ETV Bharat / state

Fire at Chandni Chowk: চাঁদনি চকের একটি অফিসে আগুন, ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন - চাঁদনি চকের 8 নম্বর মদন স্ট্রিটের একটি অফিসে আগুন

কলকাতায় ফের আগুন লাগার ঘটনা ৷ শুক্রবার সন্ধ্যা 6টা 40 নাগাদ আগুন লাগে চাঁদনি চকের 8 নম্বর এলাকায় অবস্থিত একটি অফিসে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 4টি ইঞ্জিন ৷

Etv Bharat
চাঁদনি চকের অফিসে আগুন
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 15, 2023, 8:32 PM IST

Updated : Sep 15, 2023, 10:48 PM IST

চাঁদনি চকের একটি অফিসে আগুন

কলকাতা, 15 সেপ্টেম্বর: ভরসন্ধ্যায় শহরে অগ্নিকাণ্ড । এবার ঘটনাস্থল চাঁদনি চকের 8 নম্বর মদন স্ট্রিটের একটি অফিস । শুক্রবার সন্ধ্যা 6টা 40 নাগাদ আগুন লাগে ওই অফিসে ৷ টের পাওয়া মাত্রই খবর দেওয়া হয় স্থানীয় দমকল অফিসে ৷ তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ খানিকটা বেগ পেতে হয় দমকলকর্মীদের ।

পথচলতি মানুষ এবং এলাকার বাসিন্দাদের কথায, এদিন সন্ধ্যায় অফিস থেকে তাঁরা আচমকাই চিৎকার শুনতে পান । চোখের পলকে আগুনে চারিদিক কালো ধোঁয়ায় ঢেকে যায় । তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে । এরপরেই দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে । দমকল কর্মীরা মূলত আগুনের উৎসস্থলে যেতে চেয়েছিলেন । কিন্তু এলাকাটি ঘিঞ্জি হওয়াতে প্রথমে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে ঢুকতে বেশ খানিকটা দেরি হয়ে যায় ।

ইতিমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় থানার পুলিশ । দমকল, পুলিশ এবং এলাকার বাসিন্দারা প্রথমেই আটকে পড়া বেশ কয়েকজনকে সেখান থেকে উদ্ধার করে বাইরে নিয়ে আসেন । দমকল সূত্রে জানা গিয়েছে, যেখানে আগুন লেগেছে সেই জায়গায় একাধিক দাহ্যবস্তু মজুত থাকার ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যা হচ্ছে ৷

চাঁদনি চকের মত একটি ঘিঞ্জি এলাকায় আগুন লাগার ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এদিন । এছাড়াও যেখানে আগুন লেগেছে তার পাশের ই-মলে যাতে আগুন ছড়াতে না পারে তার জন্য বিশেষ সাবধনতা অবলম্বন করতে হয় দমকলকর্মীদের । পাশাপাশি ওই এলাকায় কিছুক্ষণের জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় ।

দমকল সূত্রে খবর, অফিসের সার্ভার রুমে এই আগুন লাগার ফলে দাউদাউ করে জ্বলে ওঠে ৷ এছাড়াও অফিস টাইমে আগুন লাগার ফলে ঘটনাস্থলে প্রথমদিকে গোটা যানচলাচল ব্যবস্থা ব্যাহত হয় । পরে ঘটনাস্থলে অতিরিক্ত ট্রাফিক সার্জেন্টদের পাঠানো হয় । তাঁরাই যান চলাচল ব্যবস্থা স্বাভাবিক করান ।

দমকল আগুনের উৎসস্থলে গিয়ে তা প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে আনেন । তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আগুনের দাপট কিছুটা কমলেও, পুরোপুরিভাবে আগুন নিয়ন্ত্রণে আসেনি । ঠিক কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখছে দমকল ৷

আরও পড়ুন : নিউ ব‍্যারাকপুরে ঘিঞ্জি এলাকায় ভয়াবহ আগুন, ভস্মীভূত 4 গেঞ্জি কারখানা

চাঁদনি চকের একটি অফিসে আগুন

কলকাতা, 15 সেপ্টেম্বর: ভরসন্ধ্যায় শহরে অগ্নিকাণ্ড । এবার ঘটনাস্থল চাঁদনি চকের 8 নম্বর মদন স্ট্রিটের একটি অফিস । শুক্রবার সন্ধ্যা 6টা 40 নাগাদ আগুন লাগে ওই অফিসে ৷ টের পাওয়া মাত্রই খবর দেওয়া হয় স্থানীয় দমকল অফিসে ৷ তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ খানিকটা বেগ পেতে হয় দমকলকর্মীদের ।

পথচলতি মানুষ এবং এলাকার বাসিন্দাদের কথায, এদিন সন্ধ্যায় অফিস থেকে তাঁরা আচমকাই চিৎকার শুনতে পান । চোখের পলকে আগুনে চারিদিক কালো ধোঁয়ায় ঢেকে যায় । তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে । এরপরেই দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে । দমকল কর্মীরা মূলত আগুনের উৎসস্থলে যেতে চেয়েছিলেন । কিন্তু এলাকাটি ঘিঞ্জি হওয়াতে প্রথমে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে ঢুকতে বেশ খানিকটা দেরি হয়ে যায় ।

ইতিমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় থানার পুলিশ । দমকল, পুলিশ এবং এলাকার বাসিন্দারা প্রথমেই আটকে পড়া বেশ কয়েকজনকে সেখান থেকে উদ্ধার করে বাইরে নিয়ে আসেন । দমকল সূত্রে জানা গিয়েছে, যেখানে আগুন লেগেছে সেই জায়গায় একাধিক দাহ্যবস্তু মজুত থাকার ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যা হচ্ছে ৷

চাঁদনি চকের মত একটি ঘিঞ্জি এলাকায় আগুন লাগার ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এদিন । এছাড়াও যেখানে আগুন লেগেছে তার পাশের ই-মলে যাতে আগুন ছড়াতে না পারে তার জন্য বিশেষ সাবধনতা অবলম্বন করতে হয় দমকলকর্মীদের । পাশাপাশি ওই এলাকায় কিছুক্ষণের জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় ।

দমকল সূত্রে খবর, অফিসের সার্ভার রুমে এই আগুন লাগার ফলে দাউদাউ করে জ্বলে ওঠে ৷ এছাড়াও অফিস টাইমে আগুন লাগার ফলে ঘটনাস্থলে প্রথমদিকে গোটা যানচলাচল ব্যবস্থা ব্যাহত হয় । পরে ঘটনাস্থলে অতিরিক্ত ট্রাফিক সার্জেন্টদের পাঠানো হয় । তাঁরাই যান চলাচল ব্যবস্থা স্বাভাবিক করান ।

দমকল আগুনের উৎসস্থলে গিয়ে তা প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে আনেন । তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আগুনের দাপট কিছুটা কমলেও, পুরোপুরিভাবে আগুন নিয়ন্ত্রণে আসেনি । ঠিক কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখছে দমকল ৷

আরও পড়ুন : নিউ ব‍্যারাকপুরে ঘিঞ্জি এলাকায় ভয়াবহ আগুন, ভস্মীভূত 4 গেঞ্জি কারখানা

Last Updated : Sep 15, 2023, 10:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.