কলকাতা, 28 মার্চ : খিদিরপুরে লকডাউন মানা হচ্ছে না । পুলিশের উপর পাথর ছোড়া হচ্ছে । এই ধরনের একটি ভুয়ো ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায় । গতকাল এই নিয়ে মামলা দায়ের করে কলকাতা পুলিশ ৷ জানা গেছে, ভিডিয়োটি গুজরাতের কোনও এক জায়গার ।
ভিডিয়োটিতে দেখা গেছে, ভিড় রাস্তায় বেশ কয়েকটি পুলিশের গাড়ি । পিছনে উত্তেজিত জনতা । তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছুড়ছে । দ্রুত গতিতে যাওয়া একটি পুলিশের গাড়িতে ইট মেরে ভেঙে ফেলা হল সামনের কাঁচ । তা পোস্ট করে বলা হয়, এই ছবি খিদিরপুরের । সেখানে মানা হচ্ছে না লকডাউন । পুলিশ গেলে তাদের উপর হামলা করা হচ্ছে ।
পুলিশ সূত্রে খবর, এই ভিডিয়োটি গুজরাতের । গত বছর 19 ডিসেম্বরের ভিডিয়ো । নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে চলা বিক্ষোভের সময়। সেই ঘটনায় 5 জন পুলিশ কর্মী গুরুতর আহত হন । তবে কে এই ভিডিয়োটি পোস্ট করে তার খোঁজ চালাচ্ছে পুলিশ ৷
দিন কয়েক আগে এমনই একটি বিতর্কিত ভিডিয়ো নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন BJP নেতা অনুপম হাজরা । লকডাউন চলাকালীন দক্ষিণ মুম্বইয়ের মদনপুরার পুলিশকে হেনস্থার ঘটনা ঘটে । অপ্রয়োজনে বাড়ি থেকে বের হচ্ছেন এই সন্দেহে এক দম্পতিকে আটকায় পুলিশ । সেই সূত্র ধরে এলাকার লোকজন বেরিয়ে পড়ে । মুম্বই পুলিশকে হেনস্থা করা হয় । সেই ভিডিয়ো পোস্ট করে অনুপম নিজের টুইটারে লেখেন এটি খিদিরপুরের ভিডিও । তা নিয়ে গিরিশ পার্ক থানায় দায়ের করা হয় অভিযোগ । অভিযোগকারীর দাবি ছিল , ফেক ভিডিয়ো পোস্ট করেছেন অনুপম । পুলিশ সেই ঘটনায় বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করে । শুরু হয়েছে তদন্ত । যে কোনও সময়ে BJP নেতা অনুপম হাজরাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে ৷
কোরোনা আতঙ্কে গুজব ছড়ালে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা । একই কথা বলেছেন মুখ্যমন্ত্রীও । সোশাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগে কয়েকজনকে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানায় ডেকে এনে সতর্ক করা হয়েছে । গ্রেপ্তার করা হয়েছে এক যুবতিকেও । তারপরও এই ধরনের গুজব ছড়ানোর চেষ্টা অব্যাহত । এই প্রসঙ্গে গোয়েন্দাপ্রধান মুরলীধর শর্মা বলেন, "এই সময়ে এই ধরনের ভিডিয়ো পোস্ট খুবই দুঃখজনক ঘটনা । আমরা যে কোনও ফেক পোস্টের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব । "