ETV Bharat / state

খিদিরপুর বস্তিতে আগুন, পুড়ল 15টি ঝুপড়ি - Fire in slum

খিদিরপুরের বাবুবাজারে বস্তিতে আগুন লেগে পুড়ল 15টি ঝুপড়ি ৷ ঘটনাস্থানে আসে দমকলের 10টি ইঞ্জিন ৷ প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বস্তিতে ৷

বস্তিতে আগুন
author img

By

Published : Aug 8, 2019, 2:29 PM IST

Updated : Aug 8, 2019, 5:45 PM IST

খিদিরপুর, 8 অগাস্ট : খিদিরপুরের বাবুবাজারে বস্তিতে আগুন লেগে পুড়ল 15টি ঝুপড়ি ৷ ঘটনাস্থানে আসে দমকলের 10টি ইঞ্জিন ৷ হতাহতের কোনও খবর নেই ৷ প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বস্তিতে ৷

দমকল সূত্রে খবর, আজ বেলা 12টা নাগাদ খিদিরপুরের কাঁটাপুকুর সংলগ্ন ওই বস্তিতে আগুন লাগে ৷ প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রা ৷ হুকিং করে বাবুবাজার বস্তির ঝুপড়িগুলোতে বিদ্যুতের সংযোগ নেওয়া হয় ৷ ঝুপড়ির সাপোর্ট দেওয়ার জন্য ব্যবহৃত বাঁশের খুঁটি ৷ সেই খুঁটিতেই পাওয়ার প্লাগ লাগানো ছিল ৷ বৃষ্টির জেরে ঝুপড়ির সব খুঁটিই ভিজে যায় ৷ আজ সকালে খুঁটিতে লাগানো পাওয়ার প্লাগ পয়েন্টে মোবাইল চার্জে বসাতেই শর্ট সার্কিট থেকে আগুন ধরে যায় ৷ নিমেষের মধ্যে চক্ররেলের খিদিরপুর স্টেশনের এলিভেটেড লাইনের নিচে থাকা বাবুবাজার বস্তির 15টি ঝুপড়ি পুড়ে যায় ৷ ওই বস্তিতে ঝুপড়ির সংখ্যা 300টি ৷ কিন্তু স্থানীয়দের তৎপরতায় আগুন বেশি ছড়িয়ে পড়তে পারেনি ৷

খবর পেয়েই ঘটনাস্থানে আসে দমকলের 10টি ইঞ্জিন ৷ কিন্তু বাবুবাজার সংলগ্ন ওই বস্তি এলাকা ঘিঞ্জি হওয়ার কারণে দমকলের ইঞ্জিন সেখানে প্রবেশ করতে পারেনি ৷ সেই সঙ্গে কার্ল মার্কস সরণির একদিকে জল জমে থাকায় দু'দিকের যান চলাচলের জন্য একটিমাত্র লেন ব্যবহার করা হচ্ছে ৷ ফলে যানজটে কারণেও ঘটনাস্থানে ঢুকতে পারেনি দমকলের ইঞ্জিন ৷ পরে বেলা 1টা নাগাদ দমকলের 10টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷ ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে ৷
দমকলের DG জগমোহন বলেন, "বস্তি এলাকা জানতে পেরে অনেকগুলো ইঞ্জিন পাঠানো হয় ৷ দক্ষতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় ৷ আরও বড় ক্ষতি হতে পারত ৷ ঘটনার তদন্ত করা হবে ৷ " আগামীকাল ঘটনাস্থান পরিদর্শন করে নমুনা সংগ্রহ করবে ফরেনসিক দল ৷

ভিডিয়োয় DG ফায়ারের বক্তব্য

খিদিরপুর, 8 অগাস্ট : খিদিরপুরের বাবুবাজারে বস্তিতে আগুন লেগে পুড়ল 15টি ঝুপড়ি ৷ ঘটনাস্থানে আসে দমকলের 10টি ইঞ্জিন ৷ হতাহতের কোনও খবর নেই ৷ প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বস্তিতে ৷

