ETV Bharat / state

Fake Mail ID : মন্ত্রীর নামে ভুয়ো মেল আইডি খুলে গ্রেফতার বাবা ও ছেলে

ছেলের চাকরির জন্য কয়লা মন্ত্রীর নামে ভুয়ো মেল আইডি তৈরি করে, সেখান থেকে নিউটাউনের কোল ভবনে মেল করে পুলিশের ফাঁদে অভিযুক্ত (Fake Mail ID for son's job) । গ্রেফতার বাবা সঞ্জয় গোস্বামী ও ছেলে সুব্রত গোস্বামী (arrested two people)।

arrested criminal
Fake Mail ID
author img

By

Published : Apr 13, 2022, 9:09 PM IST

নিউটাউন, 13 এপ্রিল : ছেলের চাকরির জন্য এবার খোদ কয়লা মন্ত্রীর নামে ভুয়ো মেল আইডি তৈরি করা হয় (create fake mail ID of coal minister)৷ সেই মেল আইডি থেকে নিউটাউন কোল ভবনে মেল করা হয় । যে মেলে স্ট্যাম্প ও সই জাল ছিল (Fake stamp and signature)। সন্দেহ হওয়াতে নিউটাউন থানায় অভিযোগ দায়ের করা হয় । অভিযোগের ভিত্তিতে নিউটাউন থানার (Newtown police) পুলিশ মালদার ইংলিশ বাজার থেকে গ্রেফতার করে বাবা সঞ্জয় গোস্বামী ও ছেলে সুব্রত গোস্বামীকে ।

পুলিশ সূত্রে খবর, গত 24/08/21 তারিখে নিউটাউনের কোল ভবনের উচ্চপদস্থ আধিকারিক নিউটাউন থানায় অভিযোগ করেন যে তার কাছে একটি মেল এসেছে চাকরির সুপারিশের । কিন্তু সেটি জাল । সেখানে কোল মন্ত্রীর নামে মেল আসে ৷ কিন্তু তাতে যে স্ট্যাম্প ও সই ছিল সেটি নকল । এর পর পুলিশ তদন্তে নেমে গতকাল মালদার ইংলিশ বাজার এলাকায় হানা দিয়ে বাবা ও ছেলেকে গ্রেফতার করে (Two persons arrested from Malda)।

কয়লা মন্ত্রীর নামে ফেক আইডি করে মেল কোল ভবনে

জিজ্ঞাসাবাদ করে জানতে পারে ধৃত সঞ্জয় গোস্বামী একটি ভুয়ো মেল আইডি তৈরি করে কোল মন্ত্রীর নামে এবং সেই মেল আইডি দিয়ে নিউটাউন কোল ভবনে একটি মেল করে নিজের ছেলে সুব্রত গোস্বামীকে যাতে নিউটাউন কোল ভবনে একটি চাকরি দেওয়া হয় ৷ এর পাশাপাশি সেখানে মন্ত্রীর জাল সই ও স্ট্যাম্প দেয় তারা ।

শুধু তাই নয় পুলিশ যখন তার বাড়িতে তল্লাশি চালায় সেই সময় তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছে অনেক জাল স্ট্যাম্প ৷ যেমন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব, পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দফতরের রাষ্ট্র মন্ত্রীর এবং মালদা পেকুয়াহাট হাইস্কুলের প্রধান শিক্ষকের লেটার হেড ও স্ট্যাম্প পাওয়া গিয়েছে (Police recovered more fake stamps and letter head)। এদিন ধৃতদের বারাসত আদালতে তোলা হয় (Barasat Court) ৷

আরও পড়ুন : Special Metro Service : নববর্ষ ও আম্বেদকর জয়ন্তীতে বিশেষ মেট্রো পরিষেবা, সকালে ও রাতে বাড়ছে ট্রেন

নিউটাউন, 13 এপ্রিল : ছেলের চাকরির জন্য এবার খোদ কয়লা মন্ত্রীর নামে ভুয়ো মেল আইডি তৈরি করা হয় (create fake mail ID of coal minister)৷ সেই মেল আইডি থেকে নিউটাউন কোল ভবনে মেল করা হয় । যে মেলে স্ট্যাম্প ও সই জাল ছিল (Fake stamp and signature)। সন্দেহ হওয়াতে নিউটাউন থানায় অভিযোগ দায়ের করা হয় । অভিযোগের ভিত্তিতে নিউটাউন থানার (Newtown police) পুলিশ মালদার ইংলিশ বাজার থেকে গ্রেফতার করে বাবা সঞ্জয় গোস্বামী ও ছেলে সুব্রত গোস্বামীকে ।

পুলিশ সূত্রে খবর, গত 24/08/21 তারিখে নিউটাউনের কোল ভবনের উচ্চপদস্থ আধিকারিক নিউটাউন থানায় অভিযোগ করেন যে তার কাছে একটি মেল এসেছে চাকরির সুপারিশের । কিন্তু সেটি জাল । সেখানে কোল মন্ত্রীর নামে মেল আসে ৷ কিন্তু তাতে যে স্ট্যাম্প ও সই ছিল সেটি নকল । এর পর পুলিশ তদন্তে নেমে গতকাল মালদার ইংলিশ বাজার এলাকায় হানা দিয়ে বাবা ও ছেলেকে গ্রেফতার করে (Two persons arrested from Malda)।

কয়লা মন্ত্রীর নামে ফেক আইডি করে মেল কোল ভবনে

জিজ্ঞাসাবাদ করে জানতে পারে ধৃত সঞ্জয় গোস্বামী একটি ভুয়ো মেল আইডি তৈরি করে কোল মন্ত্রীর নামে এবং সেই মেল আইডি দিয়ে নিউটাউন কোল ভবনে একটি মেল করে নিজের ছেলে সুব্রত গোস্বামীকে যাতে নিউটাউন কোল ভবনে একটি চাকরি দেওয়া হয় ৷ এর পাশাপাশি সেখানে মন্ত্রীর জাল সই ও স্ট্যাম্প দেয় তারা ।

শুধু তাই নয় পুলিশ যখন তার বাড়িতে তল্লাশি চালায় সেই সময় তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছে অনেক জাল স্ট্যাম্প ৷ যেমন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব, পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দফতরের রাষ্ট্র মন্ত্রীর এবং মালদা পেকুয়াহাট হাইস্কুলের প্রধান শিক্ষকের লেটার হেড ও স্ট্যাম্প পাওয়া গিয়েছে (Police recovered more fake stamps and letter head)। এদিন ধৃতদের বারাসত আদালতে তোলা হয় (Barasat Court) ৷

আরও পড়ুন : Special Metro Service : নববর্ষ ও আম্বেদকর জয়ন্তীতে বিশেষ মেট্রো পরিষেবা, সকালে ও রাতে বাড়ছে ট্রেন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.