কলকাতা, 14 জানুয়ারি: কলকাতার অনেক জায়গায় ভাঙছে গঙ্গাপাড়। ভাঙন ঠেকাতে বন্দরের উদাসীনতার অভিযোগ এনেও আলোচনা ইতিবাচক হয়েছে, বলে জানালেন কলকাতার মেয়র ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। কলকাতার অনেকাংশে ভাঙছে পাড় তার মধ্যে জগন্নাথ ঘাট-সহ অনেক জায়গা আছে। বহু ক্ষেত্রে আটকে গিয়েছে জল প্রকল্পের কাজ। এই জল প্রকল্পে ভাঙন ঠেকিয়েছে কলকাতা কর্পোরেশন। গঙ্গার ভাঙন আটকানোর মূল দায়িত্ব বন্দর কর্তৃপক্ষের। তবে সেকাজ তারা করছে না বলেই অভিযোগ কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের।
জগন্নাথ ঘাট থেকে শুরু করে গঙ্গার ধারে একাধিক ছোট ছোট ঘাট অনেকদিন ধরেই রক্ষণাবেক্ষণের অভাবে ভেঙে পড়ছে। এনিয়ে শনিবার কলকাতা পৌরনিগমে এক বৈঠক হয় ৷ ওই বৈঠকের পর কলকাতার মেয়র তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ফের একবার কেন্দ্রের অসহযোগিতার কথা তুলে ধরেন ৷ তিনি বলেন, "কেন্দ্র শিট পাইলিং বা গঙ্গা ভাঙনের কাজের জন্য কোনও টাকা দিচ্ছে না।"
উল্লেখ্য, মালদা, মুর্শিদাবাদ বিঘের পর বিঘে গঙ্গার গ্রাসে চলে গেলেও কেন্দ্র বা রাজ্য যে যাই বলুক কাজের কাজ কেউ করছে না। মানুষ ভিটে হারিয়েছেন। তবে কলকাতার অবস্থা তেমন না-হলেও বহু জায়গায় গঙ্গাপাড় ভাঙছে। সেগুলো ঠিক করতে রাজ্য বা কেন্দ্রীয় সরকার উদ্যোগ না-নিলে বড় বিপদের মুখে দাঁড়াতে পারেন কলকাতাবাসী। যদিও এর আগে বন্দর, কর্পোরেশন, নৌ-সেনা মিলিতভাবে গঙ্গা পরিদর্শন করেন ৷ গঙ্গাপাড়ে ম্যানগ্রোভ লাগানোর সিদ্ধান্তও হয় ৷ কিন্তু তার বাস্তবায়ন অবশ্য এখনও দেখা যায়নি।
আলোচনা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফিরহাদ জানান, ভাঙন ঠেকাবে বন্দর কর্তৃপক্ষ। আমরা ঘাটগুলো মেরামত করে দেব। তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না। তারা রাজনীতি করছে। যতদিন এই সরকার ক্ষমতা থেকে যাবে না ততদিন মানুষের সমস্যার সমাধান হবে না। এদিন ঘাট নিয়ে মেয়র বলেন, "আমরা বন্দরের সঙ্গে আলোচনা করেছি। ঘাট আমরা করব। কিন্তু ভাঙন তারা আটকাবে। আমাদের বহু ক্ষেত্রে ভাঙনের জেরে কাজ করতে অসুবিধা হচ্ছে। আমরা লোহার পাত বসিয়ে কিছুটা ভাঙন আটকেছি ৷" তবে শেষমেশ গতকালের আলোচনা ইতিবাচক হলেও তা টেবিল থেকে কবে বাস্তবায়ন হয় সেটাই এখন দেখার।
আরও পড়ুন: