ETV Bharat / state

Cyclone Sitrang: চোখ রাঙাচ্ছে সিত্রাং ! পরিস্থিতি মোকাবিলায় একের পর এক বৈঠক মেয়রের - KMC

ধেয়ে আসছে সিত্রাং ঘূর্ণিঝড় (Cyclone Sitrang) ৷ পরিস্থিতি মোকাবিলায় কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷

Firhad Hakim Meeting on Cyclone Sitrang at Kolkata Municipal Corporation
Cyclone Sitrang
author img

By

Published : Oct 21, 2022, 8:12 PM IST

কলকাতা, 21 অক্টোবর: বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ঘনীভূত হয়ে যদি তা সিত্রাং ঘূর্ণিঝড়ে (Cyclone Sitrang) পরিণত হয়, তাহলে সেই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গের উপকূল এলাকা ছুঁয়ে যেতে পারে ৷ এমনটাই আশংকা করছেন আবহবিদরা ৷ এর জেরে কলকাতাতেও ঝড়, বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ ক্ষতিগ্রস্ত হবে উপকূলবর্তী অন্য জেলাগুলিও ৷ সেক্ষেত্রে বিপর্যয় মোকাবিলা কোন পথে করা হবে, তা নিয়ে উপকূলের পৌরসভাগুলির সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক করলেন রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷ একইসঙ্গে কলকাতায় দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হলে সেটাই বা কীভাবে সামাল দেওয়া হবে, তা নিয়ে কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) আধিকারিকদের সঙ্গে চূড়ান্ত প্রস্ততি বৈঠক করলেন তিনি ৷

সূত্রের দাবি, সাগরের বুকে ক্রমশ শক্তিশালী হচ্ছে নিম্নচাপ ৷ এর ফলে উপকূলবর্তী এলাকায় দুর্যোগের পরিস্থিতি তৈরি হচ্ছে ক্রমশ ৷ পরিস্থিতি সামাল শুক্রবার সকালেই নবান্নে বৈঠক করেছেন মুখ্যসচিব ৷ এরপরই কলকাতা পৌরনিগমের আধিকারিকদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক সারেন মেয়র ৷ ছিলেন পৌরকমিশনার বিনোদ কুমার-সহ সংশ্লিষ্ট সমস্ত বিভাগের ডিজি-রা ৷

আরও পড়ুন: ধেয়ে আসছে সিত্রাং ! কোমর বেঁধে তৈরি নবান্ন

বৈঠকের শেষে মেয়র জানান, "সমস্ত পাম্পিং স্টেশন খোলা থাকবে ৷ যেসমস্ত জায়গায় জল জমে, সেইসব জায়গায় পোর্টেবল পাম্প রাখা হবে ৷ যেসব পাম্পিং স্টেশনে পাম্প বন্ধ রয়েছে, সেগুলি সব আগেভাগেই চালিয়ে দেখে নিতে হবে ৷ শহরের সমস্ত বিপজ্জনক বহুতল থেকে বাসিন্দাদের পুলিশের সাহায্যে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হবে ৷ আলো ও বিদ্যুৎ বিভাগকে সিইএসসি-র সঙ্গে যৌথভাবে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ করতে বলা হয়েছে ৷ বিপজ্জনক বাড়ির কাছে মাইকিং করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ যাতে আশপাশ ফাঁকা করে দেওয়া হয় ৷ যে সমস্ত এলাকা জলমগ্ন হয়ে যায়, সেখানে পুজো মণ্ডপের কাছে কোনও জায়গায় পাম্প রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷ ভরা কোটালের জন্য আগামী 26 ও 27 অক্টোবর প্রতিমা নিরঞ্জন বন্ধ থাকবে ৷"

ফিরহাদ আরও জানান, "আমাদের কাছে যা খবর রয়েছে, সেই অনুসারে দুই 24 পরগনায় ঘূর্ণিঝড়ের সবথেকে বেশি প্রভাব পড়তে পারে ৷ কলকাতায় বড় হোর্ডিং খুলে রাখতে বলা হয়েছে ৷ আগামী সোমবার এবং মঙ্গলবার পৌরকর্মীদের ছুটি বাতিল করা হতে পারে। শনিবার বিকেলের মধ্যেই তা জানিয়ে দেওয়া হবে ৷ কলকাতায় মোট 280টি পাম্প চালানো হবে ৷ পোর্টেবল পাম্প তৈরি থাকবে আরও 439টি ৷"

