কলকাতা, 10 জানুয়ারি: সন্দেশখালিকাণ্ডের থেকেও বড় বিলকিস বানোর ঘটনা ৷ তবে তা নিয়ে কেউ সরব নয় ৷ বললেন রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ এ প্রসঙ্গে কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যপালকে একহাত নেন তিনি ৷
সন্দেশখালিতে তল্লাশি অভিযানে গিয়ে ইডি আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনায় ইতিমধ্যেই রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও ডিজি-কে তলব করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । এই নিয়ে আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকও রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে । সে প্রসঙ্গেই কেন্দ্রীয় সরকার ও রাজ্যপালকে তীব্র ভাষায় আক্রমণ করলেন রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ।
তিনি বলেন, এই ঘটনার থেকেও অনেক বড় ঘটনা বিলকিস বানোর । সেটা নিয়ে কারও কোনও হইচই নেই । মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র বলেছেন ৷ ফিরহাদের কথায়, "স্বরাষ্ট্রমন্ত্রক অমন রিপোর্ট রোজ চায় । রোজ দেওয়া হয় । ওরা চায় আমরা দিয়ে দিই । আমরা কোনও অন্যায় করি না । অন্যায় প্রশ্রয় দিই না ।" রাজ্যপালের তলব করা নিয়ে ফিরহাদ বলেন, "তাঁকে তো এসব করতে হবে ৷ তিনি তো উত্তরপ্রদেশ নিয়ে বলতে পারবেন না ।"
এর পরেই ফিরহাদ বলেন, "যে কোনও অন্যায় ঘটনা আমরা সমর্থন করি না । কিন্তু তার থেকে অনেক বড় ঘটনা বিলকিস বানোর ঘটনা । যেখানে গণধর্ষণে অভিযুক্তদের বিজেপি সরকার ছেড়ে দিল ৷ সুপ্রিম কোর্ট থেকে আটকাতে হল ৷ সেই ব্যাপারে কেউ আওয়াজ তুলল না । একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আওয়াজ তুলেছেন । মহিলাদের কাছে বেদনাদায়ক ধর্ষকদের যে ভাবে গায়ের জোরে বিজেপি সরকার ছেড়ে দিয়েছিল, এখানে এমন হলে হইহই হয়ে যেত । সুপ্রিম কোর্ট ছিল বলে সেই অভিযুক্তদের ফের জেলে যেতে হবে । কোনও অফিসারের মাথা ফাটানো সমর্থন করি না ৷ তবে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ এই ঘটনা । নরেন্দ্র মোদির রাজ্যে কীভাবে এমন হয় । সুপ্রিম কোর্টকে ধন্যবাদ । তারা নারীর সম্মান ফিরিয়ে দিয়েছেন ।"
প্রসঙ্গত, সামনেই লোকসভা নির্বাচন ৷ আর রাজনৈতিক মহলের মতে, লোকসভাকে পাখির চোখ করেই ফের জেলায় জেলায় সফরে যাচ্ছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে ফিরহাদ বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় নিয়মিত ভাবেই জেলাগুলিতে প্রশাসনিক বৈঠক করতে যান । লোকসভার জন্য যাচ্ছেন তেমন নয় । লোকসভা নিয়ে দল প্রস্তুত ।"
আরও পড়ুন: