রজয়ন্তীর আগে নোবেল বিতর্কে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে কটাক্ষ ফিরহাদের - Firhad Hakim Slams CBI on Nobel Theft controversy

রবীন্দ্রজয়ন্তীর প্রাক্কালে ফের নোবেল বিতর্কে উস্কানি দিলেন মন্ত্রী ফিরহাদ। বললেন, 'দেশের সবচেয়ে বেশি কর্মদক্ষ সংস্থা চুরি হওয়া নোবেল এখনও উদ্ধার করতে পারল না।'

Firhad Hakim Slams CBI
ফাইল ছবি
author img

By

Published : May 8, 2023, 11:07 PM IST

নোবেল বিতর্কে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে কটাক্ষ ফিরহাদের

কলকাতা, 8 মে: সোমবার হাওড়ার বেলগাছিয়া এলাকার ভাগাড়ে হাওড়া পৌরনিগমের বায়োমাইনিং প্রকল্পের উদ্বোধনের অনুষ্ঠানে এসেছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ সেখানেই রবীন্দ্রজয়ন্তীর আগের দিনে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে কটাক্ষ করলেন তিনি। বললেন, "দেশের সবচেয়ে বেশি কর্মদক্ষ সংস্থা চুরি হওয়া নোবেল এখনও উদ্ধার করতে পারল না।"

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পাশাপাশি রাজ্যের বিরোধী দল বিজেপিকে কটাক্ষ করে ফিরহাদ বলেন, "যারা সহজপাঠ আর বর্ণপরিচয় কে লিখেছিলেন সেটা জানেন না, তাঁরা এই বাংলাতে কীভাবে রাজনীতি করবে?" এছাড়াও মন্ত্রী আরও কটাক্ষ করে বলেন, "রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে জন্মেছিলেন, যারা একথা বলে তাদের দ্বারা বাংলার রাজনীতি হবে না।" পাশাপাশি বিজেপিকে বেনিয়া পার্টি বলেও ব্যঙ্গ করেন রাজ্যের মন্ত্রী। তিনি বলেন, "এটা বাংলার মানুষের দুর্ভাগ্য ৷ এতবছর তদন্ত করেও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এখনও চুরি যাওয়া নোবেল উদ্ধার করতে পারল না।"

মঙ্গলবার কলকাতার সায়েন্স সিটিতে দেশের গৃহমন্ত্রী অমিত শাহের সভা প্রসঙ্গে তিনি বলেন, "2024 সালে ভোট তাই অমিত শাহ আসছেন। ভোট মিটে গেলে আবার রবীন্দ্রনাথকে ভুলে যাবেন।" তিনি আরও জানান, যদি তার কাছে আবেদন করা হত তাহলে কলকাতা পৌরনিগম ওই অনুষ্ঠানের বিনোদন কর ছাড় দিত। কেউ আবেদন করেননি তাই পৌরনিগমের আইনের বাইরে গিয়ে ছাড় দেওয়ার প্রশ্ন নেই। তিনি বিজেপিকে ফের কটাক্ষ করে বলেন, "যারা শুধু ভোটের কথা ভেবে রবীন্দ্রনাথেকে নিয়ে রাজনীতি করছেন তাঁরা কোনওদিন কবিগুরুকে ভালোবাসতে পারবেন না। আর তাই এরা কোনওদিন বাংলার মানুষের হৃদয়ে স্থান পাবেন না।"

আরও পড়ুন: গুরুদেবে বুঁদ অনুপম এড়ালেন অমর্ত্যের নোবেল সংক্রান্ত প্রশ্ন

যদিও মন্ত্রীর বক্তব্যকে একহাত নিয়ে বিজেপি রাজ্য সম্পাদক উমেশ রাই অভিযোগ করেন, এই ফিরহাদ হাকিমই মেটিয়াবুরুজকে মিনি পাকিস্তানের আখ্যা দিয়েছিলেন। তিনি আরও অভিযোগ করে বলেন, "যারা এই রাজ্যে মা'কে আম্মা আর পিতাকে আব্বা বলা বাঙালির সংস্কৃতি বলে দাবি করেন তাঁরা রবীন্দ্রনাথ আর বিদ্যাসাগরকে কী বুঝবেন?" উমেশ জানান, যার যেমন চিন্তাভাবনা সে সেভাবেই কথা বলে। তাই 'কয়লা ভাইপো' পঞ্চায়েতের আগে দলের ত্রুটি-বিচ্যুতি ঠিক করতে দুই মাস ধরে গ্রামে গ্রামে ঘুরছেন। এরা বিভেদের রাজনীতি করেন আর বিজেপি সকলের উন্নতিতে সকলের বিশ্বাসকে পাথেয় করে এগিয়ে চলতে চাইছে ৷

