ETV Bharat / state

খুনের ভুয়ো ভিডিয়ো পোস্ট কল্যাণ চৌবের, কড়া ব্যবস্থার ইঙ্গিত কমিশনের - fake video

২৬ এপ্রিল নিজের টুইটার হ্যান্ডেলে খুনের একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন কৃষ্ণনগরের BJP প্রার্থীকল্যাণ চৌবে । পরে জানা যায়, ভিডিয়োটি ফেক । এই বিষয়ে নির্বাচন কমিশন শোকজ় করেছে কল্যাণ চৌবেকে।

ফাইল ফোটো
author img

By

Published : May 14, 2019, 5:06 PM IST

কলকাতা, ১৪ মে : ভয়ঙ্কর সেই দৃশ্য । এক ব্যক্তিকে চপার হাতে কোপাচ্ছে একজন । অসহায় ওই ব্যক্তিকে জাপটে ধরে আছে আরও একজন । যাতে কোনওভাবেই সে পালাতে না পারে। রক্তে ভেসে যাচ্ছে চারপাশ। এক মহিলা এলেন আক্রমণকারীকে বাধা দিতে। সেই মহিলাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ফের শুরু হল কোপানো। হাড় হিম করা এমন একটি ভিডিয়ো নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছিলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী কল্যাণ চৌবে। সঙ্গে লিখেছিলেন, "কলিগ্রামে BJP কর্মী সাগর রায়কে নৃশংসভাবে খুন করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। সাগর বুথ দখল ঠেকিয়েছিলেন।"

২৬ এপ্রিল ২০১৯ । সূত্র জানাচ্ছে, ওই দিনই ভিডিয়োটি পোস্ট করেছিলেন কল্যাণ চৌবে । ৪৫ সেকেন্ডের ভিডিয়োটি ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। নেটিজ়েনদের কেউ কেউ ব্যবস্থা নেওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করেন। পরে জানা যায়, ভিডিয়োটি পশ্চিমবঙ্গের নয়। সূত্র ও কয়েকটি সংবাদ মাধ্যমের খবর বলছে, ঘটনাটি বিহারের। চলতি বছরের ১৬ এপ্রিলের ঘটনা। ভাগলপুর জেলার গোরাধি থানার পশ্চিমতোলা গ্রামে এই খুন হয়। যাকে খুন করা হয় তার নাম সুরেশ মণ্ডল। পারিবারিক বিবাদের জেরে সুরেশকে খুন করে শিবনারায়ণ মণ্ডল ও ছোটো ভাই আশিস মণ্ডল। সম্পর্কে শিবনারায়ণ সুরেশের বাবা এবং আশিস ভাই। যে মহিলা আশিসকে বাধা দিচ্ছিল তার নাম গীতাদেবী। তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। মদ খেয়ে গালিগালাজ করার কারণে সুরেশকে ভয়ঙ্করভাবে হত্যা করে তার ভাই এবং বাবা।

কল্যাণ চৌবে পরে ওই পোস্ট ডিলিট করে দেন। কিন্তু ততক্ষণে সেটি নজরে এসেছে কমিশনের। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর, এবিষয়ে নির্দিষ্ট অভিযোগ জমা পড়েছে। পুরো বিষয়টি পাঠিয়ে দেওয়া হয়েছে দিল্লির নির্বাচন সদনে। সূত্র জানাচ্ছে, নির্বাচন কমিশন এই বিষয়ে শোকজ় করেছে কল্যাণকে।

এই প্রসঙ্গে কল্যাণ চৌবে Etv ভারতকে বলেন, "আমি আমার টুইটার হ্যান্ডেল একটি এজেন্সিকে চালানোর জন্য দিয়েছিলাম। নির্বাচন কমিশন জানতে চেয়েছে পুরো বিষয়টি। আমি চিঠির উত্তর দেব। সেখানেই জানাব আমার বক্তব্য।"

কলকাতা, ১৪ মে : ভয়ঙ্কর সেই দৃশ্য । এক ব্যক্তিকে চপার হাতে কোপাচ্ছে একজন । অসহায় ওই ব্যক্তিকে জাপটে ধরে আছে আরও একজন । যাতে কোনওভাবেই সে পালাতে না পারে। রক্তে ভেসে যাচ্ছে চারপাশ। এক মহিলা এলেন আক্রমণকারীকে বাধা দিতে। সেই মহিলাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ফের শুরু হল কোপানো। হাড় হিম করা এমন একটি ভিডিয়ো নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছিলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী কল্যাণ চৌবে। সঙ্গে লিখেছিলেন, "কলিগ্রামে BJP কর্মী সাগর রায়কে নৃশংসভাবে খুন করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। সাগর বুথ দখল ঠেকিয়েছিলেন।"

