বিধাননগর, 6 অগাস্ট : সংবিধানের 370 ধারা প্রত্যাহার করায় গতকাল সল্টলেকে বিজয় মিছিলের আয়োজন করে BJP ৷ সেই সময় বাধা দেয় পুলিশ ৷ কয়েকজন BJP কর্মীকে আটক করা হয় ৷ মিছিলের জন্য আগাম কোনও অনুমতি নেওয়া হয়নি বলে পুলিশ সূত্রে খবর ৷
গতকালই জম্মু-কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার করা হয়েছে । 370 ধারার 1 নম্বর উপধারার প্রয়োগ করে রাষ্ট্রপতি 1954 সালে জম্মু ও কাশ্মীরকে দেওয়া 370 ধারা প্রত্যাহারের নির্দেশিকায় সই করেছেন । দীর্ঘদিন ধরেই সংবিধানের এই ধারা প্রত্যাহারের দাবি করেছে BJP ৷ শেষপর্যন্ত 370 ধারা প্রত্যাহারে উচ্ছ্বাসে মাতেন BJP কর্মীরা ৷ সল্টলেকে করুণাময়ী আবাসনের সামনে থেকে একটি বিজয় মিছিল বের হয় ৷ বাধা দেয় বিধাননগর পূর্ব থানার পুলিশ ৷ পরে কয়েকজন BJP কর্মীকে আটক করা হয় ৷ গ্রেপ্তারের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ ৷
BJP কর্মী পিয়ালি বসু বলেন, "সারাদেশ জুড়ে আজ আনন্দের ধারা বইছে । ধারা 370 বাতিল হয়েছে । কিন্তু, সল্টলেকে পুলিশ আমাদের বাধা দেয় । সারা ভারতে কোথাও এই ধরনের ঘটনা ঘটেনি । রাজ্য সরকারের নির্দেশে পুলিশ এই কাজ করছে ৷ " যদিও পুলিশ সূত্রে খবর, আগে থেকে এই মিছিলের অনুমতি নেওয়া হয়নি ৷ সেজন্য তা আটকানো হয়েছে ৷ ধস্তাধস্তি করায় BJP কর্মীদের আটক করা হয়েছে ৷