দমকল সূত্রে খবর, আজ বেলা 12টা নাগাদ খিদিরপুরের কাঁটাপুকুর সংলগ্ন ওই বস্তিতে আগুন লাগে ৷ প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রা ৷ হুকিং করে বাবুবাজার বস্তির ঝুপড়িগুলোতে বিদ্যুতের সংযোগ নেওয়া হয় ৷ ঝুপড়ির সাপোর্ট দেওয়ার জন্য ব্যবহৃত বাঁশের খুঁটি ৷ সেই খুঁটিতেই পাওয়ার প্লাগ লাগানো ছিল ৷ বৃষ্টির জেরে ঝুপড়ির সব খুঁটিই ভিজে যায় ৷ আজ সকালে খুঁটিতে লাগানো পাওয়ার প্লাগ পয়েন্টে মোবাইল চার্জে বসাতেই শর্ট সার্কিট থেকে আগুন ধরে যায় ৷ নিমেষের মধ্যে চক্ররেলের খিদিরপুর স্টেশনের এলিভেটেড লাইনের নিচে থাকা বাবুবাজার বস্তির 15টি ঝুপড়ি পুড়ে যায় ৷ ওই বস্তিতে ঝুপড়ির সংখ্যা 300টি ৷ কিন্তু স্থানীয়দের তৎপরতায় আগুন বেশি ছড়িয়ে পড়তে পারেনি ৷

খবর পেয়েই ঘটনাস্থানে আসে দমকলের 10টি ইঞ্জিন ৷ কিন্তু বাবুবাজার সংলগ্ন ওই বস্তি এলাকা ঘিঞ্জি হওয়ার কারণে দমকলের ইঞ্জিন সেখানে প্রবেশ করতে পারেনি ৷ সেই সঙ্গে কার্ল মার্কস সরণির একদিকে জল জমে থাকায় দু'দিকের যান চলাচলের জন্য একটিমাত্র লেন ব্যবহার করা হচ্ছে ৷ ফলে যানজটে কারণেও ঘটনাস্থানে ঢুকতে পারেনি দমকলের ইঞ্জিন ৷ পরে বেলা 1টা নাগাদ দমকলের 10টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷ ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে ৷
দমকলের DG জগমোহন বলেন, "বস্তি এলাকা জানতে পেরে অনেকগুলো ইঞ্জিন পাঠানো হয় ৷ দক্ষতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় ৷ আরও বড় ক্ষতি হতে পারত ৷ ঘটনার তদন্ত করা হবে ৷ " আগামীকাল ঘটনাস্থান পরিদর্শন করে নমুনা সংগ্রহ করবে ফরেনসিক দল ৷

ভিডিয়োয় DG ফায়ারের বক্তব্য
Intro:

খিদিরপুরের বাবুবাজার বস্তিতে আগুন। ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন। ঘিঞ্জি এলাকা হওযায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা।

আগুন নিয়ে চিন্তার কোন কারন নেই।।।আগুন নিয়ন্ত্রনে।।।আমরা কাজ চালাচ্ছি।।।
প্রাথমিক প্রতিক্রিয়া দমকল মন্ত্রী সুজিত বসুর।।।Body:

খিদিরপুরের বাবুবাজার বস্তিতে আগুন। ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন। ঘিঞ্জি এলাকা হওযায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা।

আগুন নিয়ে চিন্তার কোন কারন নেই।।।আগুন নিয়ন্ত্রনে।।।আমরা কাজ চালাচ্ছি।।।
প্রাথমিক প্রতিক্রিয়া দমকল মন্ত্রী সুজিত বসুর।।।Conclusion:

খিদিরপুরের বাবুবাজার বস্তিতে আগুন। ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন। ঘিঞ্জি এলাকা হওযায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা।

আগুন নিয়ে চিন্তার কোন কারন নেই।।।আগুন নিয়ন্ত্রনে।।।আমরা কাজ চালাচ্ছি।।।
প্রাথমিক প্রতিক্রিয়া দমকল মন্ত্রী সুজিত বসুর।।।
Last Updated : Aug 8, 2019, 5:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.