ETV Bharat / state

Panchayat Seat Allocation: ত্রিস্তরীয় পঞ্চায়েতের প্রতিটি স্তরে বাড়ল আসন সংখ্যা, চূড়ান্ত তালিকা প্রকাশ কমিশনের - West Bengal State Election Commission

সামনেই পঞ্চায়েত নির্বাচন ৷ আর নির্বাচনের আগে সোমবার রাজ্য নির্বাচন কমিশন (West Bengal State Election Commission) নতুন আসন বিন্যাস সংক্রান্ত চূড়ান্ত তালিকা প্রকাশ করল। সেই তালিকা অনুসারে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত স্তরে 2018 সালের তুলনায় আসন সংখ্যা বৃদ্ধি পেয়েছে (Panchayat Seat Allocation)।

Panchayat Seat Allocation
পঞ্চায়েতের প্রতিটি স্তরে বেড়েছে আসন সংখ্যা, প্রকাশিত হল চূড়ান্ত তালিকা
author img

By

Published : Dec 5, 2022, 8:08 PM IST

কলকাতা, 5 ডিসেম্বর: বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। আসন্ন নির্বাচনে ত্রিস্তরীয় পঞ্চায়েতের প্রতিটি স্তরে বাড়ল আসন সংখ্যা। রাজ্য নির্বাচন কমিশন (West Bengal State Election Commission) সোমবার রাজ্যের 20টি জেলার পঞ্চায়েতের নতুন আসন বিন্যাস সংক্রান্ত চূড়ান্ত তালিকা প্রকাশ করল।

এদিন রাজ্য কমিশনের পক্ষ থেকে যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে (Final List Released for Panchayat Seat Allocation) সেই তালিকা অনুসারে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত স্তরে 2018 সালের তুলনায় আসন সংখ্যা বৃদ্ধি পেয়েছে । নয়া তালিকা অনুসারে পঞ্চায়েতের সর্বনিম্ন স্তর অর্থাৎ গ্রাম পঞ্চায়েতে আসন বেড়েছে 13 হাজারেরও বেশি। এর আগে নভেম্বর মাসে পঞ্চায়েতের আসন পুনর্বিন্যাসের যে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল, সেই সংখ্যা থেকে চূড়ান্ত তালিকায় 40টি আসন বেড়েছে।

এই বছরের চূড়ান্ত তালিকা অনুযায়ী 2018 সালের তুলনায় এই বছর গ্রাম পঞ্চায়েতে আসন বেড়েছে প্রায় 13 হাজার 754টি। পাশাপাশি পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে আসন সংখ্যা বেড়েছে যথাক্রমে 281 ও 103টি। রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, 2018 সালে জেলা পরিষদে আসনের সংখ্যা ছিল 825টি, সেটি বেড়ে হয়েছে 928। পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা 9 হাজার 217 থেকে এবার বেড়ে হয়েছে 9 হাজার 498।

আরও পড়ুন: 5 জানুয়ারি পঞ্চায়েত নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকার বিজ্ঞপ্তি প্রকাশ করবে কমিশন

2018 হিসেবে গ্রাম পঞ্চায়েতে আসন সংখ্যা ছিল 48 হাজার 650টি। এবার আসন সংখ্যা বেড়ে হয়েছে 62 হাজার 404। এর ফলে আসন্ন পঞ্চায়েত ভোটে আরও বেশি সংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসনে থাকবেন। তারই চূড়ান্ত তালিকা প্রস্তুত। এবার শুরু হবে আসন সংরক্ষণের কাজ। তিনটি স্তরে সংরক্ষিত আসনের খসড়া তালিকা প্রকাশ করা হবে 7 ডিসেম্বর। এই বিষয় কোনও অভিযোগ বা দাবি থাকলে তা 21 ডিসেম্বরের মধ্যে কমিশনের দফতরে জানাতে হবে।

কলকাতা, 5 ডিসেম্বর: বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। আসন্ন নির্বাচনে ত্রিস্তরীয় পঞ্চায়েতের প্রতিটি স্তরে বাড়ল আসন সংখ্যা। রাজ্য নির্বাচন কমিশন (West Bengal State Election Commission) সোমবার রাজ্যের 20টি জেলার পঞ্চায়েতের নতুন আসন বিন্যাস সংক্রান্ত চূড়ান্ত তালিকা প্রকাশ করল।

এদিন রাজ্য কমিশনের পক্ষ থেকে যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে (Final List Released for Panchayat Seat Allocation) সেই তালিকা অনুসারে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত স্তরে 2018 সালের তুলনায় আসন সংখ্যা বৃদ্ধি পেয়েছে । নয়া তালিকা অনুসারে পঞ্চায়েতের সর্বনিম্ন স্তর অর্থাৎ গ্রাম পঞ্চায়েতে আসন বেড়েছে 13 হাজারেরও বেশি। এর আগে নভেম্বর মাসে পঞ্চায়েতের আসন পুনর্বিন্যাসের যে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল, সেই সংখ্যা থেকে চূড়ান্ত তালিকায় 40টি আসন বেড়েছে।

এই বছরের চূড়ান্ত তালিকা অনুযায়ী 2018 সালের তুলনায় এই বছর গ্রাম পঞ্চায়েতে আসন বেড়েছে প্রায় 13 হাজার 754টি। পাশাপাশি পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে আসন সংখ্যা বেড়েছে যথাক্রমে 281 ও 103টি। রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, 2018 সালে জেলা পরিষদে আসনের সংখ্যা ছিল 825টি, সেটি বেড়ে হয়েছে 928। পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা 9 হাজার 217 থেকে এবার বেড়ে হয়েছে 9 হাজার 498।

আরও পড়ুন: 5 জানুয়ারি পঞ্চায়েত নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকার বিজ্ঞপ্তি প্রকাশ করবে কমিশন

2018 হিসেবে গ্রাম পঞ্চায়েতে আসন সংখ্যা ছিল 48 হাজার 650টি। এবার আসন সংখ্যা বেড়ে হয়েছে 62 হাজার 404। এর ফলে আসন্ন পঞ্চায়েত ভোটে আরও বেশি সংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসনে থাকবেন। তারই চূড়ান্ত তালিকা প্রস্তুত। এবার শুরু হবে আসন সংরক্ষণের কাজ। তিনটি স্তরে সংরক্ষিত আসনের খসড়া তালিকা প্রকাশ করা হবে 7 ডিসেম্বর। এই বিষয় কোনও অভিযোগ বা দাবি থাকলে তা 21 ডিসেম্বরের মধ্যে কমিশনের দফতরে জানাতে হবে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.