কলকাতা, 8 জুন : পার্ক স্ট্রিটে (Park Street) এপিজে ভবনে (Apeejay House) আগুন ৷ ঘটনাস্থলে দমকলের দশটি ইঞ্জিন ৷ মনে করা হচ্ছে বহুতলের পাঁচতলায় আগুন লাগে ৷ ঘটনাস্থলে পৌঁছেছেন ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷ যান সুজিত বসুও (Sujit Bose) ৷
প্রাথমিক ভাবে বহুতলটি থেকে অনর্গল কালো ধোঁয়া বেরতে দেখা যায় ৷ ওই বিল্ডিংয়ে ব্যাঙ্ক-সহ বেশ কিছু অফিস রয়েছে ৷ সবাইকে বের করে আনা হয়েছে ৷ এদিন দুপুর দু'টো নাগাদ বহুতলটি থেকে ধোঁয়া বের হতে দেখা যায় ৷ প্রাথমিক ভাবে ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন পৌঁছয় ৷ আগুন দ্রুত ছড়াতে থাকে ৷ বহুতলে একের পর এক দরজা-জানালার কাচ ভেঙে পড়তে থাকে ৷ ক্রমশই ধোঁয়ায় ঢেকে যায় সংলগ্ন এলাকা । আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বাকি ইঞ্জিনগুলি ৷ ঘণ্টা দু'য়েকের চেষ্টায় আগুন বাগে আনতে নাজেহাল হতে হয় দমকলকর্মীদের ৷ আপাতত না নিয়ন্ত্রণে বলে জানা যাচ্ছে ৷
এপিজে হাউসের ছ'তলায় হাউড্রোলিক ল্যাডারের মাধ্যমে উপরে উঠে কোনও প্রকারে আগুনের উৎপত্তিস্থলে যাওয়ার চেষ্টা করেন দমকলকর্মীরা । সারভার রুমে একাধিক দাহ্য বস্তু মজুত ছিল । ফলে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য বেগ পেতে হয় দমকলবাহিনীকে । এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় । ঘটনাস্থলে আসে ভবানীপুর থানার পুলিশ । আসেন কলকাতা পুলিশের উচ্চোপদস্থ আধিকারিকরাও । পরে দেখা যায় ছ'তলা থেকে সাদা ধোঁয়া বের হতে । দমকলকর্মীদের অনুমান, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে । কারণ সাদা রঙের ধোঁয়া মানে দাহ্য বস্তু আর নেই ।
আগুন আর পার্ক স্ট্রিট সাম্প্রতিক সময়ে যেন অনেকটা সমার্থক হয়ে গিয়েছে ৷ করোনা অতিমারির সময়ে একাধিকবার বেশকিছু বহুতলে আগুন লাগার ঘটনা প্রকাশ্যে এসেছে ৷ এদিন নতুন করে আগুনের এই ঘটনায় আতঙ্ক ছড়ায় পার্কস্ট্রিট এবং সংলগ্ন এলাকায় ৷ প্রাথমিক ভাবে দমকলের অনুমান, ওষুধের সংস্থায় শর্টসার্কিট থেকে আগুন লাগে ৷ খবর পাওয়ার পরই ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুজিত বসু ৷ আসেন পৌর প্রশাসক ফিরহাদ হাকিমও ৷ সুজিত বসু জানিয়েছেন, কী কারণে আগুন তা খতিয়ে দেখা হচ্ছে ৷ দমকল দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে এনেছে ৷ ছ‘তলার কাচ ভেঙে ব়্য়াডার ঢুকিয়ে ফোম ব্যবহার করে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে ৷
ফিরহাদ হাকিম জানিয়ছেন, বাড়িটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা তা খতিয় দেখা হচ্ছে ৷ প্রয়োজনে দ্রুত তদন্তের জন্য কমিটি গড়া হতে পারে বলে আভাস দিয়েছেন মন্ত্রীরা ৷ যদি কোনও রকম গাফিলতি প্রমাণিত হয় তাহলে পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছন তাঁরা ৷
কয়েকদিন আগেই এই পার্ক স্ট্রিটের একটি বহুতলে আগুন লাগে ৷ ওই বিল্ডিংয়ের চারতলায় আগুন লাগে ৷
আরও পড়ুন : National Chemical Laboratory : পুণের ন্যাশানাল কেমিক্যাল ল্যাবরেটরিতে অগ্নিকাণ্ডে মৃত 18