কলকাতা, 18 নভেম্বর: আলিপুর আদালতে শুক্রবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করলেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়(Father of Abhishek Banerjee Filed Defamation Case Against Suvendu Adhikari)। শুভেন্দু অধিকারী কোনও এক রাজনৈতিক সমাবেশ থেকে মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় 1 হাজার কোটি টাকার মালিক। এই সমস্ত টাকাই বেআইনিভাবে সাধারণ মানুষের থেকে লুটেপুটে নেওয়া । আলিপুর আদালত এই মামলা গ্রহণ করেছে । তবে শুনানি কবে হবে তা এখনও জানানো হয়নি ৷
চলতি বছরের 23 জুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিতবাবু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যের প্রমাণ স্বরূপ একটি সিডি-সহ থানায় অভিযোগ দায়ের করেন । এরপর শুভেন্দু অধিকারীকে আইনি নোটিশও পাঠানো হয় । কিন্তু এতদিনেও শুভেন্দু অধিকারী তার পরিপ্রেক্ষিতে ক্ষমা না-চাওয়ায় এবার আদালতের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা ।
উল্লেখ্য, এর আগে তাঁকে কয়লা চোর, গরু চোর বলেও বিভিন্ন রাজনৈতিক সভা থেকে কু-মন্তব্য করার জন্য শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানি মামলা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । বেশ কয়েকটি মামলা এখনও ব্যাঙ্কশাল কোর্টে বিচারাধীন রয়েছে ।
আরও পড়ুন : কয়লা ভাইপোকে বলবেন ত্রিপুরাতে তোলামূল পার্টি চতুর্থ হবে: শুভেন্দু