ETV Bharat / state

গুজরাতের ভিডিয়োকে খিদিরপুরের বলে চালানোর চেষ্টা, মামলা কলকাতা পুলিশের - Corona prevention Khidirpur video is fake, original video is from Gujarat ! Investigating Kolkata Police

কোরোনা আতঙ্কে গুজব ছড়ালে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা । একই কথা বলেছেন মুখ্যমন্ত্রীও । এবার গুজরাতের ভিডিয়ো খিদিরপুরের ভিডিয়ো বলে সোশাল মিডিয়ায় পোস্ট করা হল ।

Corona prevention Khidirpur video is fake, original video is from Gujarat ! Investigating Kolkata Police
খিদিরপুরের ভিডিও ফেক, আসল ভিডিও গুজরাটের ! তদন্ত কলকাতা পুলিশের
author img

By

Published : Mar 29, 2020, 11:59 AM IST

কলকাতা, 28 মার্চ : খিদিরপুরে লকডাউন মানা হচ্ছে না । পুলিশের উপর পাথর ছোড়া হচ্ছে । এই ধরনের একটি ভুয়ো ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায় । গতকাল এই নিয়ে মামলা দায়ের করে কলকাতা পুলিশ ৷ জানা গেছে, ভিডিয়োটি গুজরাতের কোনও এক জায়গার ।

ভিডিয়োটিতে দেখা গেছে, ভিড় রাস্তায় বেশ কয়েকটি পুলিশের গাড়ি । পিছনে উত্তেজিত জনতা । তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছুড়ছে । দ্রুত গতিতে যাওয়া একটি পুলিশের গাড়িতে ইট মেরে ভেঙে ফেলা হল সামনের কাঁচ । তা পোস্ট করে বলা হয়, এই ছবি খিদিরপুরের । সেখানে মানা হচ্ছে না লকডাউন । পুলিশ গেলে তাদের উপর হামলা করা হচ্ছে ।

পুলিশ সূত্রে খবর, এই ভিডিয়োটি গুজরাতের । গত বছর 19 ডিসেম্বরের ভিডিয়ো । নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে চলা বিক্ষোভের সময়। সেই ঘটনায় 5 জন পুলিশ কর্মী গুরুতর আহত হন । তবে কে এই ভিডিয়োটি পোস্ট করে তার খোঁজ চালাচ্ছে পুলিশ ৷

fake post in social media kolkata police going to take action
খিদিরপুরের ভিডিয়ো ভুয়ো, তদন্ত কলকাতা পুলিশের

দিন কয়েক আগে এমনই একটি বিতর্কিত ভিডিয়ো নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন BJP নেতা অনুপম হাজরা । লকডাউন চলাকালীন দক্ষিণ মুম্বইয়ের মদনপুরার পুলিশকে হেনস্থার ঘটনা ঘটে । অপ্রয়োজনে বাড়ি থেকে বের হচ্ছেন এই সন্দেহে এক দম্পতিকে আটকায় পুলিশ । সেই সূত্র ধরে এলাকার লোকজন বেরিয়ে পড়ে । মুম্বই পুলিশকে হেনস্থা করা হয় । সেই ভিডিয়ো পোস্ট করে অনুপম নিজের টুইটারে লেখেন এটি খিদিরপুরের ভিডিও । তা নিয়ে গিরিশ পার্ক থানায় দায়ের করা হয় অভিযোগ । অভিযোগকারীর দাবি ছিল , ফেক ভিডিয়ো পোস্ট করেছেন অনুপম । পুলিশ সেই ঘটনায় বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করে । শুরু হয়েছে তদন্ত । যে কোনও সময়ে BJP নেতা অনুপম হাজরাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে ৷

