ETV Bharat / state

"বিজেপি কাপুরুষ" মন্তব্য ফিরহাদের - "বিজেপি কাপুরুষ" মন্তব্য ফিরহাদ হাকিমের

বিজেপি নোংরা রাজনীতি করে ৷ বিজেপি কাপুরুষ ৷ ভোটের আগে সিবিআই তেড়েফঁড়ে ওঠে ৷ ভোট চলে গেলে আবার ঘুমিয়ে পড়ে ৷ বিজেপি সিবিআই , ইডিকে ব্যবহার করছে ৷ এইভাবেই একের পর এক বাক্যবাণে বিজেপিকে বিদ্ধ করেন কলকাতার নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷

ফিরহাদ হাকিম
ফিরহাদ হাকিম
author img

By

Published : Feb 21, 2021, 8:05 PM IST

কলকাতা, 21 ফেব্রুয়ারি : বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, তেড়েফুঁড়ে রাজনৈতিক ময়দানে নেমে পড়েছে প্রতিটি রাজনৈতিক দল ৷ ক্ষমতা দখলের লড়াইয়ে এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ ৷

আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কয়লাকাণ্ডে নোটিস দিতে তৃণমূল যুব সভাপতির বাড়িতে যান সিবিআই আধিকারিকরা । তারপর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয় তরজা ৷ এ-প্রসঙ্গে কলকাতার নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানান," এই ঘটনা অত্যন্ত অন্যায় , ঘৃণ্য ৷ ভোটের আগে সিবিআই , ইডি সক্রিয় হয়ে যায় ৷ আগেও ঠিক ভোটের আগে আমাদের উপর নারদা , সারদার অভিযোগ এসেছিল ৷ একটা ভোট থেকে আর একটা ভোট গেল , সবাই ঘুমিয়ে পড়ল ৷ এখন আবার নতুন নাটক ৷ "

বিজেপিকে তুলোধনা ফিরহাদ হাকিমের

বিজেপিকে হঁশিয়ারি দিয়ে তাঁর মন্তব্য," বিজেপি যদি বাপের ব্যাটা হয় তাহলে সামনে এসে রাজনৈতিকভাবে মোকাবিলা করুক ৷ এইভাবে মা বোনেদের টেনে মোকাবিলা নয় ৷ কারণ মহিলাদের নিয়ে কাপুরুষরা মোকাবিলা করে ৷ বিজেপি কাপুরুষ ৷ তাই এইভাবে বিজেপি সিবিআই , ইডিকে ব্যবহার করছে ৷ "

গতকাল বিজেপি যুবমোর্চা নেত্রী পামেলা গোস্বামীর গ্রেফতার প্রসঙ্গে তাঁর মত," পামেলার অভিযোগের ভিত্তিতে পুলিশের নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন ৷ "

বাংলায় প্রধানমন্ত্রীর বিভিন্ন সভায় কর্মীদের বাস আটকে দেওয়ার অভিযোগ উঠেছে বারবার ৷ সে-প্রসঙ্গে ফিরহাদের দাবি," নাড্ডা, অমিত শাহর সভা ফাঁকা গিয়েছে ৷ তাই প্রধানমন্ত্রীর সামনে বাহানা দিয়ে বর্গিসাহেব নিজের চাকরি বাঁচানোর চেষ্টা করছে ৷ "

আরও পড়ুন : এভাবে মাথানত করানো যাবে না, সিবিআই নোটিস নিয়ে প্রতিক্রিয়া অভিষেকের

আব্বাস সিদ্দিকির সঙ্গে বাম-কংগ্রেস জোট নিয়ে ফিরহাদ স্পষ্টকথা ," আমরা যেকোনও সাম্প্রদায়িক শক্তির বিরূদ্ধে ৷ ধর্ম নিষ্ঠার জন্য ৷ মনকে পরিষ্কার করার জন্য ৷ ফুরফুরা শরিফে আমরা যাই নিজেদের আত্মার শুদ্ধিকরণের জন্য ৷ তাঁদের বংশের কেউ যদি রাজনীতি করেন, তবে তা দুর্ভাগ্যের ৷ "

কলকাতা, 21 ফেব্রুয়ারি : বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, তেড়েফুঁড়ে রাজনৈতিক ময়দানে নেমে পড়েছে প্রতিটি রাজনৈতিক দল ৷ ক্ষমতা দখলের লড়াইয়ে এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ ৷

আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কয়লাকাণ্ডে নোটিস দিতে তৃণমূল যুব সভাপতির বাড়িতে যান সিবিআই আধিকারিকরা । তারপর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয় তরজা ৷ এ-প্রসঙ্গে কলকাতার নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানান," এই ঘটনা অত্যন্ত অন্যায় , ঘৃণ্য ৷ ভোটের আগে সিবিআই , ইডি সক্রিয় হয়ে যায় ৷ আগেও ঠিক ভোটের আগে আমাদের উপর নারদা , সারদার অভিযোগ এসেছিল ৷ একটা ভোট থেকে আর একটা ভোট গেল , সবাই ঘুমিয়ে পড়ল ৷ এখন আবার নতুন নাটক ৷ "

বিজেপিকে তুলোধনা ফিরহাদ হাকিমের

বিজেপিকে হঁশিয়ারি দিয়ে তাঁর মন্তব্য," বিজেপি যদি বাপের ব্যাটা হয় তাহলে সামনে এসে রাজনৈতিকভাবে মোকাবিলা করুক ৷ এইভাবে মা বোনেদের টেনে মোকাবিলা নয় ৷ কারণ মহিলাদের নিয়ে কাপুরুষরা মোকাবিলা করে ৷ বিজেপি কাপুরুষ ৷ তাই এইভাবে বিজেপি সিবিআই , ইডিকে ব্যবহার করছে ৷ "

গতকাল বিজেপি যুবমোর্চা নেত্রী পামেলা গোস্বামীর গ্রেফতার প্রসঙ্গে তাঁর মত," পামেলার অভিযোগের ভিত্তিতে পুলিশের নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন ৷ "

বাংলায় প্রধানমন্ত্রীর বিভিন্ন সভায় কর্মীদের বাস আটকে দেওয়ার অভিযোগ উঠেছে বারবার ৷ সে-প্রসঙ্গে ফিরহাদের দাবি," নাড্ডা, অমিত শাহর সভা ফাঁকা গিয়েছে ৷ তাই প্রধানমন্ত্রীর সামনে বাহানা দিয়ে বর্গিসাহেব নিজের চাকরি বাঁচানোর চেষ্টা করছে ৷ "

আরও পড়ুন : এভাবে মাথানত করানো যাবে না, সিবিআই নোটিস নিয়ে প্রতিক্রিয়া অভিষেকের

আব্বাস সিদ্দিকির সঙ্গে বাম-কংগ্রেস জোট নিয়ে ফিরহাদ স্পষ্টকথা ," আমরা যেকোনও সাম্প্রদায়িক শক্তির বিরূদ্ধে ৷ ধর্ম নিষ্ঠার জন্য ৷ মনকে পরিষ্কার করার জন্য ৷ ফুরফুরা শরিফে আমরা যাই নিজেদের আত্মার শুদ্ধিকরণের জন্য ৷ তাঁদের বংশের কেউ যদি রাজনীতি করেন, তবে তা দুর্ভাগ্যের ৷ "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.