২৬ এপ্রিল ২০১৯ । সূত্র জানাচ্ছে, ওই দিনই ভিডিয়োটি পোস্ট করেছিলেন কল্যাণ চৌবে । ৪৫ সেকেন্ডের ভিডিয়োটি ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। নেটিজ়েনদের কেউ কেউ ব্যবস্থা নেওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করেন। পরে জানা যায়, ভিডিয়োটি পশ্চিমবঙ্গের নয়। সূত্র ও কয়েকটি সংবাদ মাধ্যমের খবর বলছে, ঘটনাটি বিহারের। চলতি বছরের ১৬ এপ্রিলের ঘটনা। ভাগলপুর জেলার গোরাধি থানার পশ্চিমতোলা গ্রামে এই খুন হয়। যাকে খুন করা হয় তার নাম সুরেশ মণ্ডল। পারিবারিক বিবাদের জেরে সুরেশকে খুন করে শিবনারায়ণ মণ্ডল ও ছোটো ভাই আশিস মণ্ডল। সম্পর্কে শিবনারায়ণ সুরেশের বাবা এবং আশিস ভাই। যে মহিলা আশিসকে বাধা দিচ্ছিল তার নাম গীতাদেবী। তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। মদ খেয়ে গালিগালাজ করার কারণে সুরেশকে ভয়ঙ্করভাবে হত্যা করে তার ভাই এবং বাবা।

কল্যাণ চৌবে পরে ওই পোস্ট ডিলিট করে দেন। কিন্তু ততক্ষণে সেটি নজরে এসেছে কমিশনের। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর, এবিষয়ে নির্দিষ্ট অভিযোগ জমা পড়েছে। পুরো বিষয়টি পাঠিয়ে দেওয়া হয়েছে দিল্লির নির্বাচন সদনে। সূত্র জানাচ্ছে, নির্বাচন কমিশন এই বিষয়ে শোকজ় করেছে কল্যাণকে।

এই প্রসঙ্গে কল্যাণ চৌবে Etv ভারতকে বলেন, "আমি আমার টুইটার হ্যান্ডেল একটি এজেন্সিকে চালানোর জন্য দিয়েছিলাম। নির্বাচন কমিশন জানতে চেয়েছে পুরো বিষয়টি। আমি চিঠির উত্তর দেব। সেখানেই জানাব আমার বক্তব্য।"

Intro:কলকাতা, ১৪ মে: সেই দৃশ্য ভয়ঙ্কর। এক ব্যাক্তিকে চপার হাতে কোপাচ্ছে একজন। অসহায় ওই ব্যক্তি কে জাপটে ধরে আছে আরো একজন। যাতে কোনোভাবেই পালাতে না পারেন। রক্তে ভেসে যাচ্ছে চারপাশ। এক মহিলা এলেন আক্রমণকারীকে বাধা দিতে। বর্বরোচিত কায়দায় সেই মহিলাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ফের শুরু হলো কোপ। হাড় হিম করা এমন একটি ভিডিও নিজের টুইটার হ্যান্ডেলে প্রকাশ করেছিলেন কৃষ্ণনগরে বিজেপির প্রার্থী কল্যাণ চৌবে। সঙ্গে লিখেছিলেন, “ কলিগ্রামে বিজেপি কর্মী সাগর রায়কে নৃশংস ভাবে আক্রমণ করেছে তৃণমূলী গুন্ডারা। সাগর বুথ দখল ঠেকিয়ে দিয়েছিলেন।"
Body:২৬ এপ্রিল ২০১৯। সূত্র জানাচ্ছে ওই দিনই, ভিডিওটি পোস্ট করেছিলেন কল্যাণ। ৪৫ সেকেন্ডের এই ভিডিওটি দাবানলের মতো ভাইরাল হয়ে যায় সোস্যাল মিডিয়ায়। নেটিজেনদের কেউ কেউ রাষ্ট্রপতির সাহায্য চান। পরে জানা যায়, ভিডিওটি পশ্চিমবঙ্গের নয়। “তৃণমূলী গুন্ডাদেরক বিজেপি কর্মীকে আক্রমনের" বিষয়টি ফেক। সূত্র ও কয়েকটি সংবাদ মাধ্যমের খবর বলছে, ঘটনাটি বিহারের। ১৬ এপ্রিল ২০১৯ ঘটে ঘটনা। ভাগলপুর জেলার গোরাধি থানার পশ্চিম তোলা গ্রামে পারিবারিক কারণে বাবা শিবনারায়ণ মন্ডল ও ছোটভাই আশিষ মন্ডল মিলে কুপিয়ে ওই খুন করে। মৃতের নাম সুরেশ মণ্ডল। যে মহিলা আশীষকে বাধা দিচ্ছিলেন, তিনি গীতা দেবী। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ সুরেশকে গ্রেপ্তার করে। জানা যায়, মদ খেয়ে গালিগালাজ করার কারণে সুরেশকে ভয়ঙ্করভাবে হত্যা করে তার ভাই এবং বাবা।Conclusion:কল্যাণ চৌবে পরে ওই পোস্ট ডিলিট করে দেন। কিন্তু ততক্ষণে সেটি নজরে এসেছে কমিশনের। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর, এ বিষয়ে নির্দিষ্ট অভিযোগ জমা পড়েছে। পুরো বিষয়টি পাঠিয়ে দেওয়া হয়েছে দিল্লির নির্বাচন সদনে। সূত্র জানাচ্ছে, নির্বাচন কমিশন এই বিষয়ে শোকজ করেছে কল্যাণকে। এ প্রসঙ্গে কল্যান চৌবে ইটিভি ভারতকে বলেন, “ আমি আমার টুইটার হ্যান্ডেল একটি এজেন্সিকে চালানোর জন্য দিয়েছিলাম। নির্বাচন কমিশন আমাদের থেকে জানতে চেয়েছে পুরো বিষয়টি। আমি চিঠির উত্তর দেবো। সেখানেই জানাবো আমার বক্তব্য।"


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.