ETV Bharat / state

2 লাখ টাকার জালনোটসহ কলকাতায় ধৃত ব্যক্তি - কলকাতায় জালনোট

গতরাতে বাবুঘাট বাসস্ট্যান্ডের সামনে থেকে প্রায় 2 লাখ টাকার জালনোটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) ৷

ধৃত ব্যক্তি
author img

By

Published : Aug 18, 2019, 5:24 PM IST

কলকাতা, 18 অগাস্ট : প্রায় 2 লাখ টাকার জালনোটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) ৷ ধৃতের নাম ইউসুফ শেখ ৷ বাড়ি মালদায় ৷ গতরাতে বাবুঘাট বাসস্ট্যান্ডের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে STF ৷

বাংলাদেশ থেকে ভারতে জালনোট পাচারের রেড করিডর মালদা । BSF-র নজর এড়িয়ে মালদা সীমান্ত দিয়েই এদেশে ঢুকছে জালনোট । গোয়েন্দাদের বক্তব্য তেমনই । তারপর তা নিয়ে আসা হয় কলকাতায় । কখনও আবার ফরাক্কা কিংবা রামপুরহাট থেকে পাঠিয়ে দেওয়া হচ্ছে পড়শি রাজ্য ঝাড়খণ্ডে । কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে, জালনোট কলকাতায় এনে ওই চক্রের নির্দিষ্ট ব্যক্তির হাতে তুলে দেওয়া হচ্ছে । তারপর তা ছড়িয়ে পড়ছে দেশের সর্বত্র । পুলিশের বক্তব্য, এমনই এক পাচারকারী হল ইউসুফ শেখ । বাড়ি মালদার বৈষ্ণবনগরে । নির্দিষ্ট সূত্রে খবরের ভিত্তিতে গতরাতে তাকে বাবুঘাট বাসস্ট্যান্ডের সামনে থেকে আটক করে পুলিশ । তার ব্যাগ থেকে পাওয়া যায় 1 লাখ 92 হাজার টাকার জালনোট । সবগুলি 2 হাজার টাকার জালনোট ৷ তারপরই তাকে গ্রেপ্তার করা হয় ।

ধৃতকে আজ ব্যাঙ্কশাল আদালতে তোলা হয় । ধৃতকে নিজেদের হেপাজতে নিতে চায় পুলিশ । তাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রে কারা জড়িত তা জানার চেষ্টা চলছে । কার হাতে ওই জালনোট তুলে দেওয়া হত, তাও জানার চেষ্টা করছেন কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা ।

কলকাতা, 18 অগাস্ট : প্রায় 2 লাখ টাকার জালনোটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) ৷ ধৃতের নাম ইউসুফ শেখ ৷ বাড়ি মালদায় ৷ গতরাতে বাবুঘাট বাসস্ট্যান্ডের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে STF ৷

বাংলাদেশ থেকে ভারতে জালনোট পাচারের রেড করিডর মালদা । BSF-র নজর এড়িয়ে মালদা সীমান্ত দিয়েই এদেশে ঢুকছে জালনোট । গোয়েন্দাদের বক্তব্য তেমনই । তারপর তা নিয়ে আসা হয় কলকাতায় । কখনও আবার ফরাক্কা কিংবা রামপুরহাট থেকে পাঠিয়ে দেওয়া হচ্ছে পড়শি রাজ্য ঝাড়খণ্ডে । কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে, জালনোট কলকাতায় এনে ওই চক্রের নির্দিষ্ট ব্যক্তির হাতে তুলে দেওয়া হচ্ছে । তারপর তা ছড়িয়ে পড়ছে দেশের সর্বত্র । পুলিশের বক্তব্য, এমনই এক পাচারকারী হল ইউসুফ শেখ । বাড়ি মালদার বৈষ্ণবনগরে । নির্দিষ্ট সূত্রে খবরের ভিত্তিতে গতরাতে তাকে বাবুঘাট বাসস্ট্যান্ডের সামনে থেকে আটক করে পুলিশ । তার ব্যাগ থেকে পাওয়া যায় 1 লাখ 92 হাজার টাকার জালনোট । সবগুলি 2 হাজার টাকার জালনোট ৷ তারপরই তাকে গ্রেপ্তার করা হয় ।

ধৃতকে আজ ব্যাঙ্কশাল আদালতে তোলা হয় । ধৃতকে নিজেদের হেপাজতে নিতে চায় পুলিশ । তাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রে কারা জড়িত তা জানার চেষ্টা চলছে । কার হাতে ওই জালনোট তুলে দেওয়া হত, তাও জানার চেষ্টা করছেন কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা ।

Intro:কলকাতা, ১৮ অগাস্ট: আবারো কলকাতায় জাল নোট উদ্ধার। মালদা থেকে সেই জাল নোট নির্দিষ্ট ব্যক্তির ব্যাক্তির হাতে তুলে দিতে এসেছিল পাচারকারী। তাকে বমাল গ্রেপ্তার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স। ধৃতের কাছে উদ্ধার হয়েছে প্রায় 2 লাখ টাকার জাল নোট।Body:বাংলাদেশ থেকে এদেশে জাল নোট পাচারের রেড করিডর মালদা। বিএসএফের নজর এড়িয়ে মালদা সীমান্ত দিয়েই এদেশে ঠুকছে জাল নোট। গোয়েন্দাদের দাবি তেমনটাই। তারপর তা নিয়ে আসা হচ্ছে কলকাতায়। কখনো আবার ফারাক্কা কিংবা রামপুরহাট থেকে পাঠিয়ে দেওয়া হচ্ছে ঝাড়খন্ডে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে, ওই জাল নোট কলকাতায় এনে ওই চক্রের নির্দিষ্ট ব্যক্তির হাতে তুলে দেওয়া হচ্ছে। তারপর তা ছড়িয়ে পড়ছে দেশের সর্বত্র। এমনই এক পাচারকারী গতরাতে শহরে আসে। তার নাম ইউসুফ শেখ। বাড়ি মালদার বৈষ্ণবনগরে। নির্দিষ্ট সূত্রে খবরের ভিত্তিতে গত রাত দশটা নাগাদ তাকে বাবুঘাট বাস স্ট্যান্ডের সামনে থেকে আটক করে পুলিশ। তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালাতে বেরিয়ে পড়ে 2 হাজার টাকার নোটে 1 লাখ 92 হাজার টাকার জাল নোট। তারপরেই তাকে গ্রেপ্তার করা হয়।Conclusion:পুলিশ সূত্রে খবর, আজ তাকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়েছে। ধৃতকে নিজেদের হেফাজতে চাইছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রে কারা জড়িত তা জানার চেষ্টা চলছে। কার হাতে ওই জাল নোট তুলে দেওয়া হতো, তাও জানার চেষ্টা করছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সে গোয়েন্দারা।


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.