ETV Bharat / state

সল্টলেকের শপিংমলে আগুন, নিয়ন্ত্রণে - fire breaks out in a shopping mall

সল্টলেকে শপিংমলের বেসমেন্টে আগুন লাগল ৷ দমকলের 12টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷

ছবি
author img

By

Published : Oct 3, 2019, 4:08 PM IST

Updated : Oct 3, 2019, 10:12 PM IST

কলকাতা, 3 অক্টোবর : সল্টলেকে শপিংমলের বেসমেন্টে আগুন লাগল ৷ আগুনে একাধিক গাড়ি ভস্মীভূত ৷ দমকলের 12টি ইঞ্জিনের চেষ্টায় শেষমেশ নিয়ন্ত্রণে আসে আগুন ৷

বিকেল তিনটে নাগাদ 9 তলা শপিংমলের বেসমেন্টে আগুন লাগে ৷ তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে ৷ 12 টি ইঞ্জিনের চেষ্টায় রাত 9টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে ৷ মলের বেসমন্টে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল ৷ দমকলের জিনিসপত্র ইনস্টল করছিলেন কর্মীরা ৷ সেখান থেকেই আগুন লাগে ৷ ভিতরে গাড়ি থাকায় মুহুর্মুহু বিস্ফোরণের আওয়াজ পাওয়া যাচ্ছিল ৷ প্রাথমিকভাবে দ্বিতল পার্কিং লটে ঢুকতে সমস্যার সম্মুখীন হন দমকলকর্মীরা ৷ পরে মাস্ক লাগিয়ে কোনওক্রমে ভিতরে ঢোকেন তাঁরা ৷ আগুনের উৎসস্থান খুঁজে পান ৷ সঙ্গে সঙ্গে বেসমেন্টের দরজা, জানালাগুলি ভেঙে ধোঁয়া বের করার ব্যবস্থা করা হয় ৷ তবে আশপাশে কোনও জলাধার না থাকায় জলের সমস্যা দেখা যায় ৷

image
চলছে আগুন নেভানোর কাজ

আগুন লাগার সঙ্গে সঙ্গেই দ্রুত মল খালি করে দেওয়া হয় ৷ মলের এক নিরাপত্তারক্ষী আকাশ জয়সওয়াল বলেন, "অফিসে কাজ চলছিল ৷ হঠাৎ ফায়ার অ্যালার্ম বেজে ওঠে ৷ সঙ্গে সঙ্গে ভিতরে যারা কাজ করছিল তাদের বাইরে বের করে আনা হয় ৷ নিচে এসে দেখি বাইক পুড়ে ছাই হয়ে গেছে ৷ যেখানে আগুন লেগেছে, সেই দু'টি বেসমেন্টে গাড়ি ভরতি থাকে ৷ প্রায় 40-50টি গাড়ি রয়েছে ৷ কী হল জানি না ৷ "

দেখুন ভিডিয়ো

ঘটনাস্থানে পৌঁছান দমকল মন্ত্রী সুজিত বসু ৷ তিনি বলেন, "দমকলের কর্মীরা ভিতরে ঢোকার চেষ্টা করছে ৷ দ্বিতল পার্কিং লট, তাই একটু অসুবিধা হচ্ছে ৷ বিস্ফোরণ হচ্ছে, তাই ভিতরে ভালোই আগুন রয়েছে ৷ মলের জলাধার নেই সেটা শুনেছি ৷ পরে বিষয়টি খতিয়ে দেখব ৷ আপাতত আগুন নেভানোর কাজ চলছে ৷ "

শেষমেশ দমকলের 12টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নেভানো হয় ৷ তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷ আপাতত এক সপ্তাহ মল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন দমকল মন্ত্রী ৷

কলকাতা, 3 অক্টোবর : সল্টলেকে শপিংমলের বেসমেন্টে আগুন লাগল ৷ আগুনে একাধিক গাড়ি ভস্মীভূত ৷ দমকলের 12টি ইঞ্জিনের চেষ্টায় শেষমেশ নিয়ন্ত্রণে আসে আগুন ৷

বিকেল তিনটে নাগাদ 9 তলা শপিংমলের বেসমেন্টে আগুন লাগে ৷ তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে ৷ 12 টি ইঞ্জিনের চেষ্টায় রাত 9টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে ৷ মলের বেসমন্টে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল ৷ দমকলের জিনিসপত্র ইনস্টল করছিলেন কর্মীরা ৷ সেখান থেকেই আগুন লাগে ৷ ভিতরে গাড়ি থাকায় মুহুর্মুহু বিস্ফোরণের আওয়াজ পাওয়া যাচ্ছিল ৷ প্রাথমিকভাবে দ্বিতল পার্কিং লটে ঢুকতে সমস্যার সম্মুখীন হন দমকলকর্মীরা ৷ পরে মাস্ক লাগিয়ে কোনওক্রমে ভিতরে ঢোকেন তাঁরা ৷ আগুনের উৎসস্থান খুঁজে পান ৷ সঙ্গে সঙ্গে বেসমেন্টের দরজা, জানালাগুলি ভেঙে ধোঁয়া বের করার ব্যবস্থা করা হয় ৷ তবে আশপাশে কোনও জলাধার না থাকায় জলের সমস্যা দেখা যায় ৷

