Intro:বিজেপি একটি উন্মাদ দল। যেকেউ এলে পতাকা ধরে নাচানাচি শুরু করে দেয়। গতকাল অভিনেত্রী অঞ্জু ঘোষ বিজেপিতে যোগদান করেন। অঞ্জু ঘোষের যোগদান কে নিয়ে আজ এই মন্তব্য করেন মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম। আগে দেখে নেওয়া উচিত ছিল অঞ্জু কোন দেশের। বিজেপি এখন যে অবস্থায় পড়েছে তাই একে ওকে দলে ঢোকাচ্ছে। আসলে এদের কোন ব্যক্তিত্ব নেই বলে মন্তব্য করেন তিনি।
কলকাতা, 7 জুন : যে কেউ এলে পতাকা ধরিয়ে নাচানাচি শুরু করে দেয় । BJP উন্মাদের দল । অভিনেত্রী অঞ্জু ঘোষের BJP-তে যোগদান নিয়ে এই মন্তব্য করলেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম ।
বুধবার BJP-তে যোগদান করেন 'বেদের মেয়ে জ্যোৎস্না' খ্যাত অভিনেত্রী অঞ্জু ঘোষ । BJP-তে যোগদানের পরই তাঁর এই দেশের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠেছে । এইবার সেই ঘটনায় মন্তব্য করলেন ফিরহাদ।
তিনি বলেন " BJP উন্মাদের দল । যারা উন্মাদের মতো কাজ করে । যে কেউ এলে পতাকা ধরিয়ে নাচানাচি শুরু করে দেয়। তারা জানেই না তাদের দলে কোন দেশের নাগরিক আছে । যদি ফরেন সেল থাকে সেখানে নিতে পারে । দিলীপ ঘোষ কী ভাবে নেবে ।"
এর আগে লোকসভা ভোটে তৃণমূলের প্রচারে বাংলাদেশের দুই অভিনেতা ফিরদৌস এবং নুরের যোগদান নিয়ে রাজনৈতিক চাপানউতোর হয় । তা নিয়ে বিতর্কও তৈরি হয় । দুই অভিনেতাকে ভারত ছাড়ার নির্দেশ দেয় বিদেশমন্ত্রক । তৃণমূলের প্রচারে বাংলাদেশি অভিনেতার প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন, প্রচার করেনি । যারা প্রচার করেছিল, তাদের সাথী হয়েছিল ।
Conclusion:বিজেপি এখন লোক পাচ্ছে না। দল তৈরি হয়ে গেছে কিন্তু নেতৃত্ব দেওয়ার দলের নেতা নেই। তাই এখন যাকে পাচ্ছে তাকেই দলে ঢোকাচ্ছে।