কলকাতা, 30 অক্টোবর: ছট উপলক্ষে বিজেপি ও তৃণমূল দুই তরফেই ঢিল ছোড়া দূরত্বে মঞ্চ বাঁধা হয়েছে খিদিরপুরে । এলাকায় ছট ব্রতীদের শুভেচ্ছা জানিয়ে দুই দলের তরফেই ফ্লেক্স ও ব্যানার লাগানো হয়েছিল । তবে বিজেপির অভিযোগ, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে স্বাগত জানিয়ে যে ফ্লেক্স লাগানো হয় তা তৃণমূলের দুষ্কৃতীরা খুলে ফেলে দেয় । এই নিয়ে এলাকায় উত্তেজনা ছড়ায় । বিজেপির তরফে থানায় অভিযোগ দায়ের করা হয় (BJP complain against TMC) ।
তবে তৃণমূলের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) । বিষয়টিকে পাত্তা দিতে চাননি তিনি ৷ এদিন ফিরহাদ হাকিম বলেন, "বিজেপির কাজ হল অভিযোগ করা ।" বিজেপি নেতৃত্বের দাবি, সন্ত্রাস বাহিনী এই অঞ্চলের হিন্দিভাষী মানুষের উপর আক্রমণ করেছে । শুভেন্দু অধিকারী স্বাগত জানিয়ে লাগানো ব্যানার শনিবার রাতে ছিঁড়ে দিয়ে সেই জায়গায় এক তৃণমূল নেতার ছবি লাগানো হয়েছে ৷ বিষয়টিকে ধর্মীয় ও রাজনৈতিক সন্ত্রাস হিসেবেই দেখছে গেরুয়া শিবির ৷ দোষীদের গ্রেফতারির দাবি জানিয়েছে তারা ৷
আরও পড়ুন: গুজরাতে কেজরিকে 'চোর' স্লোগান, বাংলার ছায়া দেখছেন বাম নেতা
বিজেপির অভিযোগকে অবশ্য এদিন গুরুত্ব না-দিয়ে ফিরহাদ জানিয়েছেন, ধর্মীয় সন্ত্রাসের কোনও জায়গা এখানে নেই (Firhad Hakim criticises BJP)৷ এখানে ছট পুজোয় 2 দিন ছুটি দেওয়া হয়, বিহারে 1 দিন ৷ তবে সিপিএম, কংগ্রেসের মতে বিহারের প্রসঙ্গ টেনে ঘুরিয়ে বিজেপি'কেই ইন্ধন দিচ্ছে তৃণমূল ৷ কারণ বিহারে এখন বিজেপি বিরোধী নীতীশ কুমারের সরকার ৷ তাদের দাবি, এর আগেও রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি প্রার্থীর পক্ষে কিছুটে সুর নরম করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বলেছিলেন, দ্রৌপদী মুর্মুর বিষয়টি আগে জানলে ভেবে দেখতেন ৷ বিষয়টিকে বিজেপি-তৃণমূল বোঝাপড়া হিসেবেই দেখছে বাকি বিরোধীরা ৷