নোবেল বিতর্কে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে কটাক্ষ ফিরহাদের

কলকাতা, 8 মে: সোমবার হাওড়ার বেলগাছিয়া এলাকার ভাগাড়ে হাওড়া পৌরনিগমের বায়োমাইনিং প্রকল্পের উদ্বোধনের অনুষ্ঠানে এসেছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ সেখানেই রবীন্দ্রজয়ন্তীর আগের দিনে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে কটাক্ষ করলেন তিনি। বললেন, "দেশের সবচেয়ে বেশি কর্মদক্ষ সংস্থা চুরি হওয়া নোবেল এখনও উদ্ধার করতে পারল না।"

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পাশাপাশি রাজ্যের বিরোধী দল বিজেপিকে কটাক্ষ করে ফিরহাদ বলেন, "যারা সহজপাঠ আর বর্ণপরিচয় কে লিখেছিলেন সেটা জানেন না, তাঁরা এই বাংলাতে কীভাবে রাজনীতি করবে?" এছাড়াও মন্ত্রী আরও কটাক্ষ করে বলেন, "রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে জন্মেছিলেন, যারা একথা বলে তাদের দ্বারা বাংলার রাজনীতি হবে না।" পাশাপাশি বিজেপিকে বেনিয়া পার্টি বলেও ব্যঙ্গ করেন রাজ্যের মন্ত্রী। তিনি বলেন, "এটা বাংলার মানুষের দুর্ভাগ্য ৷ এতবছর তদন্ত করেও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এখনও চুরি যাওয়া নোবেল উদ্ধার করতে পারল না।"

মঙ্গলবার কলকাতার সায়েন্স সিটিতে দেশের গৃহমন্ত্রী অমিত শাহের সভা প্রসঙ্গে তিনি বলেন, "2024 সালে ভোট তাই অমিত শাহ আসছেন। ভোট মিটে গেলে আবার রবীন্দ্রনাথকে ভুলে যাবেন।" তিনি আরও জানান, যদি তার কাছে আবেদন করা হত তাহলে কলকাতা পৌরনিগম ওই অনুষ্ঠানের বিনোদন কর ছাড় দিত। কেউ আবেদন করেননি তাই পৌরনিগমের আইনের বাইরে গিয়ে ছাড় দেওয়ার প্রশ্ন নেই। তিনি বিজেপিকে ফের কটাক্ষ করে বলেন, "যারা শুধু ভোটের কথা ভেবে রবীন্দ্রনাথেকে নিয়ে রাজনীতি করছেন তাঁরা কোনওদিন কবিগুরুকে ভালোবাসতে পারবেন না। আর তাই এরা কোনওদিন বাংলার মানুষের হৃদয়ে স্থান পাবেন না।"

আরও পড়ুন: গুরুদেবে বুঁদ অনুপম এড়ালেন অমর্ত্যের নোবেল সংক্রান্ত প্রশ্ন

যদিও মন্ত্রীর বক্তব্যকে একহাত নিয়ে বিজেপি রাজ্য সম্পাদক উমেশ রাই অভিযোগ করেন, এই ফিরহাদ হাকিমই মেটিয়াবুরুজকে মিনি পাকিস্তানের আখ্যা দিয়েছিলেন। তিনি আরও অভিযোগ করে বলেন, "যারা এই রাজ্যে মা'কে আম্মা আর পিতাকে আব্বা বলা বাঙালির সংস্কৃতি বলে দাবি করেন তাঁরা রবীন্দ্রনাথ আর বিদ্যাসাগরকে কী বুঝবেন?" উমেশ জানান, যার যেমন চিন্তাভাবনা সে সেভাবেই কথা বলে। তাই 'কয়লা ভাইপো' পঞ্চায়েতের আগে দলের ত্রুটি-বিচ্যুতি ঠিক করতে দুই মাস ধরে গ্রামে গ্রামে ঘুরছেন। এরা বিভেদের রাজনীতি করেন আর বিজেপি সকলের উন্নতিতে সকলের বিশ্বাসকে পাথেয় করে এগিয়ে চলতে চাইছে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.