ETV Bharat / state

370 ধারা বাতিলের পর বিজয় মিছিল, আটক কয়েকজন BJP কর্মী

সংবিধানের 370 ধারা বাতিলের পর সল্টলেকে বিজয় মিছিলের আয়োজন করে BJP ৷ বাধা দেয় পুলিশ ৷ আটক করা হয় কয়েকজন BJP কর্মীকে ৷

আটক
author img

By

Published : Aug 6, 2019, 7:23 AM IST

বিধাননগর, 6 অগাস্ট : সংবিধানের 370 ধারা প্রত্যাহার করায় গতকাল সল্টলেকে বিজয় মিছিলের আয়োজন করে BJP ৷ সেই সময় বাধা দেয় পুলিশ ৷ কয়েকজন BJP কর্মীকে আটক করা হয় ৷ মিছিলের জন্য আগাম কোনও অনুমতি নেওয়া হয়নি বলে পুলিশ সূত্রে খবর ৷

গতকালই জম্মু-কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার করা হয়েছে । 370 ধারার 1 নম্বর উপধারার প্রয়োগ করে রাষ্ট্রপতি 1954 সালে জম্মু ও কাশ্মীরকে দেওয়া 370 ধারা প্রত্যাহারের নির্দেশিকায় সই করেছেন । দীর্ঘদিন ধরেই সংবিধানের এই ধারা প্রত্যাহারের দাবি করেছে BJP ৷ শেষপর্যন্ত 370 ধারা প্রত্যাহারে উচ্ছ্বাসে মাতেন BJP কর্মীরা ৷ সল্টলেকে করুণাময়ী আবাসনের সামনে থেকে একটি বিজয় মিছিল বের হয় ৷ বাধা দেয় বিধাননগর পূর্ব থানার পুলিশ ৷ পরে কয়েকজন BJP কর্মীকে আটক করা হয় ৷ গ্রেপ্তারের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ ৷

BJP কর্মী পিয়ালি বসু বলেন, "সারাদেশ জুড়ে আজ আনন্দের ধারা বইছে । ধারা 370 বাতিল হয়েছে । কিন্তু, সল্টলেকে পুলিশ আমাদের বাধা দেয় । সারা ভারতে কোথাও এই ধরনের ঘটনা ঘটেনি । রাজ্য সরকারের নির্দেশে পুলিশ এই কাজ করছে ৷ " যদিও পুলিশ সূত্রে খবর, আগে থেকে এই মিছিলের অনুমতি নেওয়া হয়নি ৷ সেজন্য তা আটকানো হয়েছে ৷ ধস্তাধস্তি করায় BJP কর্মীদের আটক করা হয়েছে ৷

বিধাননগর, 6 অগাস্ট : সংবিধানের 370 ধারা প্রত্যাহার করায় গতকাল সল্টলেকে বিজয় মিছিলের আয়োজন করে BJP ৷ সেই সময় বাধা দেয় পুলিশ ৷ কয়েকজন BJP কর্মীকে আটক করা হয় ৷ মিছিলের জন্য আগাম কোনও অনুমতি নেওয়া হয়নি বলে পুলিশ সূত্রে খবর ৷

গতকালই জম্মু-কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার করা হয়েছে । 370 ধারার 1 নম্বর উপধারার প্রয়োগ করে রাষ্ট্রপতি 1954 সালে জম্মু ও কাশ্মীরকে দেওয়া 370 ধারা প্রত্যাহারের নির্দেশিকায় সই করেছেন । দীর্ঘদিন ধরেই সংবিধানের এই ধারা প্রত্যাহারের দাবি করেছে BJP ৷ শেষপর্যন্ত 370 ধারা প্রত্যাহারে উচ্ছ্বাসে মাতেন BJP কর্মীরা ৷ সল্টলেকে করুণাময়ী আবাসনের সামনে থেকে একটি বিজয় মিছিল বের হয় ৷ বাধা দেয় বিধাননগর পূর্ব থানার পুলিশ ৷ পরে কয়েকজন BJP কর্মীকে আটক করা হয় ৷ গ্রেপ্তারের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ ৷

BJP কর্মী পিয়ালি বসু বলেন, "সারাদেশ জুড়ে আজ আনন্দের ধারা বইছে । ধারা 370 বাতিল হয়েছে । কিন্তু, সল্টলেকে পুলিশ আমাদের বাধা দেয় । সারা ভারতে কোথাও এই ধরনের ঘটনা ঘটেনি । রাজ্য সরকারের নির্দেশে পুলিশ এই কাজ করছে ৷ " যদিও পুলিশ সূত্রে খবর, আগে থেকে এই মিছিলের অনুমতি নেওয়া হয়নি ৷ সেজন্য তা আটকানো হয়েছে ৷ ধস্তাধস্তি করায় BJP কর্মীদের আটক করা হয়েছে ৷

Intro:



ধারা 370 বাতিলের খুশিতে দেশজুড়ে যখন আনন্দের ছবি উল্টো দিকে কলকাতার অদূরে সল্টলেকে ঘটে গেল অন্য রকম ঘটনা। কাশ্মীর থেকে ধারা 370 ও 35 এ বাতিল হওয়ায় বিজয় মিছিল করতে গেলে গ্রেপ্তার করা হয় বিজেপি কর্মী ও সমর্থকদের। আজ সন্ধ্যায় করুণাময়ী আবাসনের সামনে জড়ো হন বিজেপি কর্মী সমর্থকরা। তারা মিছিল করতে গেলে বিধান নগর পূর্ব থানার পুলিশ তাদের বাধা দেয়। পুলিশের কথা না শুনলে তাদের গ্রেফতার করা হয় বেশ কয়েকজন বিজেপি কর্মীদের।


Body:গ্রেফতার হওয়ার আগে বিজেপি কর্মী পিয়ালী বসু বলেন, "সারা দেশ জুড়ে আজ আনন্দের ধারা বইছে। ধরা 370 বাতিল হয়েছে। তার খুশিতে সারাদেশে আনন্দ মিছিল হচ্ছে। কিন্তু সল্টলেকে এই মিছিল করতে গেলে পুলিশ আমাদের বাধা বাধা দেয়। সারা ভারতে কোথাও এ ধরনের ঘটনা ঘটেনি। শুধুমাত্র পশ্চিমবঙ্গ ব্যতিক্রম যেখানে পুলিশ বাধা দিচ্ছে"। পুলিশের তরফ থেকে এ বিষয়ে আধিকারিক বিবৃতি না দেওয়া হয়নি।যদিও পুলিশের সূত্রে দাবি এই মিছিলের আগে থেকে কোনরকম অনুমতি নেওয়া ছিল না। সেই কারণেই পুলিশ মিছিলে বাধা দেয় এবং বিজেপি কর্মীরা ধস্তাধস্তি শুরু করলে এবং তাদের কথা না শুনলে তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। তারা চাইলে তাদের বন্ডে ছেড়ে দেওয়া হবে।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.