কলকাতা, 23 অক্টোবর : বন্ধ রেকর্ড রুম থেকে ধোঁয়া বের হওয়ার জেরে সপ্তমীর বিকেলে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ল ইনফেকশাস ডিজ়িজ়েস অ্যান্ড বেলেঘাটা জেনেরাল (ID&BG) হাসপাতাল বা বেলেঘাটা আইডিতে । হাসপাতালের কর্মীদের চেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে । কোনও হতাহতের খবর নেই । তবে, রেকর্ড রুমের কী ক্ষতি হয়েছে, কর্তৃপক্ষ তা খতিয়ে দেখছে ।
দীর্ঘদিন ধরে একাধিক ফাইল জমা হয়ে রয়েছে সেখানকার রেকর্ড রুমে । সেই সব ফাইল ডিজিটালাইজ়ড করার কাজ চলছে । ফলে রেকর্ড রুমটি এখন বন্ধ রয়েছে । আজ বিকেল সাড়ে চারটে নাগাদ রেকর্ড রুম থেকে আচমকা ধোঁয়া বের হতে দেখা যায় । বিষয়টি প্রথমে নজরে আসে হাসপাতালের কর্মীদের । খবর দেওয়া হয় দমকল এবং পুলিশে । খবর পেয়ে বেলেঘাটা আইডিতে পৌঁছে যায় দমকলের দুটি ইঞ্জিন । তবে দমকলের দু'টি ইঞ্জিন ঘটনাস্থানে পৌঁছানোর আগে রেকর্ড রুমের আগুনের উৎস খুঁজে আগুন নেভানোর কাজ শুরু করে দেন হাসপাতালের কর্মীরা । শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ।
পুজোর মধ্য়ে বন্ধ রয়েছে এই রেকর্ড রুম । এখানে বহুদিনের পুরোনো রেকর্ড রয়েছে । শর্ট সার্কিট থেকে রেকর্ড রুমে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের ৷ তবে আগুন লাগার আসল কারণ খতিয়ে দেখবে ফরেনসিক ডিপার্টমেন্ট। এদিকে এই আগুনের জেরে রেকর্ড রুমের কত কী ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখছে বেলেঘাটা আইডি কর্তৃপক্ষ ।
বন্ধ রেকর্ড রুম থেকে ধোঁয়া, বেলেঘাটা ID-তে আগুন আতঙ্ক - বেলেঘাটা আইডি
দীর্ঘদিন ধরে একাধিক ফাইল জমা হয়ে রয়েছে সেখানকার রেকর্ড রুমে । সেই সব ফাইল ডিজিটালাইজ়ড করার কাজ চলছে । ফলে রেকর্ড রুমটি এখন বন্ধ রয়েছে । আজ বিকেল সাড়ে চারটে নাগাদ রেকর্ড রুম থেকে আচমকা ধোঁয়া বের হতে দেখা যায় ।
কলকাতা, 23 অক্টোবর : বন্ধ রেকর্ড রুম থেকে ধোঁয়া বের হওয়ার জেরে সপ্তমীর বিকেলে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ল ইনফেকশাস ডিজ়িজ়েস অ্যান্ড বেলেঘাটা জেনেরাল (ID&BG) হাসপাতাল বা বেলেঘাটা আইডিতে । হাসপাতালের কর্মীদের চেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে । কোনও হতাহতের খবর নেই । তবে, রেকর্ড রুমের কী ক্ষতি হয়েছে, কর্তৃপক্ষ তা খতিয়ে দেখছে ।
দীর্ঘদিন ধরে একাধিক ফাইল জমা হয়ে রয়েছে সেখানকার রেকর্ড রুমে । সেই সব ফাইল ডিজিটালাইজ়ড করার কাজ চলছে । ফলে রেকর্ড রুমটি এখন বন্ধ রয়েছে । আজ বিকেল সাড়ে চারটে নাগাদ রেকর্ড রুম থেকে আচমকা ধোঁয়া বের হতে দেখা যায় । বিষয়টি প্রথমে নজরে আসে হাসপাতালের কর্মীদের । খবর দেওয়া হয় দমকল এবং পুলিশে । খবর পেয়ে বেলেঘাটা আইডিতে পৌঁছে যায় দমকলের দুটি ইঞ্জিন । তবে দমকলের দু'টি ইঞ্জিন ঘটনাস্থানে পৌঁছানোর আগে রেকর্ড রুমের আগুনের উৎস খুঁজে আগুন নেভানোর কাজ শুরু করে দেন হাসপাতালের কর্মীরা । শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ।
পুজোর মধ্য়ে বন্ধ রয়েছে এই রেকর্ড রুম । এখানে বহুদিনের পুরোনো রেকর্ড রয়েছে । শর্ট সার্কিট থেকে রেকর্ড রুমে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের ৷ তবে আগুন লাগার আসল কারণ খতিয়ে দেখবে ফরেনসিক ডিপার্টমেন্ট। এদিকে এই আগুনের জেরে রেকর্ড রুমের কত কী ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখছে বেলেঘাটা আইডি কর্তৃপক্ষ ।