কোরোনা আতঙ্কে গুজব ছড়ালে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা । একই কথা বলেছেন মুখ্যমন্ত্রীও । সোশাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগে কয়েকজনকে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানায় ডেকে এনে সতর্ক করা হয়েছে । গ্রেপ্তার করা হয়েছে এক যুবতিকেও । তারপরও এই ধরনের গুজব ছড়ানোর চেষ্টা অব্যাহত । এই প্রসঙ্গে গোয়েন্দাপ্রধান মুরলীধর শর্মা বলেন, "এই সময়ে এই ধরনের ভিডিয়ো পোস্ট খুবই দুঃখজনক ঘটনা । আমরা যে কোনও ফেক পোস্টের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব । "

কলকাতা, 28 মার্চ : খিদিরপুরে লকডাউন মানা হচ্ছে না । পুলিশের উপর পাথর ছোড়া হচ্ছে । এই ধরনের একটি ভুয়ো ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায় । গতকাল এই নিয়ে মামলা দায়ের করে কলকাতা পুলিশ ৷ জানা গেছে, ভিডিয়োটি গুজরাতের কোনও এক জায়গার ।

ভিডিয়োটিতে দেখা গেছে, ভিড় রাস্তায় বেশ কয়েকটি পুলিশের গাড়ি । পিছনে উত্তেজিত জনতা । তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছুড়ছে । দ্রুত গতিতে যাওয়া একটি পুলিশের গাড়িতে ইট মেরে ভেঙে ফেলা হল সামনের কাঁচ । তা পোস্ট করে বলা হয়, এই ছবি খিদিরপুরের । সেখানে মানা হচ্ছে না লকডাউন । পুলিশ গেলে তাদের উপর হামলা করা হচ্ছে ।

পুলিশ সূত্রে খবর, এই ভিডিয়োটি গুজরাতের । গত বছর 19 ডিসেম্বরের ভিডিয়ো । নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে চলা বিক্ষোভের সময়। সেই ঘটনায় 5 জন পুলিশ কর্মী গুরুতর আহত হন । তবে কে এই ভিডিয়োটি পোস্ট করে তার খোঁজ চালাচ্ছে পুলিশ ৷

fake post in social media kolkata police going to take action
খিদিরপুরের ভিডিয়ো ভুয়ো, তদন্ত কলকাতা পুলিশের

দিন কয়েক আগে এমনই একটি বিতর্কিত ভিডিয়ো নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন BJP নেতা অনুপম হাজরা । লকডাউন চলাকালীন দক্ষিণ মুম্বইয়ের মদনপুরার পুলিশকে হেনস্থার ঘটনা ঘটে । অপ্রয়োজনে বাড়ি থেকে বের হচ্ছেন এই সন্দেহে এক দম্পতিকে আটকায় পুলিশ । সেই সূত্র ধরে এলাকার লোকজন বেরিয়ে পড়ে । মুম্বই পুলিশকে হেনস্থা করা হয় । সেই ভিডিয়ো পোস্ট করে অনুপম নিজের টুইটারে লেখেন এটি খিদিরপুরের ভিডিও । তা নিয়ে গিরিশ পার্ক থানায় দায়ের করা হয় অভিযোগ । অভিযোগকারীর দাবি ছিল , ফেক ভিডিয়ো পোস্ট করেছেন অনুপম । পুলিশ সেই ঘটনায় বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করে । শুরু হয়েছে তদন্ত । যে কোনও সময়ে BJP নেতা অনুপম হাজরাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে ৷

কোরোনা আতঙ্কে গুজব ছড়ালে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা । একই কথা বলেছেন মুখ্যমন্ত্রীও । সোশাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগে কয়েকজনকে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানায় ডেকে এনে সতর্ক করা হয়েছে । গ্রেপ্তার করা হয়েছে এক যুবতিকেও । তারপরও এই ধরনের গুজব ছড়ানোর চেষ্টা অব্যাহত । এই প্রসঙ্গে গোয়েন্দাপ্রধান মুরলীধর শর্মা বলেন, "এই সময়ে এই ধরনের ভিডিয়ো পোস্ট খুবই দুঃখজনক ঘটনা । আমরা যে কোনও ফেক পোস্টের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব । "

For All Latest Updates

TAGGED:

kolkata
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.