কলকাতা, 20 ডিসেম্বর: সম্প্রতি রাজ্যে ঘুরে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) । তিনি রাজ্যে এসে বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন । এবার তাঁর সঙ্গে দেখা করতে দিল্লি পৌঁছেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ।
"এসব করে আগামী পঞ্চায়েত ভোটে কোনও লাভ হবে না বিজেপির", কটাক্ষ রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের (Firhad Hakim) ।
পঞ্চায়েত ভোট (Panchayat Election) কবে হবে তার দিন এখনও ঠিক হয়নি । তবে অঘোষিতভাবে পঞ্চায়েত নির্বাচনের জন্য রাজনৈতিক দল থেকে শুরু করে প্রশাসনিক পর্যায়ে তৎপরতা শুরু হয়ে গিয়েছে । সূত্রের খবর, বঙ্গে এসে অমিত শাহ বামেদের ভোট বৃদ্ধি কেন হচ্ছে, তার কারণ দেখে ভোট ক্ষয় ঠেকাতে মাঠে নামতে বলেন । একই সঙ্গে রাজ্যে আগামিদিনে কী ইস্যু হবে বা কোন পথে আন্দোলন এগোবে, সব নিয়ে কথাবার্তা বলতেই দিল্লি গিয়েছেন শুভেন্দু-সুকান্তরা । এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ।
সোমবার শুভেন্দু-সুকান্তদের দিল্লি যাওয়া নিয়ে সাংবাদিকদের উত্তরে ফিরহাদ বলেন, "মন্ত্রীদের সঙ্গে দেখা করে এবং ইডি, সিবিআই দিয়ে কিছু লাভ হবে না । ক'টা মানুষের উপকার করেছে বিজেপি, মানুষ তাদের ভোট দেবে ৷ এই সহজ কথাটা বিজেপি বুঝতে পারছে না ।"
আরও পড়ুন: বঙ্গ বিজেপিকে শাহী ভোকাল টনিক, মঙ্গলবার দিল্লিতে শুভেন্দু-সুকান্তকে ডাকলেন অমিত
আসানসোলের পদপৃষ্ট হওয়ার ঘটনা নিয়ে জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari) তৃণমূলের দিকে আঙুল তোলেন । বিজেপি নেতা বলেন, "এটা বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্র ৷" এদিন তারও পালটা দিলেন ফিরহাদ ৷ তিনি বলেন, "শুধু কম্বলের লোভ দেখিয়ে কেন এতগুলো গরিব মানুষকে নিয়ে যাওয়া হল সেখানে । ভিড় নিয়ন্ত্রণে যদি সেচ্ছাসেবক না থাকে, কেন পুলিশের অনুমতি নেয়নি ?"
আরও পড়ুন: পদপিষ্ট হওয়ার ঘটনা তৃণমূলের ষড়যন্ত্র, দাবি জিতেন্দ্র'র