উল্লেখ্য, এদিন বসিরহাট, কাঁথি, দিঘা, হলদিয়া, ডায়মন্ড হারবার, জয়নগর ও টাকি পৌরসভার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন ফিরহাদ ৷ বিপর্যয় মোকাবিলায় সুস্পষ্ট পরিকল্পনা করেন সকলে মিলে ৷

কলকাতা, 21 অক্টোবর: বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ঘনীভূত হয়ে যদি তা সিত্রাং ঘূর্ণিঝড়ে (Cyclone Sitrang) পরিণত হয়, তাহলে সেই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গের উপকূল এলাকা ছুঁয়ে যেতে পারে ৷ এমনটাই আশংকা করছেন আবহবিদরা ৷ এর জেরে কলকাতাতেও ঝড়, বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ ক্ষতিগ্রস্ত হবে উপকূলবর্তী অন্য জেলাগুলিও ৷ সেক্ষেত্রে বিপর্যয় মোকাবিলা কোন পথে করা হবে, তা নিয়ে উপকূলের পৌরসভাগুলির সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক করলেন রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷ একইসঙ্গে কলকাতায় দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হলে সেটাই বা কীভাবে সামাল দেওয়া হবে, তা নিয়ে কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) আধিকারিকদের সঙ্গে চূড়ান্ত প্রস্ততি বৈঠক করলেন তিনি ৷

সূত্রের দাবি, সাগরের বুকে ক্রমশ শক্তিশালী হচ্ছে নিম্নচাপ ৷ এর ফলে উপকূলবর্তী এলাকায় দুর্যোগের পরিস্থিতি তৈরি হচ্ছে ক্রমশ ৷ পরিস্থিতি সামাল শুক্রবার সকালেই নবান্নে বৈঠক করেছেন মুখ্যসচিব ৷ এরপরই কলকাতা পৌরনিগমের আধিকারিকদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক সারেন মেয়র ৷ ছিলেন পৌরকমিশনার বিনোদ কুমার-সহ সংশ্লিষ্ট সমস্ত বিভাগের ডিজি-রা ৷

আরও পড়ুন: ধেয়ে আসছে সিত্রাং ! কোমর বেঁধে তৈরি নবান্ন

বৈঠকের শেষে মেয়র জানান, "সমস্ত পাম্পিং স্টেশন খোলা থাকবে ৷ যেসমস্ত জায়গায় জল জমে, সেইসব জায়গায় পোর্টেবল পাম্প রাখা হবে ৷ যেসব পাম্পিং স্টেশনে পাম্প বন্ধ রয়েছে, সেগুলি সব আগেভাগেই চালিয়ে দেখে নিতে হবে ৷ শহরের সমস্ত বিপজ্জনক বহুতল থেকে বাসিন্দাদের পুলিশের সাহায্যে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হবে ৷ আলো ও বিদ্যুৎ বিভাগকে সিইএসসি-র সঙ্গে যৌথভাবে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ করতে বলা হয়েছে ৷ বিপজ্জনক বাড়ির কাছে মাইকিং করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ যাতে আশপাশ ফাঁকা করে দেওয়া হয় ৷ যে সমস্ত এলাকা জলমগ্ন হয়ে যায়, সেখানে পুজো মণ্ডপের কাছে কোনও জায়গায় পাম্প রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷ ভরা কোটালের জন্য আগামী 26 ও 27 অক্টোবর প্রতিমা নিরঞ্জন বন্ধ থাকবে ৷"

ফিরহাদ আরও জানান, "আমাদের কাছে যা খবর রয়েছে, সেই অনুসারে দুই 24 পরগনায় ঘূর্ণিঝড়ের সবথেকে বেশি প্রভাব পড়তে পারে ৷ কলকাতায় বড় হোর্ডিং খুলে রাখতে বলা হয়েছে ৷ আগামী সোমবার এবং মঙ্গলবার পৌরকর্মীদের ছুটি বাতিল করা হতে পারে। শনিবার বিকেলের মধ্যেই তা জানিয়ে দেওয়া হবে ৷ কলকাতায় মোট 280টি পাম্প চালানো হবে ৷ পোর্টেবল পাম্প তৈরি থাকবে আরও 439টি ৷"

উল্লেখ্য, এদিন বসিরহাট, কাঁথি, দিঘা, হলদিয়া, ডায়মন্ড হারবার, জয়নগর ও টাকি পৌরসভার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন ফিরহাদ ৷ বিপর্যয় মোকাবিলায় সুস্পষ্ট পরিকল্পনা করেন সকলে মিলে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.