image
চলছে আগুন নেভানোর কাজ

আগুন লাগার সঙ্গে সঙ্গেই দ্রুত মল খালি করে দেওয়া হয় ৷ মলের এক নিরাপত্তারক্ষী আকাশ জয়সওয়াল বলেন, "অফিসে কাজ চলছিল ৷ হঠাৎ ফায়ার অ্যালার্ম বেজে ওঠে ৷ সঙ্গে সঙ্গে ভিতরে যারা কাজ করছিল তাদের বাইরে বের করে আনা হয় ৷ নিচে এসে দেখি বাইক পুড়ে ছাই হয়ে গেছে ৷ যেখানে আগুন লেগেছে, সেই দু'টি বেসমেন্টে গাড়ি ভরতি থাকে ৷ প্রায় 40-50টি গাড়ি রয়েছে ৷ কী হল জানি না ৷ "

দেখুন ভিডিয়ো

ঘটনাস্থানে পৌঁছান দমকল মন্ত্রী সুজিত বসু ৷ তিনি বলেন, "দমকলের কর্মীরা ভিতরে ঢোকার চেষ্টা করছে ৷ দ্বিতল পার্কিং লট, তাই একটু অসুবিধা হচ্ছে ৷ বিস্ফোরণ হচ্ছে, তাই ভিতরে ভালোই আগুন রয়েছে ৷ মলের জলাধার নেই সেটা শুনেছি ৷ পরে বিষয়টি খতিয়ে দেখব ৷ আপাতত আগুন নেভানোর কাজ চলছে ৷ "

শেষমেশ দমকলের 12টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নেভানো হয় ৷ তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷ আপাতত এক সপ্তাহ মল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন দমকল মন্ত্রী ৷

Intro:



দমদম, ২৯ আগস্ট: বিজেপি করায় দুই যুবককে মারধর করল স্থানীয় তৃণমূল কাউন্সিলরের অনুগামীরা। নিমতা সিদ্ধেশ্বরী বাজারের গতকাল রাতে এই ঘটনা ঘটে। নিমতা থানায় দায়ের হয়েছে অভিযোগ। ছয় যুবকের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা অভিযুক্তরা যদিও বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে এলাকায় দাবী বিজেপির।

Body:জানা গেছে সিদ্ধেশ্বরী বাজারের পেছনে গতকাল রাতে নিজেদের মধ্যে কথা বলছিলেন অচিন্ত্য দাস এবং রাজদীপ কর নামে দুই বিজেপি কর্মী সদস্যতা অভিযান শেষ করার পর তারা সিদ্ধেশ্বরী বাজার এর পেছনে জড়ো হয়েছিল। এই খবর পেয়ে সানি, অচিন্ত্য, রিতম, সোনাই, সুজন, অঙ্কুশ
নামে তৃণমূল কর্মীরা টিউবলাইট, বাঁশ ও ভাঙা বোতল নিয়ে তাদের ওপর হামলা চালায়। অচিন্ত্য দাসের চোখের চশমা কেড়ে নেওয়া হয়। চোখে ভালো রকমের পাওয়ার থাকায় অচিন্ত্য দেখতে না পাওয়ার সুযোগ নিয়ে এলোপাথাড়ি মার দেয় অভিযুক্তরা। রাজদীপকেও বেধড়ক মারধর কই হয়। অভিযুক্তরা সকলেই স্থানীয় তৃণমূল কাউন্সিলর শেলী হালদার ও তার স্বামী তৃণমূল নেতা স্বপন হালদারের অনুগামী বলে দাবি বিজেপির। ঘটনাটি ঘটেছে রাত নটার আশেপাশে। কোনক্রমে পালিয়ে বাঁচে অসুস্থ ও রাজদীপ।

এই ঘটনার জেরে গতকাল রাতে ক্ষোভে ফেটে পড়ে বিজেপি কর্মীরা। তারা নিমতা থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। অভিযুক্তদের বিরুদ্ধে নিমতা থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ দুষ্কৃতীদের খুঁজে পায়নি বলে জানিয়েছে। যদিও বিজেপির দাবি অভিযুক্তরা এলাকায় বহাল তবিয়তে রয়েছে। এই ঘটনায় উত্তর দমদম পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেলী হালদার ও তার স্বামী স্বপন হালদার এর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তারা কোন রকম প্রতিক্রিয়া দিতে নারাজ।
Conclusion:
Last Updated : Oct 3, 2019, 10:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.