কলকাতা, 17 এপ্রিল: ফের খাস কলকাতায় ভুয়ো আইএএস অফিসারের হদিশ। সম্প্রতি রাজ্যে ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে নাম জড়িয়ে ছিল নকল আইএএস আধিকারিক দেবাঞ্জন দেবের। সেই ঘটনা এখনও সকলেরই মনে আছে। তার রেশ কাটতে না-কাটতেই এবার খাস কলকাতায় নকল সরকারি আমলাকে গ্রেফতার করল বড়তলা থানার পুলিশ।
অভিযোগ, 2022 সালে দায়ের করা একটি অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। অভিযুক্ত ব্যক্তির নাম শান্ত কুমার। পুলিশের অভিযোগ, তিনি আদতে বেলেঘাটার বাসিন্দা হলেও বেহালার হরিদেবপুরে থাকতেন। পুলিশ জানতে পেরেছে, এই শান্ত কুমারের নামে একাধিক গাড়ি কলকাতার রাস্তায় চলাফেরা করে । গাড়িগুলির সামনের কাচে নবান্ন থেকে শুরু করে কলকাতা পুলিশের বিভিন্ন স্টিকার লাগানো রয়েছে।
অভিযুক্ত শান্ত কুমারের বিরুদ্ধে 2022 সালে ডিসেম্বর মাসে বটতলা থানায় মঞ্জু ঘোষ নামে এক মহিলা লিখিত অভিযোগ দায়ের করেন । তাঁর দাবি, শান্ত কুমারবাবু রাজারহাট মেগা সিটির জ্যোতি বসু নগরীতে ভিভিআইপি কোটায় দু'টি ফ্ল্যাটের বন্দোবস্ত করে দেবেন বলে কথা দিয়েছিলেন। ওই দু'টি ফ্ল্যাট সস্তায় পাইয়ে দেওয়ার জন্য মঞ্জু তাকে 11 লক্ষ 76 হাজার টাকা দিয়েছিলেন ৷ কিন্তু শান্তবাবু কোনও প্রতিশ্রুতি রক্ষা করেননি বলে মঞ্জুদেবীর অভিযোগ ।
আরও পড়ুন: শিবপুরে অশান্তি নিয়ে ভুয়ো ভিডিয়ো ছড়ালেই কড়া পদক্ষেপ, নজর রাখছে সিআইডি
নিজেকে রাজ্যের পদস্থ আমলা বলে পরিচয় দিয়ে এবং নিজের ক্ষমতা প্রতিপত্তিকে জাহির করে একাধিক ব্যক্তিকে তিনি ঠকিয়েছেন এবং তাদের কাছ থেকে টাকা-পয়সা আত্মসাৎ করেছেন বলে পুলিশের অনুমান। এই ঘটনার ভিত্তিতে তদন্তে নেমেছিল বড়তলা থানার পুলিশ । সূত্রের খবর, এতদিন ধরে গা ঢাকা দিয়েছিল এই ব্যক্তি ৷ এরপরই গোপন সূত্রে খবর পেয়ে, রবিবার রাতে হরিদেবপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। তদন্তকারীদের অভিযোগ, তার থেকে একাধিক সরকারি কাগজপত্র এবং বিভিন্ন সরকারি স্টিকার উদ্ধার করেছেন তবে সেই উদ্ধার হওয়া সামগ্রীগুলি আসল না নকল সেগুলি যাচাই করে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।