ETV Bharat / state

Fake Notes seized in Kolkata: পৌরভোটের আগে জালনোট বাজেয়াপ্ত শহরে - Kolkata latest news

কলকাতা পৌরভোটের আগে শহরে 4 লক্ষ টাকার জালনোট বাজেয়াপ্ত করলেন কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের গোয়েন্দারা (Fake Notes seized In Kolkata) ৷ গ্রেফতার করা হয়েছে ভিন রাজ্যের দুই বাসিন্দাকে।

Fake Note Recovered In Kolkata
পৌরভোটের আগে জালনোট উদ্ধার শহরে
author img

By

Published : Dec 16, 2021, 4:29 PM IST

কলকাতা, 16 ডিসেম্বর : কলকাতা পৌরভোটের আর বাকি 3 দিন। তার আগেই শহর থেকে বাজেয়াপ্ত হল 4 লক্ষ টাকার জালনোট (Fake Notes seized In Kolkata)। এই ঘটনায় কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের গোয়েন্দারা গ্রেফতার করেছে দুই ভিন রাজ্যের বাসিন্দাকে। ধৃতদের নাম আরিফ মানসুরি। অপর একজনের নাম হল আব্দুল্লাহ। বাড়ি রাজস্থানের বিজয়নগরে। এই বিষয়ে কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল (স্পেশাল টাস্কফোর্স) ভি সোলেমান নেশা কুমার জানান, গোপন সূত্রে খবর পেয়ে ময়দান থানা এলাকার ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে এই বিপুল পরিমাণে জালনোট উদ্ধার করা হয়।

কলকাতায় পুরভোটের বাকি আর মাত্র 3 দিন। তার আগে এই দুই যুবক রাজস্থান থেকে এই 4 লক্ষ টাকার জাল নোট নিয়ে কি করতে এসেছিল তাকে ঘিরেই উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই দু'জনকে আদালতে পেশ করবেন গোয়েন্দারা। নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আর কারা কারা যুক্ত রয়েছে তা জানতে চান কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স গোয়েন্দারা।

আরও পড়ুন: KMC Election 2021: কেন্দ্রীয় বাহিনী নয়, কলকাতা পৌর ভোটের দায়িত্বে রাজ্য পুলিশ, নির্দেশ কলকাতা হাইকোর্টের

চলতি সপ্তাহেই পার্কস্ট্রিট থানা চত্বর থেকে 1 ব্যক্তিকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। তার কাছ থেকে উদ্ধার হয় এক কোটি টাকা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার খাস কলকাতা থেকে ভিন রাজ্যের দুই যুবকের কাছ থেকে উদ্ধার হল 4 লক্ষ টাকার জালনোট।

কলকাতা, 16 ডিসেম্বর : কলকাতা পৌরভোটের আর বাকি 3 দিন। তার আগেই শহর থেকে বাজেয়াপ্ত হল 4 লক্ষ টাকার জালনোট (Fake Notes seized In Kolkata)। এই ঘটনায় কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের গোয়েন্দারা গ্রেফতার করেছে দুই ভিন রাজ্যের বাসিন্দাকে। ধৃতদের নাম আরিফ মানসুরি। অপর একজনের নাম হল আব্দুল্লাহ। বাড়ি রাজস্থানের বিজয়নগরে। এই বিষয়ে কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল (স্পেশাল টাস্কফোর্স) ভি সোলেমান নেশা কুমার জানান, গোপন সূত্রে খবর পেয়ে ময়দান থানা এলাকার ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে এই বিপুল পরিমাণে জালনোট উদ্ধার করা হয়।

কলকাতায় পুরভোটের বাকি আর মাত্র 3 দিন। তার আগে এই দুই যুবক রাজস্থান থেকে এই 4 লক্ষ টাকার জাল নোট নিয়ে কি করতে এসেছিল তাকে ঘিরেই উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই দু'জনকে আদালতে পেশ করবেন গোয়েন্দারা। নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আর কারা কারা যুক্ত রয়েছে তা জানতে চান কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স গোয়েন্দারা।

আরও পড়ুন: KMC Election 2021: কেন্দ্রীয় বাহিনী নয়, কলকাতা পৌর ভোটের দায়িত্বে রাজ্য পুলিশ, নির্দেশ কলকাতা হাইকোর্টের

চলতি সপ্তাহেই পার্কস্ট্রিট থানা চত্বর থেকে 1 ব্যক্তিকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। তার কাছ থেকে উদ্ধার হয় এক কোটি টাকা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার খাস কলকাতা থেকে ভিন রাজ্যের দুই যুবকের কাছ থেকে উদ্ধার হল 4 লক্ষ টাকার জালনোট।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.